মুম্বই : এবার অসমের বন্যাতেও ত্রাতার ভূমিকায় সোনু সুদ । বন্যা কবলিত মহিলার বাড়ি তৈরি করার প্রতিশ্রুতি দিলেন তিনি সোশাল মিডিয়ায় ।
এক টুইটার ইউজ়ার সোনুকে ট্যাগ করে শেয়ার করেছেন একটি ভিডিয়ো, এক অসহায় মহিলার অস্থায়ী বাড়ির ভিডিয়ো সেটি । সেই ইউজ়ার লিখেছেন যে, বাড়িটি এক বিধবা মহিলার । ছোটো বাচ্চা রয়েছে তাঁর, কিন্তু খাবারের টাকা নেই । আর বৃষ্টি কেড়ে নিয়েছে মাথার ছাদও । এই অবস্থায় সোনুকেই তাঁদের "শেষ আশা" বলে উল্লেখ করেছেন সেই ইউজ়ার ।
এমন এক ভিডিয়োর পর চুপ থাকতে পারেননি সোনু । ভিডিয়োটি রিটুইট করে ক্যাপশনে লিখেছেন, "এই রাখির দিনে আমাদের অসমের বোনকে একটু সাহায্য করা যাক..একটা বাড়ি তৈরি করে দেওয়া যাক..."
লকডাউনের মধ্যে হাজার হাজার ভিনরাজ্যের শ্রমিকদের বাড়ি পৌঁছে দিয়েছেন সোনু । তাঁদের চাকরির ব্যবস্থা করেছেন কর্মসংস্থান অ্যাপের মাধ্যমে । আর এবার আশ্রয়হীনদের জন্য বাড়িও তৈরি করে দেবেন সোনু ।
তেলাঙ্গানার তিন অনাথ ভাইবোনকে দত্তক নিয়েছেন সোনু । সেই খবরে সারা দেশ অভিনেতাকে নিয়ে জয়জয়কার করছে আপাতত ।