ETV Bharat / sitara

ট্রোলের মোকাবিলা কী করে করবেন ? রবিশংকরের থেকে পরামর্শ নিলেন সোনাক্ষী

সোশাল মিডিয়ায় ট্রোলিং একটা দৈনন্দিন ব্যাপার । বিশেষ করে সেলেব্রিটিদের প্রতিদিন প্রতি মুহূর্তে ট্রোলিংয়ের শিকার হতে হয় । আর সেই অবস্থার সঙ্গে মানসিকভাবে লড়াই করাটা বেশ কঠিন হয়ে পড়ে তাঁদের জন্য । এই অবস্থায় কী করা উচিত ? আধ্য়াত্মিক গুরু শ্রী শ্রী রবিশংকরের সঙ্গে লাইভে আলোচনা করলেন সোনাক্ষী ।

Sonakshi sinha latest news
Sonakshi sinha latest news
author img

By

Published : May 7, 2020, 6:08 PM IST

মুম্বই : সোনাক্ষী সিনহাকে নিয়ে ট্রোলের শেষ নেই সোশাল মিডিয়ায় । বিশেষ করে KBC-তে রামায়ণ সংক্রান্ত একটি প্রশ্নের উত্তর দিতে না পারায় তাঁকে নিয়ে সমালোচনা বা মস্করার অন্ত নেই । সেই পরিস্থিতির সঙ্গে কীভাবে মোকাবিলা করবেন তিনি ? আধ্য়াত্মিক গুরু শ্রী শ্রী রবিশংকরের কাছে উত্তর খুঁজলেন অভিনেত্রী ।

সোনাক্ষী বলেন, "আমি এক প্রতিযোগীর সঙ্গে কুইজ়ে অংশগ্রহণ করেছিলাম । সেখানে আমায় সঞ্জীবনী বুটি নিয়ে একটি প্রশ্ন করা হয় । কিন্তু, সেই মুহূর্তে আমি এবং রুমা (প্রতিযোগী) দু'জনের কেউই মনে করতে পারি না উত্তরটা । একটু অস্বস্তিতে পড়ে যাই, কারণ আমরা ছোটোবেলা থেকে রামায়ণ পড়ে আর দেখেই বড় হয়েছি । কিন্তু আজও আমার সেই ভুলের জন্য লোক ট্রোল করে যায় ।"

রবিশংকর উপদেশ দেন যে, এই ধরনের ট্রোল সিরিয়াসলি নেওয়ার কিছু নেই । মানুষ অন্যজনের মধ্যে ভুল খুঁজতে ভালোবাসে । কিন্তু, সোনাক্ষীর এটা ভেবে ভালো থাকা উচিত যে, তারা কেবলমাত্র একটি ভুল নিয়েই ট্রোল করে যাচ্ছেন, আর কোনও ভুল খুঁজে পাচ্ছেন না..পরামর্শ দেন রবিশংকর ।

এই পরমার্শে বেশ খানিকটা সহজ হন সোনাক্ষী । হালকা হয় তাঁর মনের ভার ।

মুম্বই : সোনাক্ষী সিনহাকে নিয়ে ট্রোলের শেষ নেই সোশাল মিডিয়ায় । বিশেষ করে KBC-তে রামায়ণ সংক্রান্ত একটি প্রশ্নের উত্তর দিতে না পারায় তাঁকে নিয়ে সমালোচনা বা মস্করার অন্ত নেই । সেই পরিস্থিতির সঙ্গে কীভাবে মোকাবিলা করবেন তিনি ? আধ্য়াত্মিক গুরু শ্রী শ্রী রবিশংকরের কাছে উত্তর খুঁজলেন অভিনেত্রী ।

সোনাক্ষী বলেন, "আমি এক প্রতিযোগীর সঙ্গে কুইজ়ে অংশগ্রহণ করেছিলাম । সেখানে আমায় সঞ্জীবনী বুটি নিয়ে একটি প্রশ্ন করা হয় । কিন্তু, সেই মুহূর্তে আমি এবং রুমা (প্রতিযোগী) দু'জনের কেউই মনে করতে পারি না উত্তরটা । একটু অস্বস্তিতে পড়ে যাই, কারণ আমরা ছোটোবেলা থেকে রামায়ণ পড়ে আর দেখেই বড় হয়েছি । কিন্তু আজও আমার সেই ভুলের জন্য লোক ট্রোল করে যায় ।"

রবিশংকর উপদেশ দেন যে, এই ধরনের ট্রোল সিরিয়াসলি নেওয়ার কিছু নেই । মানুষ অন্যজনের মধ্যে ভুল খুঁজতে ভালোবাসে । কিন্তু, সোনাক্ষীর এটা ভেবে ভালো থাকা উচিত যে, তারা কেবলমাত্র একটি ভুল নিয়েই ট্রোল করে যাচ্ছেন, আর কোনও ভুল খুঁজে পাচ্ছেন না..পরামর্শ দেন রবিশংকর ।

এই পরমার্শে বেশ খানিকটা সহজ হন সোনাক্ষী । হালকা হয় তাঁর মনের ভার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.