ETV Bharat / sitara

কংগ্রেসের প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছেন দাদা লব, উচ্ছ্বসিত সোনাক্ষী - সোনাক্ষী সিনহার খবর

বিহারের নির্বাচনে পটনা থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন শত্রুঘ্ন সিনহার ছেলে লব সিনহা । দাদার এই সিদ্ধান্তে খুশি বোন সোনাক্ষী সিনহা ।

sonakshi sinha on brother's election
sonakshi sinha on brother's election
author img

By

Published : Oct 17, 2020, 7:09 PM IST

মুম্বই : কংগ্রেসের প্রার্থী হয়ে বিহার ভোটে দাঁড়িয়েছেন লব সিনহা । দাদা নিশ্চয়ই কোনও পরিবর্তন আনবেন সমাজে, আশাবাদী বোন সোনাক্ষী সিনহা ।

সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন সোনাক্ষী । দাদার এই সিদ্ধান্তে যে তিনি কতটা গর্বিত, বুঝিয়েছেন নিজের লেখনীতে ।

অভিনেত্রী লিখেছেন, "বিগ ব্রাদার, তোমায় নিয়ে খুব গর্বিত । এই মুহূর্তে আমাদের যুবসম্প্রদায়কে দেশের কাজে এগিয়ে আসতে হবে । সবথেকে বড় ব্যাপার হল এখন আমাদের দেশের উন্নয়নে ভালো মানুষদের দরকার ।"

দাদার এই নতুন জার্নিতে শুভেচ্ছা জানিয়েছেন সোনাক্ষী । দেখে নিন তাঁর পোস্ট..

কাজের ক্ষেত্রে সোনাক্ষীকে দেখা যাবে 'ভূজ : দ্য প্রাইড অফ ইন্ডিয়া' ছবিতে । এয়ারফোর্স পাইলট বিজয় কার্নিকের জীবনকে ফুটিয়ে তোলা হবে এই ছবিতে । ডিজ়নি হটস্টারে মুক্তি পাবে অজয় দেবগন ও সোনাক্ষী অভিনীত 'ভূজ...'

মুম্বই : কংগ্রেসের প্রার্থী হয়ে বিহার ভোটে দাঁড়িয়েছেন লব সিনহা । দাদা নিশ্চয়ই কোনও পরিবর্তন আনবেন সমাজে, আশাবাদী বোন সোনাক্ষী সিনহা ।

সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন সোনাক্ষী । দাদার এই সিদ্ধান্তে যে তিনি কতটা গর্বিত, বুঝিয়েছেন নিজের লেখনীতে ।

অভিনেত্রী লিখেছেন, "বিগ ব্রাদার, তোমায় নিয়ে খুব গর্বিত । এই মুহূর্তে আমাদের যুবসম্প্রদায়কে দেশের কাজে এগিয়ে আসতে হবে । সবথেকে বড় ব্যাপার হল এখন আমাদের দেশের উন্নয়নে ভালো মানুষদের দরকার ।"

দাদার এই নতুন জার্নিতে শুভেচ্ছা জানিয়েছেন সোনাক্ষী । দেখে নিন তাঁর পোস্ট..

কাজের ক্ষেত্রে সোনাক্ষীকে দেখা যাবে 'ভূজ : দ্য প্রাইড অফ ইন্ডিয়া' ছবিতে । এয়ারফোর্স পাইলট বিজয় কার্নিকের জীবনকে ফুটিয়ে তোলা হবে এই ছবিতে । ডিজ়নি হটস্টারে মুক্তি পাবে অজয় দেবগন ও সোনাক্ষী অভিনীত 'ভূজ...'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.