মুম্বই : আরব সাগরের বুকে গোধূলি যাপন করলেন দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী ও পরিচালক শকুন বতরা । চলছিল তাঁদের পরবর্তী ছবির শুটিং । তারই মাঝে একটু ব্যক্তিগত সময় খুঁজে নিলেন সবাই ।
আজ সকালেই মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ায় দেখা গেছিল সিদ্ধান্ত ও দীপিকাকে । প্রাইভেট বোটে চেপে তাঁরা পাড়ি দিয়েছিলেন সমুদ্রে । আর সেই সমুদ্রের বুকেই নেমে এল গোধূলি । একসঙ্গে সূর্যাস্ত উপভোগ করলেন অভিনেতা-অভিনেত্রী ।
ছিলেন ছবির পরিচালক শকুন বতরাও । তবে ছবির আর এক অভিনেত্রী অনন্যা পান্ডেকে দেখা যায়নি এদিন ।
সিদ্ধান্ত নিজেই এই ছবি শেয়ার করেছেন তাঁর সোশাল মিডিয়ায় । লিখেছেন, "সানসেট লাভার্স ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
'রাম লীলা', 'বাজিরাও মস্তানি', 'পদ্মাবত', 'ছপাক'-এর মতো সিরিয়াস ছবি করার পর দীপিকা চেয়েছিলেন একটু হালকা সাবজেক্টে ছবি করতে । সেই সুযোগ এনে দিলেন শকুন । তবে এখনও ছবির নাম ঠিক হয়নি ।