ETV Bharat / sitara

গাড়িতে সেলফি তুলে স্বাভাবিক জীবনে ফিরলেন সোনাক্ষী ! - sonakshi in her parked car

বাড়ির পার্কিংয়ে থাকা গাড়িতে বসে সেলফি তুললেন সোনাক্ষী । তারপর ফের বাড়িতে ঢুকে পড়েন তিনি । আর সেই ছবি পোস্ট করেন সোশাল মিডিয়ায় । স্বাভাবিক জীবনে ফেরার পরের আনন্দটা এভাবেই অনুভব করেন তিনি ।

sdf
df
author img

By

Published : Apr 27, 2020, 8:18 AM IST

মুম্বই : পরনে সাদা টি শার্ট । মাথার উপর তোলা রয়েছে সানগ্লাস । ঠিক যেন তৈরি হয়ে কোথাও বের হচ্ছেন সোনাক্ষী সিনহা । তারপর সোজা বাড়ির গাড়ি পার্কিং চত্বরে গিয়ে নিজের গাড়িতে উঠে বসেন । ওইভাবে বেশ কিছুক্ষণ বসে থাকার পর গাড়ি থেকে নেমে ফের বাড়িতে ঢুকে পড়েন তিনি । তবে এটা কোনও শর্টফিল্মের শুটিং নয় । আসলে স্বাভাবিক জীবনে ফেরার পর যে আনন্দটা পাবেন সেটাই এভাবে অনুভব করেন তিনি ।

লকডাউনের জেরে গৃহবন্দী সবাই । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় রয়েছেন সবাই । কিন্তু, বাড়িতে থাকতে আর ভালো লাগছে না অনেকেরই । এতদিন ধরে টানা বাড়িতে থাকার ফলে বিরক্ত হয়ে উঠেছেন তাঁরা । আর সেই তালিকায় রয়েছেন সোনাক্ষীও ।

রবিবার মানেই একটু ঘুরতে যাওয়া । বন্ধুদের সঙ্গে আড্ডা, সিনেমা আর খাওয়া দাওয়া । কিন্তু, লকডাউনের জেরে এখন কিছুই সম্ভব হচ্ছে না । ঘুরতে যাওয়া তো দূর, বাড়ি থেকেই বের হচ্ছেন না কেউই । আর সেই তালিকায় রয়েছেন সোনাক্ষীও । তাই ঘুরতে যাওয়ার অনুভূতি পেতে গতকাল তৈরি হয়ে সোজা নিজের গাড়িতে গিয়ে ওঠেন তিনি । এরপর বেশ কিছুক্ষণ গাড়িতেই বসে থাকেন । একটি সেলফিও তোলেন । তারপর গাড়ি থেকে নেমে ফের বাড়িতে চলে যান । এভাবেই নিজের মনকে একটু সান্ত্বনা দেন ।

পরে সেই ছবি পোস্ট করেন সোশাল মিডিয়ায় । ছবির ক্যাপশনে লেখেন, "কোয়ারেন্টাইনের 34 দিন : পার্কিংয়ে থাকা আমার গাড়িতে বসে রয়েছি শুধুমাত্র অনুভূতিটাকে স্মরণ করার জন্য"।

এতদিন ধরে টানা বাড়িতে থাকতে যে সোনাক্ষীর একেবারেই ভালো লাগছে না সেকথা আগেই জানিয়েছিলেন তিনি । বাড়িতে নিজেকে ব্যস্ত রাখতে কে কী করছেন সেকথাও ফ্যানদের জিজ্ঞাসা করেছিলেন ।

এছাড়া লকডাউন উঠে যাওয়ার পর কী করবেন সেটাও এখন থেকেই ঠিক করে রেখেছেন সোনাক্ষী । পুরোনো একটি ভিডিয়ো পোস্ট করে তিনি জানান, বোটে করে সোজা মাঝ সমুদ্রে যাবেন । তারপর বোট থেকে জলে ঝাঁপ দেবেন । আর ওইভাবেই খোলা আকাশের নিচে বেশ কিছুক্ষণ জলে ভেসে থাকবেন তিনি ।

মুম্বই : পরনে সাদা টি শার্ট । মাথার উপর তোলা রয়েছে সানগ্লাস । ঠিক যেন তৈরি হয়ে কোথাও বের হচ্ছেন সোনাক্ষী সিনহা । তারপর সোজা বাড়ির গাড়ি পার্কিং চত্বরে গিয়ে নিজের গাড়িতে উঠে বসেন । ওইভাবে বেশ কিছুক্ষণ বসে থাকার পর গাড়ি থেকে নেমে ফের বাড়িতে ঢুকে পড়েন তিনি । তবে এটা কোনও শর্টফিল্মের শুটিং নয় । আসলে স্বাভাবিক জীবনে ফেরার পর যে আনন্দটা পাবেন সেটাই এভাবে অনুভব করেন তিনি ।

লকডাউনের জেরে গৃহবন্দী সবাই । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় রয়েছেন সবাই । কিন্তু, বাড়িতে থাকতে আর ভালো লাগছে না অনেকেরই । এতদিন ধরে টানা বাড়িতে থাকার ফলে বিরক্ত হয়ে উঠেছেন তাঁরা । আর সেই তালিকায় রয়েছেন সোনাক্ষীও ।

রবিবার মানেই একটু ঘুরতে যাওয়া । বন্ধুদের সঙ্গে আড্ডা, সিনেমা আর খাওয়া দাওয়া । কিন্তু, লকডাউনের জেরে এখন কিছুই সম্ভব হচ্ছে না । ঘুরতে যাওয়া তো দূর, বাড়ি থেকেই বের হচ্ছেন না কেউই । আর সেই তালিকায় রয়েছেন সোনাক্ষীও । তাই ঘুরতে যাওয়ার অনুভূতি পেতে গতকাল তৈরি হয়ে সোজা নিজের গাড়িতে গিয়ে ওঠেন তিনি । এরপর বেশ কিছুক্ষণ গাড়িতেই বসে থাকেন । একটি সেলফিও তোলেন । তারপর গাড়ি থেকে নেমে ফের বাড়িতে চলে যান । এভাবেই নিজের মনকে একটু সান্ত্বনা দেন ।

পরে সেই ছবি পোস্ট করেন সোশাল মিডিয়ায় । ছবির ক্যাপশনে লেখেন, "কোয়ারেন্টাইনের 34 দিন : পার্কিংয়ে থাকা আমার গাড়িতে বসে রয়েছি শুধুমাত্র অনুভূতিটাকে স্মরণ করার জন্য"।

এতদিন ধরে টানা বাড়িতে থাকতে যে সোনাক্ষীর একেবারেই ভালো লাগছে না সেকথা আগেই জানিয়েছিলেন তিনি । বাড়িতে নিজেকে ব্যস্ত রাখতে কে কী করছেন সেকথাও ফ্যানদের জিজ্ঞাসা করেছিলেন ।

এছাড়া লকডাউন উঠে যাওয়ার পর কী করবেন সেটাও এখন থেকেই ঠিক করে রেখেছেন সোনাক্ষী । পুরোনো একটি ভিডিয়ো পোস্ট করে তিনি জানান, বোটে করে সোজা মাঝ সমুদ্রে যাবেন । তারপর বোট থেকে জলে ঝাঁপ দেবেন । আর ওইভাবেই খোলা আকাশের নিচে বেশ কিছুক্ষণ জলে ভেসে থাকবেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.