ETV Bharat / sitara

3 অনাথ ভাইবোনকে দত্তক নিলেন সোনু - orphan children

টুইট করে সোনু লেখেন, "আজ থেকে ওরা আর অনাথ নয়, এখন থেকে ওদের সব দায়িত্বই আমার ।"

sdf
zsdf
author img

By

Published : Aug 2, 2020, 4:29 PM IST

হায়দরাবাদ : তেলাঙ্গানার তিন অনাথ ভাইবোন । এক বছর আগে বাবাকে হারায় তারা । কয়েক সপ্তাহ আগে অসুস্থ হয়ে পড়েছিল তাদের মা । এক সপ্তাহ আগে মায়েরও মৃত্যু হয় । এখন বাবা-মাকে হারিয়ে পুরোপুরি অনাথ তারা । বয়স্ক দাদু-দিদা থাকলেও ওই তিন ভাইবোনকে দেখভাল করার মতো সামর্থ নেই তাঁদের । আর এবার ওই তিন ভাইবোনকে সাহায্যের জন্য এগিয়ে এলেন সোনু সুদ । যেন ঈশ্বরের দূত হয়েই তাদের জীবনে এলেন তিনি ।

ওই তিন অনাথ ভাইবোনের কথা জানিয়ে সোনুকে টুইট করেন রাজেশ করনাম নামে এক ব্যক্তি । একটি ভিডিয়োর লিঙ্কও শেয়ার করেন তিনি । লেখেন, "তেলাঙ্গানার ইয়াদারি ভুবনগিরি জেলার তিন নাবালক তাদের বাবা-মাকে হারিয়েছে । ওদের আর কেউ নেই । ওদের মধ্যে যে বড় সে কোনওক্রমে অন্যদের দেখভাল করছে । ওই অনাথ নাবালকগুলি আপনার সাহায্যপ্রার্থী । অনুগ্রহ করে ওদের পাশে দাঁড়ান ।"

সেই পোস্ট দেখার সঙ্গে সঙ্গেই উত্তর দেন সোনু । লেখেন, "আজ থেকে ওরা আর অনাথ নয়, এখন থেকে ওদের সব দায়িত্বই আমার ।"

zdf
সোনুর টুইট

ওই ভিডিয়োতেই তিন ভাইবোনের মধ্যে বড় মনোহরকে বলতে শোনা যায়, "দুস্থ মানুষদেরকে সোনু সুদ আঙ্কেলের সাহায্য করার ভিডিয়ো আমি অনেকবার দেখেছি । যদি এই ধরনের কোনও আঙ্কেল আমাদের এসে উদ্ধার করতেন তাহলে খুব ভালো হত । পড়াশোনা শিখে বড় হয়ে আমি চিকিৎসক হতে চাই । আর এভাবেই অসহায়দের দেখভাল করতে চাই ।"

তবে শুধু মনোহরই নয়, তার মতো আরও অনেক মানুষকে প্রতিনিয়ত সাহায্য করে চলেছেন সোনু । লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে উদ্যোগী হন তিনি । নিজের সাধ্য মতো বিমান, বাস ও ট্রেনের ব্যবস্থা করেন । এরপর সোশাল মিডিয়ায় যাঁরাই তাঁর কাছে সাহায্য চেয়েছেন কাউই ফেরাননি সোনু । পরিস্থিতি যতই কঠিন হোক না কেন সবার দিকেই সাহায্য়ের হাত বাড়িয়ে দিয়েছেন এই অভিনেতা ।

হায়দরাবাদ : তেলাঙ্গানার তিন অনাথ ভাইবোন । এক বছর আগে বাবাকে হারায় তারা । কয়েক সপ্তাহ আগে অসুস্থ হয়ে পড়েছিল তাদের মা । এক সপ্তাহ আগে মায়েরও মৃত্যু হয় । এখন বাবা-মাকে হারিয়ে পুরোপুরি অনাথ তারা । বয়স্ক দাদু-দিদা থাকলেও ওই তিন ভাইবোনকে দেখভাল করার মতো সামর্থ নেই তাঁদের । আর এবার ওই তিন ভাইবোনকে সাহায্যের জন্য এগিয়ে এলেন সোনু সুদ । যেন ঈশ্বরের দূত হয়েই তাদের জীবনে এলেন তিনি ।

ওই তিন অনাথ ভাইবোনের কথা জানিয়ে সোনুকে টুইট করেন রাজেশ করনাম নামে এক ব্যক্তি । একটি ভিডিয়োর লিঙ্কও শেয়ার করেন তিনি । লেখেন, "তেলাঙ্গানার ইয়াদারি ভুবনগিরি জেলার তিন নাবালক তাদের বাবা-মাকে হারিয়েছে । ওদের আর কেউ নেই । ওদের মধ্যে যে বড় সে কোনওক্রমে অন্যদের দেখভাল করছে । ওই অনাথ নাবালকগুলি আপনার সাহায্যপ্রার্থী । অনুগ্রহ করে ওদের পাশে দাঁড়ান ।"

সেই পোস্ট দেখার সঙ্গে সঙ্গেই উত্তর দেন সোনু । লেখেন, "আজ থেকে ওরা আর অনাথ নয়, এখন থেকে ওদের সব দায়িত্বই আমার ।"

zdf
সোনুর টুইট

ওই ভিডিয়োতেই তিন ভাইবোনের মধ্যে বড় মনোহরকে বলতে শোনা যায়, "দুস্থ মানুষদেরকে সোনু সুদ আঙ্কেলের সাহায্য করার ভিডিয়ো আমি অনেকবার দেখেছি । যদি এই ধরনের কোনও আঙ্কেল আমাদের এসে উদ্ধার করতেন তাহলে খুব ভালো হত । পড়াশোনা শিখে বড় হয়ে আমি চিকিৎসক হতে চাই । আর এভাবেই অসহায়দের দেখভাল করতে চাই ।"

তবে শুধু মনোহরই নয়, তার মতো আরও অনেক মানুষকে প্রতিনিয়ত সাহায্য করে চলেছেন সোনু । লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে উদ্যোগী হন তিনি । নিজের সাধ্য মতো বিমান, বাস ও ট্রেনের ব্যবস্থা করেন । এরপর সোশাল মিডিয়ায় যাঁরাই তাঁর কাছে সাহায্য চেয়েছেন কাউই ফেরাননি সোনু । পরিস্থিতি যতই কঠিন হোক না কেন সবার দিকেই সাহায্য়ের হাত বাড়িয়ে দিয়েছেন এই অভিনেতা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.