ETV Bharat / sitara

নো ফিল্টার সোনম ! - Sonam kapoor no filter

কোনও ফিল্টার ছাড়াই ভিডিয়ো তুললেন সোনম কাপুর । মাঝপথে সঙ্গ দিল এক অতিথি ।

Sonam kapoor no filter
Sonam kapoor no filter
author img

By

Published : Jul 17, 2020, 10:36 PM IST

মুম্বই : সোনম কাপুর মানেই লাইট, ক্যামেরা, ফ্যাশন । হ্যাঁ, অ্যাকশনের বদলে ফ্যাশন শব্দটিই তাঁর সঙ্গে বেশি যায় । তবে প্রকৃতির "অ্যামেজ়িং" আলোয় মুগ্ধ সোনম কোনও মেকআপ আর ফিল্টার ছাড়াই ছবি শেয়ার করলেন ।

ইনস্টাগ্রামে একটা ভিডিয়ো শেয়ার করেছেন সোনম । সবুজ লনে বসে অভিনেত্রী । উশকো খুশকো চুলেও বেশ ফ্রেশ লাগছে তাঁকে । প্রকৃতির মধ্যে যেন মিশে গেছেন তিনি ।

ভিডিয়ো চলার মাঝেই কোথাও থেকে পাখি ডেকে উঠল কিঁচির-মিচির । হেসে ফেললেন সোনম ।

ক্যাপশনে তিনি লিখেছেন, "কোনও ফিল্টার নেই, শুধুমাত্র প্রকৃতির দুর্দান্ত আলো । পাখির ডাকও আমার মুখে হাসি ফোটাল ।" দেখে নিন সোনমের ভিডিয়ো...

মুম্বই : সোনম কাপুর মানেই লাইট, ক্যামেরা, ফ্যাশন । হ্যাঁ, অ্যাকশনের বদলে ফ্যাশন শব্দটিই তাঁর সঙ্গে বেশি যায় । তবে প্রকৃতির "অ্যামেজ়িং" আলোয় মুগ্ধ সোনম কোনও মেকআপ আর ফিল্টার ছাড়াই ছবি শেয়ার করলেন ।

ইনস্টাগ্রামে একটা ভিডিয়ো শেয়ার করেছেন সোনম । সবুজ লনে বসে অভিনেত্রী । উশকো খুশকো চুলেও বেশ ফ্রেশ লাগছে তাঁকে । প্রকৃতির মধ্যে যেন মিশে গেছেন তিনি ।

ভিডিয়ো চলার মাঝেই কোথাও থেকে পাখি ডেকে উঠল কিঁচির-মিচির । হেসে ফেললেন সোনম ।

ক্যাপশনে তিনি লিখেছেন, "কোনও ফিল্টার নেই, শুধুমাত্র প্রকৃতির দুর্দান্ত আলো । পাখির ডাকও আমার মুখে হাসি ফোটাল ।" দেখে নিন সোনমের ভিডিয়ো...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.