মুম্বই : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর নেপোটিজ়ম নিয়ে তোলপাড় বলিউড । স্টারকিড ও তাঁদের গডফাদারদের বিরুদ্ধে ফুঁসছেন নেটিজেনরা । আর তারই মধ্যে এক মন্তব্য করে বিপাকে সোনম ।
সোশাল মিডিয়ায় এক পোস্ট করেছেন অভিনেত্রী । আর তারপর আরও একপ্রস্থ সমালোচনা শুরু হয়েছে টুইটারে । কী এমন লিখলেন সোনম ?
তিনি লিখেছেন, "হ্যাঁ, আমি আমার বাবার মেয়ে । হ্যাঁ আমি বাবার জন্যই এই ইন্ডাস্ট্রিতে এসেছি আর হ্যাঁ, বাবার জন্য আমি সুযোগ পেয়েছি, সেটা অপমানের বিষয় নয়..."
এটুকুই নয়, সোনম লিখেছেন, "আমায় এই সবকিছু দেওয়ার জন্য বাবা পরিশ্রম করেছে । এটা আমারই কর্মফল যে আমি এখানে এই মানুষটির মেয়ে হয়ে জন্ম নিয়েছি । আমি গর্বিত ।"
আর সোনমের এই মন্তব্যের পর আরও একবার সমালোচনায় মাতলেন নেটিজেনরা । কেউই মেনে নিতে পারছেন না তাঁর এই "নাকউঁচু" মন্তব্য । একের পর এক বিরুদ্ধ পোস্টে ভাসছে সোশাল মিডিয়া ।
কেউ লিখেছেন, "তুমি অন্তত স্বীকার করলে যে, তোমার বাবার জন্যই তোমার ক্য়ারিয়ার তৈরি হয়েছে । তুমি সুশান্তের মতো নও ।"
তো কেউ লিখেছেন. "এটা খুব নাকউঁচু আর এলিটিস্ট টুইট । সোনম সমাজের সমস্ত অন্যায়, অসমতাকে 'কর্মফল' বলে জাস্টিফাই করেছেন ।"