মুম্বই : দেশজুড়ে স্বাস্থ্যকর্মীরা দিনরাত অতিবাহিত করছেন কোরোনা আক্রান্তদের সেবায় । তাঁদের প্রয়োজন PPE কিট । আর তাই ফ্যানেদের এই কিট দান করার জন্য আবেদন জানিয়েছিলেন সোনাক্ষী । তিনি নিজেও এক বিশাল সংখ্য়ক PPE কিট দান করেছেন কোরোনা মোকাবিলায় ।
সোনাক্ষীর আবেদনে সাড়া দিয়েছেন ফ্য়ানেরা । তাঁরা মুক্তহস্তে দান করেছেন PPE কিট । অভিনেত্রী সেই কিটগুলো পৌঁছে দিলেন সর্দাল প্যাটেল হাসপাতালে । খবরটি নিজেই টুইটারে শেয়ার করেছেন সোনাক্ষী ।
ক্য়াপশনে সোনাক্ষী লিখেছেন, "অল ইউ লাভলি পিপল ! এতটা ভরসা আর উদারতার জন্য় ধন্যবাদ । টপ গ্রেড PPE কিটের এক বিশাল কনসাইনমেন্ট সর্দার প্যাটেল হাসপাতালের উদ্দেশে বেরিয়ে পড়েছে । সমস্ত ফ্রন্টলাইন কর্মীদের সাহায্য করি চলুন, সবাইকে অনেক ভালোবাসা আর ধন্যবাদ ।"
কয়েকদিন আগে সোনাক্ষী সিনহা বলেছিলেন যে, ঘোষণা করে চ্যারিটি করতে চান না তিনি । সেটা খুব চিপ মানসিকতার ব্য়াপার । যারা তাঁকে অনুদান দিয়েছেন কিনা জানতে চেয়ে উত্যক্ত করছিলেন, তাদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছিলেন অভিনেত্রী ।