ETV Bharat / sitara

রিয়ার সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে কী বললেন মহেশের স্ত্রী ও মেয়ে ? - Soni Razdan trolled

এবার সামনে এসেছে রিয়া ও মহেশের আরও কিছু গোপন কথোপকথন । তাও আবার 14 জুনের । যেই দিন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ । এই পরিস্থিতিতে পরিচালকের পাশে দাঁড়ান স্ত্রী সোনি রাজদান ও মেয়ে পূজা ভাট ।

ো্ে
েো্
author img

By

Published : Aug 23, 2020, 7:34 PM IST

মুম্বই : কয়েকদিন আগেই প্রকাশ্যে আসে রিয়া চক্রবর্তীর সঙ্গে পরিচালক মহেশ ভাটের বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট । পরিচালকের সঙ্গে কথা বলেই যে রিয়া সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছিলেন সেই ইঙ্গিত পাওয়া গিয়েছে তাঁদের চ্যাট থেকে । এবার সামনে এসেছে রিয়া ও মহেশের আরও কিছু গোপন কথোপকথন । তাও আবার 14 জুনের । যেই দিন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ ।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে শেয়ার করা হয় 9 জুন থেকে 15 জুন পর্যন্ত রিয়া ও মহেশের কথোপকথন । 10 জুন রিয়াকে একটি ছবি ফরোয়ার্ড করেন মহেশ । লেখেন, "কোনও কোনও সময় কোনও জিনিসটা ঠিক কী রকম তা দেখার জন্য তোমাকে এক পা পিছোতে হয়, এবং তারপর আরও কিছু পা..তারপর আরও কিছু ।" এরপর এই মেসেজের উত্তর দেন রিয়া । তিনি লেখেন, "খুব সত্যি । আমি ধীরে ধীরে নিজের চৈতন্য খুঁজে পাচ্ছি । শুভ সকাল ।"

এরপর 12 জুন রিয়াকে আরও একটি মেসেজ করেন মহেশ । লেখেন, "একাকীত্ব আমাদের জীবনের শিল্পী সত্ত্বাকে বিকশিত করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারও প্রকৃত সত্ত্বার জন্ম হয় ।"

এরপর 14 জুন সকাল 9টা 35 মিনিটে মহেশকে মেসেজ করেন রিয়া । লেখেন, "শুভ সকাল স্যার । আমি দাবি করছি আমার এনার্জির সেই ডোজ় যা আমি পাই আপনার সকালের উদ্ধৃতিগুলো থেকে, যা আপনি হোয়াটসঅ্যাপে পাঠান । ব্যাস এইটুকুই, লাভ ইউ ।" এর জবাব দেন মহেশ । লেখেন, "আকাশে জমে থাকা মেঘের মতো অনুভূতি আসে যায় । বুঝে শুনে নিশ্বাস নিতে হয় । আমার সন্তান তোমায় ভালোবাসি ।" অন্য দিকে রিয়া লেখেন, "লাভ ইউ স্যার, আমার দেবদূত ।"

এর কয়েক ঘণ্টা পরই সুশান্তের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সংবাদমাধ্যমে । ঠিক সেই সময় মহেশকে মেসেজ করেন রিয়া । 2টো 32 মিনিটে মহেশকে ফোন করতে বলেন তিনি । কিন্তু, তার কোনও জবাব দেননি মহেশ । এরপর হোয়াটসঅ্যাপে একবার বিকেল 4 টে ও আরেকবার 5টার সময় মহেশকে ফোন করেন তিনি ।

এদিকে এই কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ট্রোলড হন মহেশ ভাট । আর সেখানে তাঁর পাশে দাঁড়ান স্ত্রী সোনি রাজদান ও মেয়ে পূজা ভাট । এমনই কিছু স্ক্রিনশট নিজের টুইটারে শেয়ার করে পূজা জানান, তাঁকে ও ফোনের কল লিস্টে থাকা অসংখ্য মানুষকে এই ধরনের মেসেজ ওই দিন শেয়ার করেন মহেশ ভাট । তাই খবর করার আগে সত্যিটা জেনে নিলে ভালো হয় বলে কটাক্ষও করেন তিনি । পূজাকে সমর্থন করে স্ক্রিনশট শেয়ার করেন সোনি রাজদানও । এই ধরনের ভুল খবর ছড়ানোর জন্য একাধিক সংবাদমাধ্যমের সমালোচনা করেন তিনি ।

