ETV Bharat / sitara

কণিকাকে সমর্থন করে সমালোচনার মুখে সোনম

লন্ডন থেকে ফিরে আইসোলেশনে না গিয়ে পার্টি করেন কণিকা । পরীক্ষার পর জানা যায় তিনি কোরোনা ভাইরাসে আক্রান্ত । এই কাজের জন্য তাঁর বিরুদ্ধে সরব হন বলিউডের একাধিক তারকা সহ নেটিজ়েনরা । আর এই পরিস্থিতিতে কণিকার পাশে দাঁড়িয়ে নেটিজ়েনদের সমালোচনার মুখে পড়লেন সোনম কাপুর ।

zxc
zxc
author img

By

Published : Mar 22, 2020, 3:41 PM IST

মুম্বই : কোরোনা ভাইরাসে আক্রান্ত বলিউড গায়িকা কণিকা কাপুর । লন্ডন থেকে ফিরে আইসোলেশনে না থেকে পার্টি করেন তিনি । পরে অবশ্য শরীরে সমস্যা দেখা দেওয়ায় যান হাসপাতালে । আপাতত চিকিৎসাধীন তিনি । যদিও কোরোনা সতর্কতায় সরকারি নির্দেশিকা না মানায় তাঁর বিরুদ্ধে FIR দায়ের করা হয় । তাঁর সমালোচনায় সরব হন বলিউডের একাধিক তারকা । আর এই পরিস্থিতিতে কণিকার পাশে দাঁড়ান সোনম কাপুর । তবে এর জন্য সোনমকে ট্রোল করেন নেটিজ়েনরা ।

যেখানে কণিকার 'দায়িত্বজ্ঞানহীন' আচরণে দেশবাসী সহ বলিউডের একাধিক তারকা হতবাক । পাশাপাশি একজন শিক্ষিত মানুষ হয়ে কণিকা কীভাবে একজন 'অশিক্ষিত'-এর মতো আচরণ করলেন এই প্রশ্ন তুলেছিলেন নেটিজ়েনরা । সেখানে দাঁড়িয়ে গতকাল একটি টুইট করেন সোনম । লেখেন, "কণিকা কাপুর 9 মার্চ লন্ডন থেকে দেশে ফিরেছিলেন । আর ওইদিন নিজেকে আইসোলেশনে না রেখে ভারতবাসী হোলি খেলায় মেতে উঠেছিলেন..."

  • Hey guys @TheKanikakapoor came back on the 9th. India was not self isolating but playing Holi.

    — Sonam K Ahuja (@sonamakapoor) March 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সোনমের এই টুইট একেবারেই ভালোভাবে নেননি নেটিজ়েনরা । শুরু হয় ট্রোলড । কেউ লেখেন, "প্রোটোকল ভেঙে পার্টি করার জন্য কি তাহলে আমাদের কণিকাকে ধন্যবাদ জানানো উচিত ? দেশের রাষ্ট্রপতি সহ একাধিক মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন তিনি ।"

কেউ আবার লেখেন, "না সোনম...আমি একজন ভারতীয় এবং আমি বা আমার পরিবারের সদস্যরা কেউই এবছর হোলি খেলিনি । কারণ নিজেদের দায়িত্ব সম্পর্কে আমরা সচেতন...কিন্তু, আপনার প্রিয় বন্ধু লন্ডন থেকে ফিরে গোটা শহরে ঘুরে বেরিয়েছেন, পার্টি ও শপিং মলে গিয়েছেন...তাঁকে বাঁচানোর চেষ্টা করবেন না..."

একজন নেটিজ়েন লেখেন, "কণিকা লন্ডন থেকে ফিরেছেন...যাঁরাই বিদেশ থেকে ফিরছেন তাঁদের হোম কোয়ারেন্টাইনে থাকার কথা বলা হচ্ছে...যদি তাঁদের মধ্যে কোনও উপসর্গ দেখা নাও যায় তাহলেও তাঁরা ভাইরাস ক্যারি করতে পারেন...যা বাকিদের ক্ষেত্রে ক্ষতিকারক হতেই পারে । প্রধানমন্ত্রী হোলি খেলতে বারণ করেছিলেন । তাই আমি হোলি খেলিনি..." আরও একজন লেখেন, "আপনি পাশে দাঁড়ানোর জন্য ভুল মানুষ ও কারণ বেছে নিয়েছেন..."

