ETV Bharat / sitara

গায়ে ভরতি কালশিটে, এ কি অবস্থা সোনমের ! - সোনম কাপুরের শুটিং

গায়ে ভরতি কালশিটের দাগ । তবে এই অবস্থাতেও মন ভালো সোনম কাপুরের । ব্যাপারটা কী ?

Sonam Kapoor Ahuja bruises
Sonam Kapoor Ahuja bruises
author img

By

Published : Feb 13, 2021, 1:30 PM IST

মুম্বই : গায়ে ভরতি কালশিটে, চোখের তলায় কালি...এমন চেহারা নিয়েও খুব আনন্দে আছেন সোনম কাপুর । এই দাগগুলো তাঁর কঠিন পরিশ্রমের স্বীকৃতি বহন করছে । এই ভালোলাগাটা একমাত্র কোনও শিল্পীই উপলব্ধি করতে পারবেন ।

স্কটল্যান্ডের গ্লাসগোতে সাংঘাতিক ঠান্ডার মধ্যে 'ব্লাইন্ড' ছবির শুটিং করছেন সোনম । এক অন্ধ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন তিনি । সিরিয়াল কিলারের খোঁজে তল্লাশি চালাচ্ছে সে । এমন চরিত্রে এর আগে দেখা যায়নি গ্ল্যামারাস সোনমকে ।

এমন রিয়েলিস্টিক ফিল্মের শুটিংও বেশ কঠিন । শুধুমাত্র মেকআপ আর নাচ-গান নয়, রীতিমতো শারীরিক করসৎ করতে হচ্ছে সোনমকে । স্টান্টম্যান ব্যবহার না করে সমস্ত দৃশ্য নিজেই শুট করছেন তিনি । ফলে স্বাভাবিকভাবে হাত-পা ছড়ে যাচ্ছে, কালশিটে পড়ছে ।

তবে একজন শিল্পী হিসেবে এই যন্ত্রণা পেতে ভালো লাগছে সোনমের । এটা যেন তাঁর কঠোর পরিশ্রমের একটা স্বীকৃতি । নিজের ছবি শেয়ার করে এই কথাই লিখেছেন অভিনেত্রী । দেখে নিন..

bruises
সোনমের ইনস্টাস্টোরি..

ইতিমধ্য়ে শেষ হয়েছে 'ব্লাইন্ড'-এর শুটিং । অনেক বছর পর সোনমকে ফের দেখা যাবে বড় পরদায় ।

মুম্বই : গায়ে ভরতি কালশিটে, চোখের তলায় কালি...এমন চেহারা নিয়েও খুব আনন্দে আছেন সোনম কাপুর । এই দাগগুলো তাঁর কঠিন পরিশ্রমের স্বীকৃতি বহন করছে । এই ভালোলাগাটা একমাত্র কোনও শিল্পীই উপলব্ধি করতে পারবেন ।

স্কটল্যান্ডের গ্লাসগোতে সাংঘাতিক ঠান্ডার মধ্যে 'ব্লাইন্ড' ছবির শুটিং করছেন সোনম । এক অন্ধ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন তিনি । সিরিয়াল কিলারের খোঁজে তল্লাশি চালাচ্ছে সে । এমন চরিত্রে এর আগে দেখা যায়নি গ্ল্যামারাস সোনমকে ।

এমন রিয়েলিস্টিক ফিল্মের শুটিংও বেশ কঠিন । শুধুমাত্র মেকআপ আর নাচ-গান নয়, রীতিমতো শারীরিক করসৎ করতে হচ্ছে সোনমকে । স্টান্টম্যান ব্যবহার না করে সমস্ত দৃশ্য নিজেই শুট করছেন তিনি । ফলে স্বাভাবিকভাবে হাত-পা ছড়ে যাচ্ছে, কালশিটে পড়ছে ।

তবে একজন শিল্পী হিসেবে এই যন্ত্রণা পেতে ভালো লাগছে সোনমের । এটা যেন তাঁর কঠোর পরিশ্রমের একটা স্বীকৃতি । নিজের ছবি শেয়ার করে এই কথাই লিখেছেন অভিনেত্রী । দেখে নিন..

bruises
সোনমের ইনস্টাস্টোরি..

ইতিমধ্য়ে শেষ হয়েছে 'ব্লাইন্ড'-এর শুটিং । অনেক বছর পর সোনমকে ফের দেখা যাবে বড় পরদায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.