মুম্বই : সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যু ইন্ডাস্ট্রির বিশাল বড় ক্ষতি । তবে কিছু মানুষের কাছে এই মৃত্যু এক ব্যক্তিগত আঘাত । শর্মিলা ঠাকুর তাঁদের মধ্যে অন্যতম ।
"অপুর সংসার করার সময় আমরা একে অপরের দিকে তাকিয়ে অনেক সুন্দর সংলাপ বলেছিলাম । সেই সংলাপগুলো আমাদের মধ্যে একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি করেছিল । সেই থেকে শুরু । আমি আজীবন ওঁকে সম্মান করে এসেছি, পছন্দ করে এসেছি ।", PTI-কে বলেন শর্মিলা ।
![Sharmila tagore mourns over Soumitra chatterjee](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/dduaijbvwaaiafr_1511newsroom_1605459297_1031.jpg)
তিনি আরও বলেন, "আমরা ঘণ্টার পর ঘণ্টা খেলা, ইতিহাস, ভারতবর্ষ নিয়ে কথা বলে যেতে পারতাম । আমি আর কারও সাথে এতকিছু শেয়ার করতে পারিনি কখনও ।"
সৌমিত্র আর শর্মিলার বন্ধুত্বে কোনও শর্ত ছিল না । তাঁরা কোনওদিন একে অপরকে জাজ করেননি । এক অদ্ভুত সম্পর্ক ছিল তাঁদের, যা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না ।
"আমরা দিনের পর দিন কথা বলিনি । তাও আমাদের মধ্যে কোনও নিরাপত্তাহীনতা বা ক্ষোভ তৈরি হয়নি । পুরোটা খুব অর্গ্যানিক ছিল । এই সম্পর্কের নাম দিতে পারব না..", বলে চলেন শর্মিলা ।
'অপুর সংসার' সিনেমায় অপর্ণাকে হারিয়ে ভেঙে পড়েছিলেন অপু, ডিপ্রেশনের অন্ধকারে হারিয়ে গেছিলেন । তবে বাস্তবে ঠিক উলটোটাই হল । অপুকে হারিয়ে আজ মন ভালো নেই অপর্ণার ।