মুম্বই : মঙ্গলবার বিশ্ব ক্য়ানসার দিবস উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে স্পট করা গেল সোনালি বেন্দ্রে ও ইমরান হাশমির পুত্র আয়ান হাশমিকে । তাঁরা দু'জনেই ক্যানসার সার্ভাইভার । জয় করেছেন এই মারণরোগকে । তারা বললেন, ক্যানসারকে জয় করার প্রাথমিক শর্ত নিজের মনকে শক্ত করা, হার না মেনে ক্যানসারকে হারানোর চেষ্টা করা ।
"নিজের জিনের ব্যাপারে যত বেশি করে জানবেন, ডাক্তার তত বেশি করে সাহায্য করতে পারবেন আপনাকে । যাদেরই পরিবারের ইতিহাসে ক্যানসার রয়েছে, তাদেরই আমি বলব জেনেটিক পরীক্ষা করাতে । ডাক্তারদের জিন সম্পর্কিত যাবতীয় তথ্য দিতে পারলে তাঁরা আরও বেশি করে রিসার্চ করতে পারবে ।", অনুষ্ঠানে এসে বললেন সোনালি ।
ছোট্ট আয়ানের বক্তব্য শুনে তো মুগ্ধ দর্শক । এই টুকু বাচ্চার মুখে জীবনবোধের কথা সত্যিই তারিফযোগ্য । আয়ানের বক্তব্য যে ক্যানসার ভয়ানক হলেও, তাকে শিখিয়েছে অনেক কিছু । ইমরান হাশমি-পুত্র বলল, "ক্যানসার আমায় শিখিয়েছে কীভাবে শক্ত হতে হয়, কীভাবে খুশি থাকতে হয়, কীভাবে জীবনকে উপভোগ করতে হয় ।"
ক্যানসারকে হারাতে সর্বপ্রথম মানুষের মানসিকতাকে পরিবর্তন করতে হবে , বলল আয়ান । দেরি হয়ে যাওয়ার আগে ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আবেদন এই খুদের মুখে । দেখে নিন ভিডিয়ো...