ETV Bharat / sitara

রমজানে 25 হাজার শরণার্থীকে খাবার দেবেন সনু সুদ - holy month of ramadan

লকডাউনের জেরে কর্নাটক, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের একাধিক শ্রমিক এখন আটকে রয়েছেন মুম্বইয়ের ভিওয়ান্দিতে । রমজানের মাসে সেখানকার 25 হাজার শ্রমিকের মুখে খাবার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সনু সুদ ।

sdf
sdf
author img

By

Published : Apr 24, 2020, 12:10 PM IST

মুম্বই : জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের সাহায্যের জন্য কিছুদিন আগেই নিজের জুহুর হোটেলের দরজা খুলে দিয়েছিলেন । তার কিছুদিন পর 45 হাজার অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন সোনু সুদ । আর এবার রমজানের মাসে ভিওয়ান্দির 25 হাজার শরণার্থীর মুখে খাবার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ।

কাজের জন্য দেশের প্রায় সব রাজ্যের শ্রমিকের বাস মুম্বইতে । কিন্তু, কোরোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন জারি হওয়ায় আপাতত বাড়ি ফিরতে পারছেন না তাঁরা কেউই । একাধিক শ্রমিক আটকে পড়েছেন ভিওয়ান্দিতে । এদিকে কিছুদিনের মধ্যেই শুরু হবে রমজানের মাস । তাই এই সময় যাতে সেই সব শ্রমিকের মুখে খাবার তুলে দেওয়া যায় সেই উদ্যোগ নিয়েছেন সনু ।

সূত্রের খবর, কর্নাটক, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের একাধিক শ্রমিক এখন আটকে রয়েছেন ভিওয়ান্দিতে । এর মধ্যে যাঁরা রোজ়া রাখবেন তাঁদের হাতে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করছেন সনু । এর জন্য বেশ কিছু জায়গায় রান্নার ব্যবস্থাও করা হয়েছে । আর সেখান থেকেই সরাসরি দেড় লাখ খাবার পৌঁছে যাবে 25 হাজার শ্রমিকের কাছে ।

এ প্রসঙ্গে সনু বলেন, "যে সব শ্রমিকরা লকডাউনের জেরে বাড়ি ফিরতে পারছেন না তাঁদের রমজানের মাসে খাবার দেব বলে ঠিক করেছিলাম । এই কঠিন সময় আমাদের একে অপরের পাশে দাঁড়ানো উচিত । আর সেই কারণেই রমজান মাসে যাতে কেউ অভুক্ত থাকেন তার জন্যই তাঁদের কাছে খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি ।"

এর আগে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সনু । কোরোনা মোকাবিলায় দেশজুড়ে যে সব চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরা দিনরাত পরিশ্রম করে রোগীদের সেবা করছেন, নিজেদের জীবনকে বিপদের মুখে ঠেলে দিতে দ্বিতীয়বার ভাবছেন না, তাঁদের জন্য নিজের জুহুর হোটেলের দরজা খুলে দিয়েছিলেন তিনি । তারপর শক্তি আনন্দানম নামে একটি উদ্যোগের মাধ্যমে লকডাউনের মধ্যে প্রতিদিন 45 হাজার অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন সনু ।

মুম্বই : জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের সাহায্যের জন্য কিছুদিন আগেই নিজের জুহুর হোটেলের দরজা খুলে দিয়েছিলেন । তার কিছুদিন পর 45 হাজার অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন সোনু সুদ । আর এবার রমজানের মাসে ভিওয়ান্দির 25 হাজার শরণার্থীর মুখে খাবার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ।

কাজের জন্য দেশের প্রায় সব রাজ্যের শ্রমিকের বাস মুম্বইতে । কিন্তু, কোরোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন জারি হওয়ায় আপাতত বাড়ি ফিরতে পারছেন না তাঁরা কেউই । একাধিক শ্রমিক আটকে পড়েছেন ভিওয়ান্দিতে । এদিকে কিছুদিনের মধ্যেই শুরু হবে রমজানের মাস । তাই এই সময় যাতে সেই সব শ্রমিকের মুখে খাবার তুলে দেওয়া যায় সেই উদ্যোগ নিয়েছেন সনু ।

সূত্রের খবর, কর্নাটক, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের একাধিক শ্রমিক এখন আটকে রয়েছেন ভিওয়ান্দিতে । এর মধ্যে যাঁরা রোজ়া রাখবেন তাঁদের হাতে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করছেন সনু । এর জন্য বেশ কিছু জায়গায় রান্নার ব্যবস্থাও করা হয়েছে । আর সেখান থেকেই সরাসরি দেড় লাখ খাবার পৌঁছে যাবে 25 হাজার শ্রমিকের কাছে ।

এ প্রসঙ্গে সনু বলেন, "যে সব শ্রমিকরা লকডাউনের জেরে বাড়ি ফিরতে পারছেন না তাঁদের রমজানের মাসে খাবার দেব বলে ঠিক করেছিলাম । এই কঠিন সময় আমাদের একে অপরের পাশে দাঁড়ানো উচিত । আর সেই কারণেই রমজান মাসে যাতে কেউ অভুক্ত থাকেন তার জন্যই তাঁদের কাছে খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি ।"

এর আগে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সনু । কোরোনা মোকাবিলায় দেশজুড়ে যে সব চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরা দিনরাত পরিশ্রম করে রোগীদের সেবা করছেন, নিজেদের জীবনকে বিপদের মুখে ঠেলে দিতে দ্বিতীয়বার ভাবছেন না, তাঁদের জন্য নিজের জুহুর হোটেলের দরজা খুলে দিয়েছিলেন তিনি । তারপর শক্তি আনন্দানম নামে একটি উদ্যোগের মাধ্যমে লকডাউনের মধ্যে প্রতিদিন 45 হাজার অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন সনু ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.