ETV Bharat / sitara

"অসম্ভব কাজ", চোখের পাতা কার্ল করতে গিয়ে বললেন সোনম - curling eyelashes an impossible task for sonam

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন সোনম । ছবিতে হাতে কার্লার নিয়ে চোখের পাতা কার্ল করার চেষ্টা করতে দেখা গিয়েছে তাঁকে । ক্যাপশনে লেখেন, "অসম্ভব কাজ"।

sdf
sdf
author img

By

Published : May 18, 2020, 10:57 AM IST

মুম্বই : সোনম কাপুরের স্টাইল স্টেটমেন্ট পছন্দ অনেকেরই । তাঁর ডিজ়াইনার পোশাক ও মেকআপের প্রশংসা করেছেন একাধিক নেটিজ়েন । আর তাঁর বিউটি টিপসের অপেক্ষাতেও থাকেন অনেকেই । কিন্তু, এবার মেকআপ নিয়ে সমস্যায় পড়লেন খোদ সোনমই । চোখের পাতা কার্ল করা তাঁর পক্ষে অসম্ভব বলে সাফ জানিয়ে দিলেন অভিনেত্রী ।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন সোনম । ছবিতে হাতে কার্লার নিয়ে চোখের পাতা কার্ল করার চেষ্টা করতে দেখা গিয়েছে তাঁকে । ছবির ক্যাপশনে লেখেন, "অসম্ভব কাজ"।

লকডাউনের মধ্যে এখন বাড়িতেই রয়েছেন সবাই । বন্ধ শুটিং । তাই তারকাদেরও দিন কাটছে বাড়িতেই । আপাতত কোনও কাজ নেই হাতে । সেই কারণে একঘেয়ে বাড়িতে থাকতে গিয়ে বিরক্তও হচ্ছেন তাঁরা । আর এই বিরক্তিভাব কাটাতে নিজের মতো করে দিনগুলি কাটাচ্ছেন সবাই । কখনও ঘরের কাজ করছেন । আবার কখনও ঝালিয়ে নিচ্ছেন নিজের পুরোনো হবিগুলি । তবে এই পরিস্থিতির মধ্যে অবশ্য মেকআপ নিয়েই মেতে রয়েছেন সোনম ।

কয়েকদিন আগেই মুখে চড়া মেকআপ করে তিনটি ছবি পোস্ট করেছিলেন তিনি । একটি ছবিতে সোফার উপর মাথায় হাত রেখে আধশোয়া অবস্থায় থাকতে দেখা গিয়েছিল তাঁকে । দ্বিতীয় ছবিতে মাথা নিচু করে বসে ছিলেন । আর তৃতীয় ছবিতে তাঁর মুখের চড়া মেকআপ ধরা পড়ে । দীর্ঘদিন ঘরে থাকার ফলে যে তিনি কতটা বিরক্ত সেটাই ছবিগুলির মাধ্যমে স্পষ্ট করেন ।

তবে লকডাউনের মধ্যে দিল্লিতে স্বামী আনন্দ আহুজার সঙ্গে রয়েছেন সোনম । এই পরিস্থিতিতে মুম্বইতে নিজের বাড়িতেও যেতে পারছেন না তিনি । তাই অনেকদিন বাবা, মা ও বোনের সঙ্গে দেখা হয়নি । তাই তাঁদের খুব মিস করছেন বলে একটি ছবিতে জানিয়েছিলেন অভিনেত্রী ।

মুম্বই : সোনম কাপুরের স্টাইল স্টেটমেন্ট পছন্দ অনেকেরই । তাঁর ডিজ়াইনার পোশাক ও মেকআপের প্রশংসা করেছেন একাধিক নেটিজ়েন । আর তাঁর বিউটি টিপসের অপেক্ষাতেও থাকেন অনেকেই । কিন্তু, এবার মেকআপ নিয়ে সমস্যায় পড়লেন খোদ সোনমই । চোখের পাতা কার্ল করা তাঁর পক্ষে অসম্ভব বলে সাফ জানিয়ে দিলেন অভিনেত্রী ।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন সোনম । ছবিতে হাতে কার্লার নিয়ে চোখের পাতা কার্ল করার চেষ্টা করতে দেখা গিয়েছে তাঁকে । ছবির ক্যাপশনে লেখেন, "অসম্ভব কাজ"।

লকডাউনের মধ্যে এখন বাড়িতেই রয়েছেন সবাই । বন্ধ শুটিং । তাই তারকাদেরও দিন কাটছে বাড়িতেই । আপাতত কোনও কাজ নেই হাতে । সেই কারণে একঘেয়ে বাড়িতে থাকতে গিয়ে বিরক্তও হচ্ছেন তাঁরা । আর এই বিরক্তিভাব কাটাতে নিজের মতো করে দিনগুলি কাটাচ্ছেন সবাই । কখনও ঘরের কাজ করছেন । আবার কখনও ঝালিয়ে নিচ্ছেন নিজের পুরোনো হবিগুলি । তবে এই পরিস্থিতির মধ্যে অবশ্য মেকআপ নিয়েই মেতে রয়েছেন সোনম ।

কয়েকদিন আগেই মুখে চড়া মেকআপ করে তিনটি ছবি পোস্ট করেছিলেন তিনি । একটি ছবিতে সোফার উপর মাথায় হাত রেখে আধশোয়া অবস্থায় থাকতে দেখা গিয়েছিল তাঁকে । দ্বিতীয় ছবিতে মাথা নিচু করে বসে ছিলেন । আর তৃতীয় ছবিতে তাঁর মুখের চড়া মেকআপ ধরা পড়ে । দীর্ঘদিন ঘরে থাকার ফলে যে তিনি কতটা বিরক্ত সেটাই ছবিগুলির মাধ্যমে স্পষ্ট করেন ।

তবে লকডাউনের মধ্যে দিল্লিতে স্বামী আনন্দ আহুজার সঙ্গে রয়েছেন সোনম । এই পরিস্থিতিতে মুম্বইতে নিজের বাড়িতেও যেতে পারছেন না তিনি । তাই অনেকদিন বাবা, মা ও বোনের সঙ্গে দেখা হয়নি । তাই তাঁদের খুব মিস করছেন বলে একটি ছবিতে জানিয়েছিলেন অভিনেত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.