ETV Bharat / sitara

'ব্লাইন্ড'-এর শুটিং শুরু করলেন সোনম - Sonam starts shooting for crime thriller

এক অন্ধ পুলিশ অফিসারের গল্প তুলে ধরা হবে ছবিতে । সোনম ছাড়াও এই ছবিতে রয়েছেন বিনয় পাঠক, পুরব কোহলিসহ আরও অনেকে ।

asd
asd
author img

By

Published : Dec 28, 2020, 2:29 PM IST

গ্লাসগো (স্কটল্যান্ড) : আপকামিং ছবি 'ব্লাইন্ড'-এর শুটিং শুরু করলেন সোনম কাপুর । গ্লাসগোতে আজ থেকেই এই ক্রাইম থ্রিলারের শুটিং শুরু করলেন তিনি ।

এই ছবির কথা সোশাল মিডিয়ায় শেয়ার করেন সিনেমা সমালোচক তরণ আদর্শ । একটি ক্ল্যাপবোর্ডের ছবি পোস্ট করেছেন তিনি । আর তার উপর লেখা 'ব্লাইন্ড'। স্থানীয় সময় অনুসারে আজ সকাল থেকেই ছবির শুটিং শুরু হয়েছে ।

ছবিটি পরিচালনা করবেন শোম মাখিজা । আর যৌথভাবে এই ছবির প্রযোজনা করবে সুজয় ঘোষ, অভিষেক ঘোষ, মণীষা, পিঙ্কেশ নাহার, সচিন নাহার । সব ঠিক থাকলে 2021-এ মুক্তি পাবে এই ছবি ।

এক অন্ধ পুলিশ অফিসারের গল্প তুলে ধরা হবে ছবিতে । একজন সিরিয়াল কিলারের খোঁজে তল্লাশি চালাচ্ছে সে । অন্ধ হওয়া সত্ত্বেও কীভাবে সে ওই সিরিয়াল কিলারের খোঁজ পাবে তাই দেখাবে এই ছবি । সোনম ছাড়াও এই ছবিতে রয়েছেন বিনয় পাঠক, পুরব কোহলিসহ আরও অনেকে ।

শেষবার 'জ়োয়া ফ্যাক্টর' ছবিতে দেখা গিয়েছিল সোনমকে । যদিও বক্স অফিসে তেমন দাগ কাটতে পারেনি এই ছবি । এরপর ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রতি মুক্তি পাওয়া ছবি 'একে ভার্সেস একে'-তেও দেখা গিয়েছে তাঁকে ।

গ্লাসগো (স্কটল্যান্ড) : আপকামিং ছবি 'ব্লাইন্ড'-এর শুটিং শুরু করলেন সোনম কাপুর । গ্লাসগোতে আজ থেকেই এই ক্রাইম থ্রিলারের শুটিং শুরু করলেন তিনি ।

এই ছবির কথা সোশাল মিডিয়ায় শেয়ার করেন সিনেমা সমালোচক তরণ আদর্শ । একটি ক্ল্যাপবোর্ডের ছবি পোস্ট করেছেন তিনি । আর তার উপর লেখা 'ব্লাইন্ড'। স্থানীয় সময় অনুসারে আজ সকাল থেকেই ছবির শুটিং শুরু হয়েছে ।

ছবিটি পরিচালনা করবেন শোম মাখিজা । আর যৌথভাবে এই ছবির প্রযোজনা করবে সুজয় ঘোষ, অভিষেক ঘোষ, মণীষা, পিঙ্কেশ নাহার, সচিন নাহার । সব ঠিক থাকলে 2021-এ মুক্তি পাবে এই ছবি ।

এক অন্ধ পুলিশ অফিসারের গল্প তুলে ধরা হবে ছবিতে । একজন সিরিয়াল কিলারের খোঁজে তল্লাশি চালাচ্ছে সে । অন্ধ হওয়া সত্ত্বেও কীভাবে সে ওই সিরিয়াল কিলারের খোঁজ পাবে তাই দেখাবে এই ছবি । সোনম ছাড়াও এই ছবিতে রয়েছেন বিনয় পাঠক, পুরব কোহলিসহ আরও অনেকে ।

শেষবার 'জ়োয়া ফ্যাক্টর' ছবিতে দেখা গিয়েছিল সোনমকে । যদিও বক্স অফিসে তেমন দাগ কাটতে পারেনি এই ছবি । এরপর ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রতি মুক্তি পাওয়া ছবি 'একে ভার্সেস একে'-তেও দেখা গিয়েছে তাঁকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.