ETV Bharat / sitara

কোয়ারেন্টাইনে থাকতে পারবেন না, তাই দেশেই ফিরলেন না সোনু - দুবাইতে সোনু নিগম

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে দুবাই থেকে দেশে ফিরছেন না সোনু নিগম । কোয়ারেন্টাইনে থাকতে পারবেন না বলেই এই সিদ্ধান্ত গায়কের ।

Sonu Nigam not returning to dubai
Sonu Nigam not returning to dubai
author img

By

Published : Mar 21, 2020, 12:34 PM IST

দুবাই : বিদেশ থেকে আসা ভারতীয়রা এয়ারপোর্ট থেকেই কোয়ারেন্টাইনে চলে যাচ্ছেন । সেটা সেলেব্রিটি হোক বা সাধারণ মানুষ । তবে সেভাবে থাকতে পারবেন না সোনু নিগম । কোয়ারেন্টাইনের বন্দী দশায় পড়তে চান না বলেই দুবাই থেকে দেশে না ফেরার সিদ্ধান্ত গায়কের ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সোনু জানান, "আমি 5 মার্চ অবধি হিমালয়ে ছিলাম । মুম্বইতে একটা কনসার্ট হওয়ার কথা থাকলেও সেটা পিছিয়ে যায় । তাই আমি ভাবি যে, দুবাইতে আমার পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাবো । 17 মার্চ অবধি সেখানে থাকার কথা ছিল আমার ।"

তবে তার আগেই কোরোনার থাবায় সারা বিশ্বের পরিস্থিতি জটিল হয়ে গেল । তাই ফেরার পরিকল্পনা বাতিল করতে হল সোনুকে । তিনি বলেন, "পরিস্থিতি স্বাভাবিক হওয়া অবধি আমি এখানেই থাকবো । কোয়ারেন্টাইনে থাকতে পারবো না । তাই অলরেডি বিপর্যস্ত ভারত সরকারকে আর চাপে ফেলতে চাই না ।"

Sonu Nigam not returning to dubai
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

তবে দুবাইতে বেশিরভাগ সময় বাড়ির মধ্য়েই রয়েছেন সোনু ও তাঁর পরিবার । জানালেন, "নিবাণের (ছেলে) স্কুল ছুটি । তাই বাড়িতে থাকার যথেষ্ট সময় পাচ্ছি আমরা । পরিষ্কার-পরিচ্ছন্ন ভাবে বাড়িতে থাকছি, খুব প্রয়োজন না হলে বেরোচ্ছি না ।"

রবিবার জনতা কারফিউয়ের দিন অনলাইনে পারফর্ম করতে চলেছেন সোনু নিগম । ভার্চুয়ালি খুশি করবেন তাঁর অনুরাগীদের ।

দুবাই : বিদেশ থেকে আসা ভারতীয়রা এয়ারপোর্ট থেকেই কোয়ারেন্টাইনে চলে যাচ্ছেন । সেটা সেলেব্রিটি হোক বা সাধারণ মানুষ । তবে সেভাবে থাকতে পারবেন না সোনু নিগম । কোয়ারেন্টাইনের বন্দী দশায় পড়তে চান না বলেই দুবাই থেকে দেশে না ফেরার সিদ্ধান্ত গায়কের ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সোনু জানান, "আমি 5 মার্চ অবধি হিমালয়ে ছিলাম । মুম্বইতে একটা কনসার্ট হওয়ার কথা থাকলেও সেটা পিছিয়ে যায় । তাই আমি ভাবি যে, দুবাইতে আমার পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাবো । 17 মার্চ অবধি সেখানে থাকার কথা ছিল আমার ।"

তবে তার আগেই কোরোনার থাবায় সারা বিশ্বের পরিস্থিতি জটিল হয়ে গেল । তাই ফেরার পরিকল্পনা বাতিল করতে হল সোনুকে । তিনি বলেন, "পরিস্থিতি স্বাভাবিক হওয়া অবধি আমি এখানেই থাকবো । কোয়ারেন্টাইনে থাকতে পারবো না । তাই অলরেডি বিপর্যস্ত ভারত সরকারকে আর চাপে ফেলতে চাই না ।"

Sonu Nigam not returning to dubai
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

তবে দুবাইতে বেশিরভাগ সময় বাড়ির মধ্য়েই রয়েছেন সোনু ও তাঁর পরিবার । জানালেন, "নিবাণের (ছেলে) স্কুল ছুটি । তাই বাড়িতে থাকার যথেষ্ট সময় পাচ্ছি আমরা । পরিষ্কার-পরিচ্ছন্ন ভাবে বাড়িতে থাকছি, খুব প্রয়োজন না হলে বেরোচ্ছি না ।"

রবিবার জনতা কারফিউয়ের দিন অনলাইনে পারফর্ম করতে চলেছেন সোনু নিগম । ভার্চুয়ালি খুশি করবেন তাঁর অনুরাগীদের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.