ETV Bharat / sitara

হেয়ার-মেকআপ কিছুই হচ্ছে না...মিস করছেন সোনম - সোনম কাপুরের খবর

ফিল্ম সেটের কোন বিষয়টিকে সবচেয়ে বেশি মিস করছেন সোনম কাপুর ? শুটিংয়ের আগে হেয়ার-মেকআপ করে রেডি হওয়ার প্রক্রিয়াটিকে সবচেয়ে বেশি মিস করছেন তিনি, জানালেন নিজেই ।

sonam kapoor miss being on set
sonam kapoor miss being on set
author img

By

Published : Oct 16, 2020, 10:15 PM IST

মুম্বই : ফ্যাশনিস্তা সোনম কাপুর । তাঁর অভিনয় দক্ষতা নিয়ে অনেকের মধ্যে মতবিরোধ থাকলেও, সোনমের ফ্যাশন সেন্স নিয়ে কেউ সমাালোচনা করেনি কোনওদিন । সোনমও বেশ উপভোগ করেন মেকআপের বিষয়টিকে ।

এদিকে ফিল্মের সেটে না থাকায় দিনের পর দিন হেয়ারস্টাইল বা মেকআপ কোনওটাই করা হচ্ছে না । মিস করছেন সোনম ।

ইনস্টাগ্রামে দু'টি ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী । সেখানে তাঁকে রেডি হতে দেখা যাচ্ছে । ফুল মেকআপ আর হেয়ারস্টাইল করে এক ঝটকায় রূপসী সোনম, যেন শুটের জন্য রেডি । তবে ঠিক কী কারণে তিনি রেডি হচ্ছেন বোঝা যায়নি ।

ক্যাপশনে লিখেছেন, "সিনেমার সেটে হেয়ার-মেকআপ করে রেডি হওয়াটাকে খুব মিস করছি । নিজের কাজকেও মিস করছি । তবে সবচেয়ে বেশি মিস করছি আমার টিমকে ।"

'জ়োয়া ফ্যাক্টর'-এর সোনমকে আর বড় পরদায় দেখা যায়নি । তাঁর পরবর্তী প্রজেক্ট সম্পর্কেও এখনও কোনও আভাস পাওয়া যায়নি ।

মুম্বই : ফ্যাশনিস্তা সোনম কাপুর । তাঁর অভিনয় দক্ষতা নিয়ে অনেকের মধ্যে মতবিরোধ থাকলেও, সোনমের ফ্যাশন সেন্স নিয়ে কেউ সমাালোচনা করেনি কোনওদিন । সোনমও বেশ উপভোগ করেন মেকআপের বিষয়টিকে ।

এদিকে ফিল্মের সেটে না থাকায় দিনের পর দিন হেয়ারস্টাইল বা মেকআপ কোনওটাই করা হচ্ছে না । মিস করছেন সোনম ।

ইনস্টাগ্রামে দু'টি ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী । সেখানে তাঁকে রেডি হতে দেখা যাচ্ছে । ফুল মেকআপ আর হেয়ারস্টাইল করে এক ঝটকায় রূপসী সোনম, যেন শুটের জন্য রেডি । তবে ঠিক কী কারণে তিনি রেডি হচ্ছেন বোঝা যায়নি ।

ক্যাপশনে লিখেছেন, "সিনেমার সেটে হেয়ার-মেকআপ করে রেডি হওয়াটাকে খুব মিস করছি । নিজের কাজকেও মিস করছি । তবে সবচেয়ে বেশি মিস করছি আমার টিমকে ।"

'জ়োয়া ফ্যাক্টর'-এর সোনমকে আর বড় পরদায় দেখা যায়নি । তাঁর পরবর্তী প্রজেক্ট সম্পর্কেও এখনও কোনও আভাস পাওয়া যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.