মুম্বই : সোনু সুদকে নিয়ে দেশবাসীর মাতামাতির কোনও শেষ নেই । আর সেটাই বোধহয় স্বাভাবিক । তিনি যেভাবে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন, তা কি ভোলা যায় ? ছবি, পোস্টার, মূতির পর এবার সোনুর নামে তৈরি হল মন্দির ।
তেলাঙ্গানার একটা গ্রামে সোনুর আবক্ষ মূর্তি স্থাপন করে একটি মন্দির তৈরি করেছেন গ্রামবাসীরা । তাঁর সেই মূর্তি ঘিরে সবাই হাতজোড় করে দাঁড়িয়ে রয়েছেন । পিছনে টাঙানো ব্যানারে লেখা 'দ্য রিয়েল হিরো অফ ইন্ডিয়া সোনু সুদ'
এই খবর পেয়ে রীতিমতো আবেগপ্রবণ অভিনেতা । টুইটারে মন্দিরের কয়েকটি ছবি শেয়ার করে সোনু লিখেছেন, "এটা আমার প্রাপ্য নয় স্যার । কৃতজ্ঞ ।" দেখে নিন সোনুর টুইট...
-
Don’t deserve this sir.
— sonu sood (@SonuSood) December 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Humbled🙏 https://t.co/tX5zEbBwbP
">Don’t deserve this sir.
— sonu sood (@SonuSood) December 21, 2020
Humbled🙏 https://t.co/tX5zEbBwbPDon’t deserve this sir.
— sonu sood (@SonuSood) December 21, 2020
Humbled🙏 https://t.co/tX5zEbBwbP
দেশের মানুষ তাঁকে যতই মাথায় তুলুক না কেন, সোনু কিন্তু সবসময় বলে এসেছেন যে তিনি নিজের দায়িত্বটুকুই পালন করেছেন মাত্র । এটা বলেও তিনি তাঁর বড় মনের পরিচয় দিয়েছেন সবসময় ।