ETV Bharat / sitara

সঞ্জয় মিশ্র অভিনীত 'কামেয়াব'-এর প্রযোজনা করবেন শাহরুখ - শাহরুখ খান

ছবিটি পরিচালনা করছেন হার্দিক মেহতা । মুখ্য চরিত্রে রয়েছেন সঞ্জয় মিশ্র ও দীপক দোবরিয়াল ।

্িু
্িু
author img

By

Published : Jan 31, 2020, 11:00 PM IST

মুম্বই : পরবর্তী ছবি 'কামেয়াব' প্রযোজনা করতে চলেছে শাহরুখ খানের সংস্থা রেড চিলিজ় এন্টারটেনমেন্ট । আজ টুইটারে একথা শেয়ার করেন শাহরুখ খান নিজেই । ছবির গল্পের প্রশংসা করেছেন তিনি ।

ছবিটি পরিচালনা করছেন হার্দিক মেহতা । মুখ্য চরিত্রে রয়েছেন সঞ্জয় মিশ্র ও দীপক দোবরিয়াল । ছবি সম্পর্কে সঞ্জয় বলেন, "এক অভিনেতার জীবনের কাহিনি তুলে ধরা হয়েছে ছবিতে । অনেক সিনেমা করার পর তাঁদের কী হয় তাই ছবিতে দেখানো হবে ।"

  • Extremely poignant story of a character artist...his struggles with himself, films and life....bitterly sweet and very well enacted. Hope all enjoy this small film with a biggish heart. https://t.co/x2iEAvsBlf

    — Shah Rukh Khan (@iamsrk) January 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আর এই ছবির সঙ্গে শাহরুখ খান যুক্ত থাকায় খুবই খুশি তিনি । বলেন, "শাহরুখ এই ধরনের ছবিকে সমর্থন জানিয়েছেন এটা ভেবেই আমি খুব খুশি ।"

রেড চিলিজ় এন্টারটেনমেন্টের তরফেও একটি টুইটে লেখা হয়, "এই ধরনের ছবির প্রযোজনা করতে পেরে আমরা খুবই গর্বিত ।" চলতি বছরের 6 মার্চ মুক্তি পাবে ছবিটি ।

ছবি সম্পর্কে পরিচালক বলেন, "মূলত নায়কের সহ অভিনেতা হিসেবে যাঁরা কাজ করেন তাঁদের নিয়ে তৈরি ছবিটি । যাঁদের মূলত চিকিৎসক, পুলিশ ও ছিনতাইবাজদের চরিত্রে দেখতে পাওয়া যায় । হিন্দি ছবিতে 80 ও 90-এর দশকে এই ধরনের বহু অভিনেতা ছিলেন । সারা জীবন একাধিক ছবিতে অভিনয় করেছেন তাঁরা । কিন্তু, শেষ জীবনে গিয়ে তাঁদের মনে হয়েছে যে একটাও মনে রাখার মতো চরিত্রে অভিনয় করেননি । এই গল্পই বলবে ছবিটি ।"

রেড চিলিজ়ের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবে দৃশ্যম ফিল্মসও ।

তবে এই ছবি ছাড়াও 'বব বিশ্বাস'-এর প্রযোজনা করছে রেড চিলিজ় । সেখানে অভিনয় করছেন অভিষেক বচ্চন । ছবির শুটিং হবে কলকাতার একাধিক জায়গায় ।

মুম্বই : পরবর্তী ছবি 'কামেয়াব' প্রযোজনা করতে চলেছে শাহরুখ খানের সংস্থা রেড চিলিজ় এন্টারটেনমেন্ট । আজ টুইটারে একথা শেয়ার করেন শাহরুখ খান নিজেই । ছবির গল্পের প্রশংসা করেছেন তিনি ।

ছবিটি পরিচালনা করছেন হার্দিক মেহতা । মুখ্য চরিত্রে রয়েছেন সঞ্জয় মিশ্র ও দীপক দোবরিয়াল । ছবি সম্পর্কে সঞ্জয় বলেন, "এক অভিনেতার জীবনের কাহিনি তুলে ধরা হয়েছে ছবিতে । অনেক সিনেমা করার পর তাঁদের কী হয় তাই ছবিতে দেখানো হবে ।"

  • Extremely poignant story of a character artist...his struggles with himself, films and life....bitterly sweet and very well enacted. Hope all enjoy this small film with a biggish heart. https://t.co/x2iEAvsBlf

    — Shah Rukh Khan (@iamsrk) January 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আর এই ছবির সঙ্গে শাহরুখ খান যুক্ত থাকায় খুবই খুশি তিনি । বলেন, "শাহরুখ এই ধরনের ছবিকে সমর্থন জানিয়েছেন এটা ভেবেই আমি খুব খুশি ।"

রেড চিলিজ় এন্টারটেনমেন্টের তরফেও একটি টুইটে লেখা হয়, "এই ধরনের ছবির প্রযোজনা করতে পেরে আমরা খুবই গর্বিত ।" চলতি বছরের 6 মার্চ মুক্তি পাবে ছবিটি ।

ছবি সম্পর্কে পরিচালক বলেন, "মূলত নায়কের সহ অভিনেতা হিসেবে যাঁরা কাজ করেন তাঁদের নিয়ে তৈরি ছবিটি । যাঁদের মূলত চিকিৎসক, পুলিশ ও ছিনতাইবাজদের চরিত্রে দেখতে পাওয়া যায় । হিন্দি ছবিতে 80 ও 90-এর দশকে এই ধরনের বহু অভিনেতা ছিলেন । সারা জীবন একাধিক ছবিতে অভিনয় করেছেন তাঁরা । কিন্তু, শেষ জীবনে গিয়ে তাঁদের মনে হয়েছে যে একটাও মনে রাখার মতো চরিত্রে অভিনয় করেননি । এই গল্পই বলবে ছবিটি ।"

রেড চিলিজ়ের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবে দৃশ্যম ফিল্মসও ।

তবে এই ছবি ছাড়াও 'বব বিশ্বাস'-এর প্রযোজনা করছে রেড চিলিজ় । সেখানে অভিনয় করছেন অভিষেক বচ্চন । ছবির শুটিং হবে কলকাতার একাধিক জায়গায় ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.