ETV Bharat / sitara

খেলোয়াড়ের হাঁটুতে অস্ত্রোপচার করাবেন সোনু - সোনু সুদের সার্জারি

এবার খেলোয়াড়ের হাঁটুর অস্ত্রোপচার করাবেন সোনু সুদ । টুইটারে ঘোষণা রিয়েল লাইফ হিরো সোনুর ।

Sonu Sood helps athlete
Sonu Sood helps athlete
author img

By

Published : Aug 12, 2020, 9:33 AM IST

মুম্বই : তিনি রিল লাইফের ভিলেন হতে পারেন, তবে রিয়েল লাইফে তিনি হিরোর থেকে কোনও অংশে কম নয় । কথা হচ্ছে সোনু সুদকে নিয়ে । তাঁর কার্যকলাপ দেখে দেশের 'সুপারম্যান'-এর তকমা দেওয়া হয়েছে সোনুকে, সোশাল মিডিয়া ইউজ়াররা ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন অভিনেতাকে ।

আর হবে না-ই বা কেন ? যার যেখানে সমস্যা এক লহমায় তার মীমাংসা করছেন সোনু । সম্প্রতি তিনি জানিয়েছেন যে, অ্যাথলিট সুদামা যাদবের হাঁটুর অস্ত্রোপচার করাবেন অবিলম্বে ।

সুদামার ভাই প্রবাল লাল যাদব সোনুর কাছে আর্জি জানিয়েছেন, "দয়া করে আমার দাদাকে সাহায্য করুন স্যারজী । হংকং-এ এশিয়ান ইউথ গেমসে অংশগ্রহণ করতে গিয়ে ওয়ার্ম-আপের সময় ও হাঁটুতে চোট পায় ।" দাদা সুদামা একজন জ্যাভলিন প্লেয়ার ।

প্রবালের টুইটের উত্তরে সোনু জানিয়েছেন, "সুদামা আমাদের দেশের গর্ব । পদক জেতার জন্য প্রস্তুত হও বন্ধু । পরের সপ্তাহতেই সার্জারি হয়ে যাবে ।"

দেখে নিন সোনুর টুইট...

  • देश का गौरव है सुदामा।
    मेडल लेने की तय्यारी करो भाई।🥇
    अगले हफ़्ते सर्जरी करेंगे। https://t.co/ZgoYu6uBtB

    — sonu sood (@SonuSood) August 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : তিনি রিল লাইফের ভিলেন হতে পারেন, তবে রিয়েল লাইফে তিনি হিরোর থেকে কোনও অংশে কম নয় । কথা হচ্ছে সোনু সুদকে নিয়ে । তাঁর কার্যকলাপ দেখে দেশের 'সুপারম্যান'-এর তকমা দেওয়া হয়েছে সোনুকে, সোশাল মিডিয়া ইউজ়াররা ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন অভিনেতাকে ।

আর হবে না-ই বা কেন ? যার যেখানে সমস্যা এক লহমায় তার মীমাংসা করছেন সোনু । সম্প্রতি তিনি জানিয়েছেন যে, অ্যাথলিট সুদামা যাদবের হাঁটুর অস্ত্রোপচার করাবেন অবিলম্বে ।

সুদামার ভাই প্রবাল লাল যাদব সোনুর কাছে আর্জি জানিয়েছেন, "দয়া করে আমার দাদাকে সাহায্য করুন স্যারজী । হংকং-এ এশিয়ান ইউথ গেমসে অংশগ্রহণ করতে গিয়ে ওয়ার্ম-আপের সময় ও হাঁটুতে চোট পায় ।" দাদা সুদামা একজন জ্যাভলিন প্লেয়ার ।

প্রবালের টুইটের উত্তরে সোনু জানিয়েছেন, "সুদামা আমাদের দেশের গর্ব । পদক জেতার জন্য প্রস্তুত হও বন্ধু । পরের সপ্তাহতেই সার্জারি হয়ে যাবে ।"

দেখে নিন সোনুর টুইট...

  • देश का गौरव है सुदामा।
    मेडल लेने की तय्यारी करो भाई।🥇
    अगले हफ़्ते सर्जरी करेंगे। https://t.co/ZgoYu6uBtB

    — sonu sood (@SonuSood) August 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.