লন্ডন থেকে ফেরার পর কোয়ারেন্টাইনে না গিয়ে বন্ধুদের সঙ্গে পার্টি করেন কণিকা । সেখানে বন্ধুরা ছাড়াও ছিলেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও পদস্থ আমলা । দেশে ফেরার চারদিন পর তাঁর সর্দি-কাশি শুরু হয় । সঙ্গে সঙ্গে হাসপাতালে যান তিনি । পরীক্ষার পর জানা যায় তিনি কোরোনা ভাইরাসে আক্রান্ত । এরপর তিনি সহ তাঁর পরিবারের সদস্যরা সবাই হাসপাতালে রয়েছেন বলেও ইনস্টাগ্রামে জানান কণিকা ।

মুম্বই : কোরোনা ভাইরাসে আক্রান্ত বলিউড গায়িকা কণিকা কাপুর । লন্ডন থেকে ফিরে আইসোলেশনে না থেকে পার্টি করেন তিনি । পরে অবশ্য শরীরে সমস্যা দেখা দেওয়ায় যান হাসপাতালে । আপাতত চিকিৎসাধীন তিনি । যদিও কোরোনা সতর্কতায় সরকারি নির্দেশিকা না মানায় তাঁর বিরুদ্ধে FIR দায়ের করা হয় । তাঁর সমালোচনায় সরব হন বলিউডের একাধিক তারকা । আর এই পরিস্থিতিতে কণিকার পাশে দাঁড়ান সোনম কাপুর । তবে এর জন্য সোনমকে ট্রোল করেন নেটিজ়েনরা ।

যেখানে কণিকার 'দায়িত্বজ্ঞানহীন' আচরণে দেশবাসী সহ বলিউডের একাধিক তারকা হতবাক । পাশাপাশি একজন শিক্ষিত মানুষ হয়ে কণিকা কীভাবে একজন 'অশিক্ষিত'-এর মতো আচরণ করলেন এই প্রশ্ন তুলেছিলেন নেটিজ়েনরা । সেখানে দাঁড়িয়ে গতকাল একটি টুইট করেন সোনম । লেখেন, "কণিকা কাপুর 9 মার্চ লন্ডন থেকে দেশে ফিরেছিলেন । আর ওইদিন নিজেকে আইসোলেশনে না রেখে ভারতবাসী হোলি খেলায় মেতে উঠেছিলেন..."

  • Hey guys @TheKanikakapoor came back on the 9th. India was not self isolating but playing Holi.

    — Sonam K Ahuja (@sonamakapoor) March 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সোনমের এই টুইট একেবারেই ভালোভাবে নেননি নেটিজ়েনরা । শুরু হয় ট্রোলড । কেউ লেখেন, "প্রোটোকল ভেঙে পার্টি করার জন্য কি তাহলে আমাদের কণিকাকে ধন্যবাদ জানানো উচিত ? দেশের রাষ্ট্রপতি সহ একাধিক মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন তিনি ।"

কেউ আবার লেখেন, "না সোনম...আমি একজন ভারতীয় এবং আমি বা আমার পরিবারের সদস্যরা কেউই এবছর হোলি খেলিনি । কারণ নিজেদের দায়িত্ব সম্পর্কে আমরা সচেতন...কিন্তু, আপনার প্রিয় বন্ধু লন্ডন থেকে ফিরে গোটা শহরে ঘুরে বেরিয়েছেন, পার্টি ও শপিং মলে গিয়েছেন...তাঁকে বাঁচানোর চেষ্টা করবেন না..."

একজন নেটিজ়েন লেখেন, "কণিকা লন্ডন থেকে ফিরেছেন...যাঁরাই বিদেশ থেকে ফিরছেন তাঁদের হোম কোয়ারেন্টাইনে থাকার কথা বলা হচ্ছে...যদি তাঁদের মধ্যে কোনও উপসর্গ দেখা নাও যায় তাহলেও তাঁরা ভাইরাস ক্যারি করতে পারেন...যা বাকিদের ক্ষেত্রে ক্ষতিকারক হতেই পারে । প্রধানমন্ত্রী হোলি খেলতে বারণ করেছিলেন । তাই আমি হোলি খেলিনি..." আরও একজন লেখেন, "আপনি পাশে দাঁড়ানোর জন্য ভুল মানুষ ও কারণ বেছে নিয়েছেন..."

লন্ডন থেকে ফেরার পর কোয়ারেন্টাইনে না গিয়ে বন্ধুদের সঙ্গে পার্টি করেন কণিকা । সেখানে বন্ধুরা ছাড়াও ছিলেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও পদস্থ আমলা । দেশে ফেরার চারদিন পর তাঁর সর্দি-কাশি শুরু হয় । সঙ্গে সঙ্গে হাসপাতালে যান তিনি । পরীক্ষার পর জানা যায় তিনি কোরোনা ভাইরাসে আক্রান্ত । এরপর তিনি সহ তাঁর পরিবারের সদস্যরা সবাই হাসপাতালে রয়েছেন বলেও ইনস্টাগ্রামে জানান কণিকা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.