ETV Bharat / sitara

রোদের প্রথম ঝলক দেখালেন সিদ্ধান্ত - সিদ্ধান্ত চতুর্বেদীর খবর

সিদ্ধান্ত চতুর্বেদীর প্রথম মিউজ়িক ভিডিয়ো 'ধূপ', মানে রোদ । সেই প্রোজেক্টের প্রথম ঝলক শেয়ার করলেন অভিনেতা ।

Siddhant Chaturvedi music video
Siddhant Chaturvedi music video
author img

By

Published : Jun 4, 2020, 12:57 PM IST

মুম্বই : 'গালি বয়' ছবিতে ব়্যাপার MC শেরের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন সিদ্ধান্ত চতর্বেদী । শেরের কলমের জোর ছিল দেখার মতো । তবে এবার শের নয়, কলম ধরলেন স্বয়ং সিদ্ধান্ত ।

অভিনেতা এবার গীতিকার ও গায়কের ভূমিকায় । তাঁর প্রথম মিউজ়িক ভিডিয়ো 'ধূপ' মুক্তি পেতে চলেছে খুব তাড়াতাড়ি ।

সেই নিয়ে দর্শকের উত্তেজনার পারদ আর একটু চড়াতে সিদ্ধান্ত শেয়ার করলেন 'ধূপ'-এর টিজ়ার । বৃষ্টি থেকে শুরু করে সূর্যের আলো, ছোট্ট টিজ়ারে ঝিম ঝিম ভালো লাগা ।

ক্যাপশনে সিদ্ধান্ত লিখেছেন, "আমাদের সূর্যের আলো কেউ আটকাতে পারবে না" । দেখে নিন...

কাজের ক্ষেত্রে, সিদ্ধান্ত 'বান্টি ঔর বাবলি 2'-তে অভিনয় করছেন । এছাড়াও শকুন বতরার পরবর্তী ছবিতে দীপিকা পাড়ুকোন আর অনন্যা পান্ডের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেতা ।

মুম্বই : 'গালি বয়' ছবিতে ব়্যাপার MC শেরের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন সিদ্ধান্ত চতর্বেদী । শেরের কলমের জোর ছিল দেখার মতো । তবে এবার শের নয়, কলম ধরলেন স্বয়ং সিদ্ধান্ত ।

অভিনেতা এবার গীতিকার ও গায়কের ভূমিকায় । তাঁর প্রথম মিউজ়িক ভিডিয়ো 'ধূপ' মুক্তি পেতে চলেছে খুব তাড়াতাড়ি ।

সেই নিয়ে দর্শকের উত্তেজনার পারদ আর একটু চড়াতে সিদ্ধান্ত শেয়ার করলেন 'ধূপ'-এর টিজ়ার । বৃষ্টি থেকে শুরু করে সূর্যের আলো, ছোট্ট টিজ়ারে ঝিম ঝিম ভালো লাগা ।

ক্যাপশনে সিদ্ধান্ত লিখেছেন, "আমাদের সূর্যের আলো কেউ আটকাতে পারবে না" । দেখে নিন...

কাজের ক্ষেত্রে, সিদ্ধান্ত 'বান্টি ঔর বাবলি 2'-তে অভিনয় করছেন । এছাড়াও শকুন বতরার পরবর্তী ছবিতে দীপিকা পাড়ুকোন আর অনন্যা পান্ডের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেতা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.