ETV Bharat / sitara

ফ্য়ানেদের দেওয়া PPE কিট হাসপাতালে পৌঁছে দিলেন সোনাক্ষী - সোনাক্ষী সিনহা PPE কিট

PPE কিট ডোনেট করার জন্য ফ্যানেদের আবেদন জানিয়েছিলেন সোনাক্ষী সিনহা । তাঁর ডাকে সাড়া দিলেন অনুরাগীরা । মুক্ত হস্তে দান করলেন PPE কিট । আর সেই কিট সর্দার প্যাটেল হাসপাতালে পৌঁছে দিলেন সোনাক্ষী ।

Sonakshi Sinha released fresh PPE kit donated by fans
Sonakshi Sinha released fresh PPE kit donated by fans
author img

By

Published : May 14, 2020, 9:44 PM IST

মুম্বই : দেশজুড়ে স্বাস্থ্যকর্মীরা দিনরাত অতিবাহিত করছেন কোরোনা আক্রান্তদের সেবায় । তাঁদের প্রয়োজন PPE কিট । আর তাই ফ্যানেদের এই কিট দান করার জন্য আবেদন জানিয়েছিলেন সোনাক্ষী । তিনি নিজেও এক বিশাল সংখ্য়ক PPE কিট দান করেছেন কোরোনা মোকাবিলায় ।

সোনাক্ষীর আবেদনে সাড়া দিয়েছেন ফ্য়ানেরা । তাঁরা মুক্তহস্তে দান করেছেন PPE কিট । অভিনেত্রী সেই কিটগুলো পৌঁছে দিলেন সর্দাল প্যাটেল হাসপাতালে । খবরটি নিজেই টুইটারে শেয়ার করেছেন সোনাক্ষী ।

ক্য়াপশনে সোনাক্ষী লিখেছেন, "অল ইউ লাভলি পিপল ! এতটা ভরসা আর উদারতার জন্য় ধন্যবাদ । টপ গ্রেড PPE কিটের এক বিশাল কনসাইনমেন্ট সর্দার প্যাটেল হাসপাতালের উদ্দেশে বেরিয়ে পড়েছে । সমস্ত ফ্রন্টলাইন কর্মীদের সাহায্য করি চলুন, সবাইকে অনেক ভালোবাসা আর ধন্যবাদ ।"

Sonakshi Sinha released fresh PPE kit donated by fans
সোনাক্ষীর পোস্ট..

কয়েকদিন আগে সোনাক্ষী সিনহা বলেছিলেন যে, ঘোষণা করে চ্যারিটি করতে চান না তিনি । সেটা খুব চিপ মানসিকতার ব্য়াপার । যারা তাঁকে অনুদান দিয়েছেন কিনা জানতে চেয়ে উত্যক্ত করছিলেন, তাদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছিলেন অভিনেত্রী ।

মুম্বই : দেশজুড়ে স্বাস্থ্যকর্মীরা দিনরাত অতিবাহিত করছেন কোরোনা আক্রান্তদের সেবায় । তাঁদের প্রয়োজন PPE কিট । আর তাই ফ্যানেদের এই কিট দান করার জন্য আবেদন জানিয়েছিলেন সোনাক্ষী । তিনি নিজেও এক বিশাল সংখ্য়ক PPE কিট দান করেছেন কোরোনা মোকাবিলায় ।

সোনাক্ষীর আবেদনে সাড়া দিয়েছেন ফ্য়ানেরা । তাঁরা মুক্তহস্তে দান করেছেন PPE কিট । অভিনেত্রী সেই কিটগুলো পৌঁছে দিলেন সর্দাল প্যাটেল হাসপাতালে । খবরটি নিজেই টুইটারে শেয়ার করেছেন সোনাক্ষী ।

ক্য়াপশনে সোনাক্ষী লিখেছেন, "অল ইউ লাভলি পিপল ! এতটা ভরসা আর উদারতার জন্য় ধন্যবাদ । টপ গ্রেড PPE কিটের এক বিশাল কনসাইনমেন্ট সর্দার প্যাটেল হাসপাতালের উদ্দেশে বেরিয়ে পড়েছে । সমস্ত ফ্রন্টলাইন কর্মীদের সাহায্য করি চলুন, সবাইকে অনেক ভালোবাসা আর ধন্যবাদ ।"

Sonakshi Sinha released fresh PPE kit donated by fans
সোনাক্ষীর পোস্ট..

কয়েকদিন আগে সোনাক্ষী সিনহা বলেছিলেন যে, ঘোষণা করে চ্যারিটি করতে চান না তিনি । সেটা খুব চিপ মানসিকতার ব্য়াপার । যারা তাঁকে অনুদান দিয়েছেন কিনা জানতে চেয়ে উত্যক্ত করছিলেন, তাদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছিলেন অভিনেত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.