ETV Bharat / sitara

ক্যানসার ডে-তে সচেতনতা বৃদ্ধির উপদেশ দিলেন সোনালি-আয়ান

বয়স যা-ই হোক না কেন, ক্যানসার থাবা বসাতে পারে যখন তখন । তাই 45-এর সোনালি হোক বা 10 বছরের আয়ান, দু'জনেই আক্রান্ত হয়েছিলেন কর্কটরোগে । তবে মনের জোর আর উপযুক্ত চিকিৎসার কারণে আজ রোগমুক্ত সোনালি বেন্দ্রে আর আয়ান হাশমি । বিশ্ব ক্যানসার দিবসে তাঁরা সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির উপদেশ দিলেন ।

author img

By

Published : Feb 5, 2020, 1:19 PM IST

Sonali Bendre on Cencer Day
Sonali Bendre on Cencer Day

মুম্বই : মঙ্গলবার বিশ্ব ক্য়ানসার দিবস উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে স্পট করা গেল সোনালি বেন্দ্রে ও ইমরান হাশমির পুত্র আয়ান হাশমিকে । তাঁরা দু'জনেই ক্যানসার সার্ভাইভার । জয় করেছেন এই মারণরোগকে । তারা বললেন, ক্যানসারকে জয় করার প্রাথমিক শর্ত নিজের মনকে শক্ত করা, হার না মেনে ক্যানসারকে হারানোর চেষ্টা করা ।

"নিজের জিনের ব্যাপারে যত বেশি করে জানবেন, ডাক্তার তত বেশি করে সাহায্য করতে পারবেন আপনাকে । যাদেরই পরিবারের ইতিহাসে ক্যানসার রয়েছে, তাদেরই আমি বলব জেনেটিক পরীক্ষা করাতে । ডাক্তারদের জিন সম্পর্কিত যাবতীয় তথ্য দিতে পারলে তাঁরা আরও বেশি করে রিসার্চ করতে পারবে ।", অনুষ্ঠানে এসে বললেন সোনালি ।

Sonali Bendre on Cencer Day
সোনালি

ছোট্ট আয়ানের বক্তব্য শুনে তো মুগ্ধ দর্শক । এই টুকু বাচ্চার মুখে জীবনবোধের কথা সত্যিই তারিফযোগ্য । আয়ানের বক্তব্য যে ক্যানসার ভয়ানক হলেও, তাকে শিখিয়েছে অনেক কিছু । ইমরান হাশমি-পুত্র বলল, "ক্যানসার আমায় শিখিয়েছে কীভাবে শক্ত হতে হয়, কীভাবে খুশি থাকতে হয়, কীভাবে জীবনকে উপভোগ করতে হয় ।"

Sonali Bendre on Cencer Day
আয়ান

ক্যানসারকে হারাতে সর্বপ্রথম মানুষের মানসিকতাকে পরিবর্তন করতে হবে , বলল আয়ান । দেরি হয়ে যাওয়ার আগে ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আবেদন এই খুদের মুখে । দেখে নিন ভিডিয়ো...

ভিডিয়োয় শুনে নিন বক্তব্য..

মুম্বই : মঙ্গলবার বিশ্ব ক্য়ানসার দিবস উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে স্পট করা গেল সোনালি বেন্দ্রে ও ইমরান হাশমির পুত্র আয়ান হাশমিকে । তাঁরা দু'জনেই ক্যানসার সার্ভাইভার । জয় করেছেন এই মারণরোগকে । তারা বললেন, ক্যানসারকে জয় করার প্রাথমিক শর্ত নিজের মনকে শক্ত করা, হার না মেনে ক্যানসারকে হারানোর চেষ্টা করা ।

"নিজের জিনের ব্যাপারে যত বেশি করে জানবেন, ডাক্তার তত বেশি করে সাহায্য করতে পারবেন আপনাকে । যাদেরই পরিবারের ইতিহাসে ক্যানসার রয়েছে, তাদেরই আমি বলব জেনেটিক পরীক্ষা করাতে । ডাক্তারদের জিন সম্পর্কিত যাবতীয় তথ্য দিতে পারলে তাঁরা আরও বেশি করে রিসার্চ করতে পারবে ।", অনুষ্ঠানে এসে বললেন সোনালি ।

