ETV Bharat / sitara

শুরু অভিনব বিন্দ্রার বায়োপিকের শুটিং - অভিনব বিন্দ্রা

বড় পরদায় অভিনব বিন্দ্রার চরিত্রে অভিনয় করছেন হর্ষবর্ধন কাপুর । ইতিমধ্যেই শুরু হয়েছে শুটিং ।

dgf
dfg
author img

By

Published : Feb 16, 2020, 6:04 PM IST

মুম্বই : এবার বড় পরদায় তুলে ধরা হবে শুটার অভিনব বিন্দ্রার জীবনী । তাঁর চরিত্রে অভিনয় করবেন অভিনেতা হর্ষবর্ধন কাপুর । আজ সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে একথা জানান সোনম কাপুর । ইতিমধ্যেই শুরু হয়েছে শুটিং ।

অভিনব বিন্দ্রা হলেন প্রথম ভারতীয় শুটার যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক গেমসে সোনা জেতেন । 2008 সালে বেজিং অলিম্পিক গেমসে প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে সোনা জেতেন তিনি । এছাড়া 2006 সালে ISSF বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপেও তিনি সোনা জেতেন ।

এবার অভিনবর গল্প ফুটে উঠবে বড় পরদায় । তাঁর নাম ভূমিকায় দেখা যাবে হর্ষবর্ধনকে । আর তাঁর বাবার ভূমিকায় অভিনয় করবেন অনিল কাপুর । এই ছবিটি তৈরি হওয়ার কথা ছিল তিন বছর আগে । যদিও কোনও কারণে তা আর হয়ে ওঠেনি । অবশেষে এখন তৈরি হতে চলেছে এই ছবি । ইতিমধ্যেই শুরু হয়েছে শুটিং ।

সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন অনিল কাপুর । সেখানে অনিলের সঙ্গে দেখা গেছে হর্ষবর্ধন কাপুর ও অভিনব বিন্দ্রাকে । আর এই প্রথমবার ছেলে হর্ষবর্ধনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন অনিল কাপুর ।

অভিনবর অটোবায়োগ্রাফি 'আ শট অ্যাট হিস্ট্রি : মাই অবসেসিভ জার্নি টু অলিম্পিক গোল্ড অ্যান্ড বেয়ন্ড'-এর উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে ছবিটি । 2017 সালে এই ছবির কথা সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন হর্ষবর্ধন । জানিয়েছিলেন যে এই বায়োপিকে কাজের জন্য তিনি খুবই আনন্দিত ।

মুম্বই : এবার বড় পরদায় তুলে ধরা হবে শুটার অভিনব বিন্দ্রার জীবনী । তাঁর চরিত্রে অভিনয় করবেন অভিনেতা হর্ষবর্ধন কাপুর । আজ সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে একথা জানান সোনম কাপুর । ইতিমধ্যেই শুরু হয়েছে শুটিং ।

অভিনব বিন্দ্রা হলেন প্রথম ভারতীয় শুটার যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক গেমসে সোনা জেতেন । 2008 সালে বেজিং অলিম্পিক গেমসে প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে সোনা জেতেন তিনি । এছাড়া 2006 সালে ISSF বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপেও তিনি সোনা জেতেন ।

এবার অভিনবর গল্প ফুটে উঠবে বড় পরদায় । তাঁর নাম ভূমিকায় দেখা যাবে হর্ষবর্ধনকে । আর তাঁর বাবার ভূমিকায় অভিনয় করবেন অনিল কাপুর । এই ছবিটি তৈরি হওয়ার কথা ছিল তিন বছর আগে । যদিও কোনও কারণে তা আর হয়ে ওঠেনি । অবশেষে এখন তৈরি হতে চলেছে এই ছবি । ইতিমধ্যেই শুরু হয়েছে শুটিং ।

সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন অনিল কাপুর । সেখানে অনিলের সঙ্গে দেখা গেছে হর্ষবর্ধন কাপুর ও অভিনব বিন্দ্রাকে । আর এই প্রথমবার ছেলে হর্ষবর্ধনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন অনিল কাপুর ।

অভিনবর অটোবায়োগ্রাফি 'আ শট অ্যাট হিস্ট্রি : মাই অবসেসিভ জার্নি টু অলিম্পিক গোল্ড অ্যান্ড বেয়ন্ড'-এর উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে ছবিটি । 2017 সালে এই ছবির কথা সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন হর্ষবর্ধন । জানিয়েছিলেন যে এই বায়োপিকে কাজের জন্য তিনি খুবই আনন্দিত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.