মুম্বই : কয়েকদিন আগেই প্রকাশ্যে আসে রিয়া চক্রবর্তীর সঙ্গে পরিচালক মহেশ ভাটের বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট । পরিচালকের সঙ্গে কথা বলেই যে রিয়া সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছিলেন সেই ইঙ্গিত পাওয়া গিয়েছে তাঁদের চ্যাট থেকে । এবার সামনে এসেছে রিয়া ও মহেশের আরও কিছু গোপন কথোপকথন । তাও আবার 14 জুনের । যেই দিন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ ।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে শেয়ার করা হয় 9 জুন থেকে 15 জুন পর্যন্ত রিয়া ও মহেশের কথোপকথন । 10 জুন রিয়াকে একটি ছবি ফরোয়ার্ড করেন মহেশ । লেখেন, "কোনও কোনও সময় কোনও জিনিসটা ঠিক কী রকম তা দেখার জন্য তোমাকে এক পা পিছোতে হয়, এবং তারপর আরও কিছু পা..তারপর আরও কিছু ।" এরপর এই মেসেজের উত্তর দেন রিয়া । তিনি লেখেন, "খুব সত্যি । আমি ধীরে ধীরে নিজের চৈতন্য খুঁজে পাচ্ছি । শুভ সকাল ।"

এরপর 12 জুন রিয়াকে আরও একটি মেসেজ করেন মহেশ । লেখেন, "একাকীত্ব আমাদের জীবনের শিল্পী সত্ত্বাকে বিকশিত করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারও প্রকৃত সত্ত্বার জন্ম হয় ।"

এরপর 14 জুন সকাল 9টা 35 মিনিটে মহেশকে মেসেজ করেন রিয়া । লেখেন, "শুভ সকাল স্যার । আমি দাবি করছি আমার এনার্জির সেই ডোজ় যা আমি পাই আপনার সকালের উদ্ধৃতিগুলো থেকে, যা আপনি হোয়াটসঅ্যাপে পাঠান । ব্যাস এইটুকুই, লাভ ইউ ।" এর জবাব দেন মহেশ । লেখেন, "আকাশে জমে থাকা মেঘের মতো অনুভূতি আসে যায় । বুঝে শুনে নিশ্বাস নিতে হয় । আমার সন্তান তোমায় ভালোবাসি ।" অন্য দিকে রিয়া লেখেন, "লাভ ইউ স্যার, আমার দেবদূত ।"

এর কয়েক ঘণ্টা পরই সুশান্তের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সংবাদমাধ্যমে । ঠিক সেই সময় মহেশকে মেসেজ করেন রিয়া । 2টো 32 মিনিটে মহেশকে ফোন করতে বলেন তিনি । কিন্তু, তার কোনও জবাব দেননি মহেশ । এরপর হোয়াটসঅ্যাপে একবার বিকেল 4 টে ও আরেকবার 5টার সময় মহেশকে ফোন করেন তিনি ।

এদিকে এই কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ট্রোলড হন মহেশ ভাট । আর সেখানে তাঁর পাশে দাঁড়ান স্ত্রী সোনি রাজদান ও মেয়ে পূজা ভাট । এমনই কিছু স্ক্রিনশট নিজের টুইটারে শেয়ার করে পূজা জানান, তাঁকে ও ফোনের কল লিস্টে থাকা অসংখ্য মানুষকে এই ধরনের মেসেজ ওই দিন শেয়ার করেন মহেশ ভাট । তাই খবর করার আগে সত্যিটা জেনে নিলে ভালো হয় বলে কটাক্ষও করেন তিনি । পূজাকে সমর্থন করে স্ক্রিনশট শেয়ার করেন সোনি রাজদানও । এই ধরনের ভুল খবর ছড়ানোর জন্য একাধিক সংবাদমাধ্যমের সমালোচনা করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.