ETV Bharat / sitara

বিবেকের কোনও ক্লাস নেই, কেন বললেন সোনম? - বিবেক ওবেরয়

এই নির্বাচনের সময়ে যখন চারপাশে সবাই সরকার গঠন নিয়ে আলোচনা করছেন, সেই সময়ে বিবেক ওবেরয় নির্বাচন নিয়ে একটি মিম পোস্ট করে তীব্র সমালোচনার মুখোমুখি হলেন। সেই সমালোচকদের তালিকায় রয়েছেন সোনম কাপুরও।

বিবেক ওবেরয়
author img

By

Published : May 20, 2019, 5:35 PM IST

Updated : May 21, 2019, 5:02 PM IST

মুম্বই : ঐশ্বরিয়া রায় বচ্চনের সঙ্গে একসময়ে সলমান খান আর বিবেক ওবেরয়ের সম্পর্ক ছিল বলে শোনা যায়। তবে তিনি বিয়ে করেছেন অভিষেক বচ্চনকে। এই ব্যাপারটার সঙ্গে নির্বাচন ফলাফলের যোগসাধন করেছেন বিবেক। মিমটিতে দেখা যাচ্ছে সলমান খানের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক হল ওপেনিয়ন পোল, বিবেকের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক হল এক্সিট পোল। কিন্তু, অভিষেকের সঙ্গে বিয়েটা একেবারেই অপ্রত্যাশিত, তাই সেটাকে ভোটের ফলাফলের সঙ্গে তুলনা করেছেন বিবেক।

যদিও বিবেক ক্যাপশনে লিখেছেন এরসঙ্গে রাজনীতির কোনও যোগাযোগ নেই, তবুও সমালোচনার হাত থেকে তিনি রেহাই পাননি। সেই সমালোচকদের তালিকায় রয়েছেন সোনম কাপুরও। তিনি এই মিমের কমেন্ট বক্সে লিখেছেন 'অসহ্য ও ক্লাসলেস (যার কোনও ক্লাস নেই)'।

শুধু সোনম নয়, ন্যাশনাল কমিশন ফর ওম্যান-এর চেয়ারপার্সন রেখা শর্মা পোস্টটিকে "অসহ্য, অসম্মানজনক" বলে উল্লেখ করেছেন। মহারাস্ট্র মহিলা রাজ্য কমিশন বিবেককে নোটিশ পাঠানোর আবেদন জানিয়েছে।

আরও পড়ুন : মমতা ব্যানার্জির সঙ্গে সদ্দাম হুসেনের তুলনা বিবেকের

২৪ মে মুক্তি পাবে বিবেক ওবেরয় অভিনীত 'PM নরেন্দ্র মোদি'। সেখানে তিনি মোদির ভূমিকায়। তার আগে এরকম একটা মিম পোস্ট করে ট্রোলড হওয়াটা সত্যিই অপ্রত্যাশিত মনে করছেন অনেক বলিউড তারকাই।

মুম্বই : ঐশ্বরিয়া রায় বচ্চনের সঙ্গে একসময়ে সলমান খান আর বিবেক ওবেরয়ের সম্পর্ক ছিল বলে শোনা যায়। তবে তিনি বিয়ে করেছেন অভিষেক বচ্চনকে। এই ব্যাপারটার সঙ্গে নির্বাচন ফলাফলের যোগসাধন করেছেন বিবেক। মিমটিতে দেখা যাচ্ছে সলমান খানের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক হল ওপেনিয়ন পোল, বিবেকের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক হল এক্সিট পোল। কিন্তু, অভিষেকের সঙ্গে বিয়েটা একেবারেই অপ্রত্যাশিত, তাই সেটাকে ভোটের ফলাফলের সঙ্গে তুলনা করেছেন বিবেক।

যদিও বিবেক ক্যাপশনে লিখেছেন এরসঙ্গে রাজনীতির কোনও যোগাযোগ নেই, তবুও সমালোচনার হাত থেকে তিনি রেহাই পাননি। সেই সমালোচকদের তালিকায় রয়েছেন সোনম কাপুরও। তিনি এই মিমের কমেন্ট বক্সে লিখেছেন 'অসহ্য ও ক্লাসলেস (যার কোনও ক্লাস নেই)'।

শুধু সোনম নয়, ন্যাশনাল কমিশন ফর ওম্যান-এর চেয়ারপার্সন রেখা শর্মা পোস্টটিকে "অসহ্য, অসম্মানজনক" বলে উল্লেখ করেছেন। মহারাস্ট্র মহিলা রাজ্য কমিশন বিবেককে নোটিশ পাঠানোর আবেদন জানিয়েছে।

আরও পড়ুন : মমতা ব্যানার্জির সঙ্গে সদ্দাম হুসেনের তুলনা বিবেকের

২৪ মে মুক্তি পাবে বিবেক ওবেরয় অভিনীত 'PM নরেন্দ্র মোদি'। সেখানে তিনি মোদির ভূমিকায়। তার আগে এরকম একটা মিম পোস্ট করে ট্রোলড হওয়াটা সত্যিই অপ্রত্যাশিত মনে করছেন অনেক বলিউড তারকাই।

Intro:Body:

বিবেককের কোনও ক্লাস নেই, কেন বললেন সোনম?



মুম্বই : এই নির্বাচনের সময়ে যখন চারপাশে সবাই সরকার গঠন নিয়ে আলোচনা করছেন, সেই সময়ে বিবেক ওবেরয় একটা মিম পোস্ট করে তীব্র সমালোচনার মুখোমুখি হলেন। সেই সমালোচকদের তালিকায় রয়েছেন সোনম কাপুরও।



ঐশ্বরিয়া রায় বচ্চনের সঙ্গে একসময়ে সলমান খান আর বিবেকের সম্পর্ক ছিল বলে শোনা যায়। তবে তিনি বিয়ে করেছেন অভিষেক বচ্চনকে। এই ব্যাপারটার সঙ্গে নির্বাচন ফলাফলের যোগসাধন করেছেন বিবেক। মিমটিতে দেখা যাচ্ছে সলমান খানের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক হল ওপেনিয়ন পোল, বিবেকের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক হল এক্সিট পোল। কিন্তু, অভিষেকের সঙ্গে বিয়েটা একেবারেই অপ্রত্যাশিত, তাই সেটাকে ভোটের ফলাফলের সঙ্গে তুলনা করেছেন বিবেক।



যদিও বিবেক ক্যাপশনে লিখেছেন এরসঙ্গে রাজনীতির কোনও যোগাযোগ নেই, তবুও সমালোচনার হাত থেকে তিনি রেহাই পাননি। সেই সমালোচকদের তালিকায় রয়েছেন সোনম কাপুরও। তিনি এই মিমের কমেন্ট বক্সে লিখেছেন 'অসহ্য ও ক্লাসলেস (যার কোনও ক্লাস নেই)'।



২৪ মে মুক্তি পাবে বিবেক ওবেরয় অভিনীত 'PM নরেন্দ্র মোদি'। সেখানে তিনি মোদির ভূমিকায়। তার আগে এরকম একটা মিম পোস্ট করে ট্রোলড হওয়াটা সত্যিই অপ্রত্যাশিত অনেক বলিউড তারকাদের কাছে।   




Conclusion:
Last Updated : May 21, 2019, 5:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.