মুম্বই : সিদ্ধার্থ মলহোত্রার পরবর্তী ছবি 'মিশন মঞ্জু'। সেখানে দক্ষিণী তারকা রশমিকা মন্দনার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে । আজই সামনে এসেছে ছবিতে সিদ্ধার্থের ফার্স্টলুক পোস্টার ।
এই ছবিতে একজন 'র' এজেন্টের চরিত্রে অভিনয় করবেন সিদ্ধার্থ । সত্য ঘটনার উপর নির্ভর করে তৈরি করা হচ্ছে এই ছবি । 1970 সালের পাকিস্তানে একটি অভিযান চালিয়েছিল ভারত । আর সেই ঘটনাই বদলে দিয়েছিল ভারত-পাকিস্তানের সম্পর্ককে । এবার ওই ঘটনাই বড় পরদায় তুলে ধরতে চলেছেন পরিচালক শান্তনু বাগচি ।
এর মাধ্যমে প্রথমবার হিন্দি ছবিতে দেখা যাবে রশমিকাকে । এর আগে একাধিক তেলুগু ও কন্নড় ছবিতে অভিনয় করেছেন তিনি ।
আজ সোশাল মিডিয়ায় পোস্টারের ছবি শেয়ার করেন সিদ্ধার্থ । সেখানে বন্দুক হাতে দেখা গিয়েছে তাঁকে । আর ব্যাকগ্রাউন্ডে রয়েছে পাকিস্তানের ম্যাপ । আগুনে পুড়ছে গোটা শহর । পোস্টারের ক্যাপশনে তিনি লেখেন, "শত্রুদের ডেরায় গিয়ে অভিযান চালিয়েছিল আমাদের গোয়েন্দারা ! #মিশনমঞ্জুর প্রথম লুক "।
-
The deadliest covert operation undertaken by our intelligence agency behind enemy lines !
— Sidharth Malhotra (@SidMalhotra) December 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Presenting the first look of #MissionMajnu pic.twitter.com/gYtLkWJKVA
">The deadliest covert operation undertaken by our intelligence agency behind enemy lines !
— Sidharth Malhotra (@SidMalhotra) December 23, 2020
Presenting the first look of #MissionMajnu pic.twitter.com/gYtLkWJKVAThe deadliest covert operation undertaken by our intelligence agency behind enemy lines !
— Sidharth Malhotra (@SidMalhotra) December 23, 2020
Presenting the first look of #MissionMajnu pic.twitter.com/gYtLkWJKVA
ছবির গল্প লিখেছেন পারভেজ় শেখ, অসীম অরোরা ও সুমিত বাথিজা । আর ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে আরএসভিপি ও গিল্টি । 2021-এর ফেব্রুয়ারিতে শুরু হবে ছবির শুটিং ।