ETV Bharat / sitara

প্রতারক বলে ট্রোল করা হল সোনুকে, জবাব দিলেন অভিনেতা

author img

By

Published : Sep 22, 2020, 8:14 AM IST

সোশাল মিডিয়ায় সবসময় দু'ধরনের মতামত কাজ করে, পক্ষে আর বিপক্ষে । যে যত ভালোই কাজ করুক না কেন, কিছু নিন্দুক জুটেই যায় অবান্তর মন্তব্য করার জন্য । কোরোনা পরিস্থিতি মোকাবিলায় সোনু সুদের জুড়ি মেলা ভার । তবে তাও তাঁকে প্রতারক বলে ট্রোল করা হল সোশাল মিডিয়ায় । কী প্রতিক্রিয়া অভিনেতার ?

sonu sood called a fraud
sonu sood called a fraud

মুম্বই : পরদার ভিলেন হলেও, রিয়েল লাইফে হিরো অবতারেই আবির্ভূত হয়েছেন সোনু সুদ । কোরোনার তাণ্ডবে যে অসহায় মানুষগুলো সবথেকে বেশি প্রভাবিত, তাদের পাশে দাঁড়িয়েছেন সোনু । পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দিয়েছেন, উপার্জনের ব্যবস্থা করে দিয়েছেন, বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন । এখন তো দেশের যে প্রান্ত থেকেই সাহায্যের আবেদন আসে, সোনু তা মিটিয়ে দেন চটপট । সেটা বাড়ি তৈরি হোক কি অস্ত্রোপচারের টাকা জোগাড়, সোনু হাজির সবসময় ।

তবে এহেন সোনুর বিরুদ্ধেও কথা বলার লোকের অভাব নেই সোশাল মিডিয়ায় । অনেকেই প্রতারক বলে ট্রোল করেছেন সোনুকে । যদিও তাদের কাছে প্রতারণার কী প্রমাণ রয়েছে জানা নেই । এই বিষয়টি নিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে কথা বললেন অভিনেতা ।

সোনু সাফ জানিয়ে দিলেন, "হয়তো ট্রোল করাটাই ওদের পেশা । আমায় ট্রোল করে ওরা টাকা পায় । তাই এই বিষয়টা আমায় কোনওভাবে প্রভাবিত করে না । আমি যা করছি সেটাই করে যাব । যারা বলছেন, আমি কোনও কাজ করিনি, তাদের বলতে চাই যে আমার কাছে 703246 মানুষের ডেটাবেস আছে, যাদের আমি সাহায্য করেছি প্রত্যেকের রেকর্ড আছে ।"

sonu sood called a fraud
.

যারা সোনুকে ট্রোল করে সময় নষ্ট করছেন, তাদের ভালো কোনও কাজ করার পরামর্শ দিলেন অভিনেতা । আর যারা ভাবছেন যে, রাজনীতিতে ঢোকার জন্য সোনু এসব করছেন, তাদের উদ্দেশে অভিনেতার উত্তর, "এখনই রাজনীতিতে ঢুকব না ।"

মুম্বই : পরদার ভিলেন হলেও, রিয়েল লাইফে হিরো অবতারেই আবির্ভূত হয়েছেন সোনু সুদ । কোরোনার তাণ্ডবে যে অসহায় মানুষগুলো সবথেকে বেশি প্রভাবিত, তাদের পাশে দাঁড়িয়েছেন সোনু । পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দিয়েছেন, উপার্জনের ব্যবস্থা করে দিয়েছেন, বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন । এখন তো দেশের যে প্রান্ত থেকেই সাহায্যের আবেদন আসে, সোনু তা মিটিয়ে দেন চটপট । সেটা বাড়ি তৈরি হোক কি অস্ত্রোপচারের টাকা জোগাড়, সোনু হাজির সবসময় ।

তবে এহেন সোনুর বিরুদ্ধেও কথা বলার লোকের অভাব নেই সোশাল মিডিয়ায় । অনেকেই প্রতারক বলে ট্রোল করেছেন সোনুকে । যদিও তাদের কাছে প্রতারণার কী প্রমাণ রয়েছে জানা নেই । এই বিষয়টি নিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে কথা বললেন অভিনেতা ।

সোনু সাফ জানিয়ে দিলেন, "হয়তো ট্রোল করাটাই ওদের পেশা । আমায় ট্রোল করে ওরা টাকা পায় । তাই এই বিষয়টা আমায় কোনওভাবে প্রভাবিত করে না । আমি যা করছি সেটাই করে যাব । যারা বলছেন, আমি কোনও কাজ করিনি, তাদের বলতে চাই যে আমার কাছে 703246 মানুষের ডেটাবেস আছে, যাদের আমি সাহায্য করেছি প্রত্যেকের রেকর্ড আছে ।"

sonu sood called a fraud
.

যারা সোনুকে ট্রোল করে সময় নষ্ট করছেন, তাদের ভালো কোনও কাজ করার পরামর্শ দিলেন অভিনেতা । আর যারা ভাবছেন যে, রাজনীতিতে ঢোকার জন্য সোনু এসব করছেন, তাদের উদ্দেশে অভিনেতার উত্তর, "এখনই রাজনীতিতে ঢুকব না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.