Sonali Bendre on Cencer Day
সোনালি

ছোট্ট আয়ানের বক্তব্য শুনে তো মুগ্ধ দর্শক । এই টুকু বাচ্চার মুখে জীবনবোধের কথা সত্যিই তারিফযোগ্য । আয়ানের বক্তব্য যে ক্যানসার ভয়ানক হলেও, তাকে শিখিয়েছে অনেক কিছু । ইমরান হাশমি-পুত্র বলল, "ক্যানসার আমায় শিখিয়েছে কীভাবে শক্ত হতে হয়, কীভাবে খুশি থাকতে হয়, কীভাবে জীবনকে উপভোগ করতে হয় ।"

Sonali Bendre on Cencer Day
আয়ান

ক্যানসারকে হারাতে সর্বপ্রথম মানুষের মানসিকতাকে পরিবর্তন করতে হবে , বলল আয়ান । দেরি হয়ে যাওয়ার আগে ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আবেদন এই খুদের মুখে । দেখে নিন ভিডিয়ো...

ভিডিয়োয় শুনে নিন বক্তব্য..
Intro:Body:

ক্যানসার ডে-তে সচেতনতা বৃদ্ধির উপদেশ দিলেন সোনালি-আয়ান



বয়স যা-ই হোক না কেন, ক্যানসার থাবা বসাতে পারে যখন তখন । তাই 45-এর সোনালি হোক বা 10 বছরের আয়ান, দু'জনেই আক্রান্ত হয়েছিলেন কর্কটরোগে । তবে মনের জোর আর উপযুক্ত চিকিৎসার কারণে আজ রোগমুক্ত সোনালি বেন্দ্রে আর আয়ান হাশমি । বিশ্ব ক্যানসার দিবসে তাঁরা সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির উপদেশ দিলেন ।



মুম্বই : মঙ্গলবার বিশ্ব ক্য়ানসার দিবস উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে স্পট করা গেল সোনালি বেন্দ্রে ও ইমরান হাশমির পুত্র আয়ান হাশমিকে । তাঁরা দু'জনেই ক্যানসার সার্ভাইভার । জয় করেছেন এই মারণরোগকে । তারা বললেন, ক্যানসারকে জয় করার প্রাথমিক শর্ত নিজের মনকে শক্ত করা, হার না মেনে ক্যানসারকে হারানোর চেষ্টা করা ।



"নিজের জিনের ব্যাপারে যত বেশি করে জানবেন, ডাক্তার তত বেশি করে সাহায্য করতে পারবেন আপনাকে । যাদেরই পরিবারের ইতিহাসে ক্যানসার রয়েছে, তাদেরই আমি বলব জেনেটিক পরীক্ষা করাতে । ডাক্তারদের জিন সম্পর্কিত যাবতীয় তথ্য দিতে পারলে তাঁরা আরও বেশি করে রিসার্চ করতে পারবে ।"



ছোট্ট আয়ানের বক্তব্য শুনে তো মুগ্ধ দর্শক । এই টুকু বাচ্চার মুখে জীবনবোধের কথা সত্যিই তারিফযোগ্য । আয়ানের বক্তব্য যে ক্যানসার ভয়ানক হলেও, তাকে শিখিয়েছে অনেক কিছু । ইমরান হাশমি-পুত্র বলল, "ক্যানসার আমায় শিখিয়েছে কীভাবে শক্ত হতে হয়, কীভাবে খুশি থাকতে হয়, কীভাবে জীবনকে উপভোগ করতে হয় ।"



ক্যানসারকে হারাতে সর্বপ্রথম মানুষের মানসিকতাকে পরিবর্তন করতে হবে , বলল আয়ান । দেরি হয়ে যাওয়ার আগে ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আবেদন এই খুদের মুখে । দেখে নিন ভিডিয়ো... 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.