ETV Bharat / sitara

"মদের দোকান অবধি পৌঁছে দিন", সোনুর কাছে আর্জি ব্যক্তির - সোনু সুদের খবর

ভিনরাজ্যের শ্রমিকদের বাড়ি পৌঁছে দিতে সাহায্য করছেন সোনু সুদ । তাঁর এই উদ্যোগে মুগ্ধ সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটিরাও । তবে এক ব্যক্তি রসিকতা করলেন বিষয়টি নিয়ে । বাড়ি থেকে মদের দোকান অবধি পৌঁছে দেওয়ার আর্জি জানালেন তিনি ।

Sonu Sood replied on liquor shop
Sonu Sood replied on liquor shop
author img

By

Published : May 25, 2020, 5:07 PM IST

মুম্বই : লকডাউনের ফলে ভিনরাজ্যের শ্রমিকদের দুর্দশার শেষ নেই । দিন আনি দিন খাই মানুষগুলোর হাতে কাজ নেই, পেটে ভাত নেই, সঙ্গে পরিবারও নেই । তাঁদের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ । বিশেষ বাসের ব্যবস্থা করেছেন তিনি ।

আর তাই এক ব্য়ক্তি মদের দোকানে পৌঁছে দেওয়ার আর্জি জানালেন সোনুর কাছে, অবশ্যই রসিকতার ছলে । টুইটারে সেই ব্যক্তি লিখেছেন, "সোনু ভাই, আমি বাড়িতে আটকে রয়েছি । দয়া করে আমায় একটা মদের দোকানে পৌঁছে দিন ।"

একটুও মেজাজ না হারিয়ে যোগ্য জবাব দিয়েছেন অভিনেতাও । তিনি লিখেছেন, "ভাই, আমি তোমায় মদের দোকান থেকে বাড়ি পৌঁছে দিতে পারি । প্রয়োজন হলে ডেকে নিও ।" সোনুর এই মজার উত্তরে বেশ আনন্দ পেয়েছেন নেটিজেনরা ।

দেখে নিন সেই টুইট...

  • भाई मैं ठेके से घर तक तो पहुँचा सकता हूँ । ज़रूरत पड़े तो बोल देना 😂 https://t.co/tneToRoEXn

    — sonu sood (@SonuSood) May 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : লকডাউনের ফলে ভিনরাজ্যের শ্রমিকদের দুর্দশার শেষ নেই । দিন আনি দিন খাই মানুষগুলোর হাতে কাজ নেই, পেটে ভাত নেই, সঙ্গে পরিবারও নেই । তাঁদের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ । বিশেষ বাসের ব্যবস্থা করেছেন তিনি ।

আর তাই এক ব্য়ক্তি মদের দোকানে পৌঁছে দেওয়ার আর্জি জানালেন সোনুর কাছে, অবশ্যই রসিকতার ছলে । টুইটারে সেই ব্যক্তি লিখেছেন, "সোনু ভাই, আমি বাড়িতে আটকে রয়েছি । দয়া করে আমায় একটা মদের দোকানে পৌঁছে দিন ।"

একটুও মেজাজ না হারিয়ে যোগ্য জবাব দিয়েছেন অভিনেতাও । তিনি লিখেছেন, "ভাই, আমি তোমায় মদের দোকান থেকে বাড়ি পৌঁছে দিতে পারি । প্রয়োজন হলে ডেকে নিও ।" সোনুর এই মজার উত্তরে বেশ আনন্দ পেয়েছেন নেটিজেনরা ।

দেখে নিন সেই টুইট...

  • भाई मैं ठेके से घर तक तो पहुँचा सकता हूँ । ज़रूरत पड़े तो बोल देना 😂 https://t.co/tneToRoEXn

    — sonu sood (@SonuSood) May 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.