ETV Bharat / sitara

আনন্দকে রোজ বিরক্ত করেন সোনম, কীভাবে জানেন ? - আনন্দ আহুজা

আনন্দ আহুজা বিরক্ত হবে জেনেও একটা কাজ প্রায় রোজ করেন সোনম কাপুর । কী জানেন ?

sonam kapoor uses anad ajuja's toothbrush
sonam kapoor uses anad ajuja's toothbrush
author img

By

Published : Apr 28, 2020, 7:20 PM IST

মুম্বই : সোনম কাপুর নাকি বারবার নিজের টুথব্রাশ হারিয়ে ফেলেন । আর প্রায় প্রতিদিন আনন্দের টুথব্রাশটাই ব্যবহার করেন । এই বিষয়টাতে আনন্দের খুব বিরক্ত লাগে, কিন্তু তিনি কিছু করতেই পারেন না ।

ইনস্টাগ্রামে কিছু অটোমেটেড ফিল্টার থাকে । সেখানে নানা রকম প্রশ্ন করা হয় ব্য়বহারকারীকে । সোনমকে যেমন প্রশ্ন করা হল, "কাউকে না বলে তার টুথব্রাশ ব্যবহার করেছেন ?"

উত্তর দিতে একটুও দেরি করলেন না সোনম । বললেন, "হ্যাঁ, সবসময় । আনন্দ আহুজার টুথব্রাশ । আমি ব্যবহার করতে থাকি আর ও খুব বিরক্ত হয়ে যায় ।"

আনন্দ আবার নিজের ইনস্টাস্টোরিতে সোনমের এই জবাব শেয়ার করে অভিযোগ জানিয়েছেন । লিখেছেন, "আমি তাই অনেকগুলো করে টুথব্রাশ কিনি । তাও তুমি তোমার টুথব্রাশ হারাতে থাক । কেউ কী করে নিজের টুথব্রাশ হারিয়ে ফেলে ?"

এই প্রশ্ন করে মজার ইমোজি দিতেও ভোলেননি আনন্দ । দেখে নিন..

sonam kapoor uses anad ajuja's toothbrush
আনন্দের ইনস্টাস্টোরি

মুম্বই : সোনম কাপুর নাকি বারবার নিজের টুথব্রাশ হারিয়ে ফেলেন । আর প্রায় প্রতিদিন আনন্দের টুথব্রাশটাই ব্যবহার করেন । এই বিষয়টাতে আনন্দের খুব বিরক্ত লাগে, কিন্তু তিনি কিছু করতেই পারেন না ।

ইনস্টাগ্রামে কিছু অটোমেটেড ফিল্টার থাকে । সেখানে নানা রকম প্রশ্ন করা হয় ব্য়বহারকারীকে । সোনমকে যেমন প্রশ্ন করা হল, "কাউকে না বলে তার টুথব্রাশ ব্যবহার করেছেন ?"

উত্তর দিতে একটুও দেরি করলেন না সোনম । বললেন, "হ্যাঁ, সবসময় । আনন্দ আহুজার টুথব্রাশ । আমি ব্যবহার করতে থাকি আর ও খুব বিরক্ত হয়ে যায় ।"

আনন্দ আবার নিজের ইনস্টাস্টোরিতে সোনমের এই জবাব শেয়ার করে অভিযোগ জানিয়েছেন । লিখেছেন, "আমি তাই অনেকগুলো করে টুথব্রাশ কিনি । তাও তুমি তোমার টুথব্রাশ হারাতে থাক । কেউ কী করে নিজের টুথব্রাশ হারিয়ে ফেলে ?"

এই প্রশ্ন করে মজার ইমোজি দিতেও ভোলেননি আনন্দ । দেখে নিন..

sonam kapoor uses anad ajuja's toothbrush
আনন্দের ইনস্টাস্টোরি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.