ETV Bharat / sitara

নেপোটিজ়ম স্টারকিডদের বিশেষ সুবিধা দেয়, অকপট কমল-কন্যা শ্রুতি - শ্রুতি হাসানের খবর

অভিনেতা কমল হাসান ও অভিনেত্রী সারিকার কন্যা শ্রুতি হাসান । সেদিক থেকে তিনি একজন স্টারকিড । তবে স্টারকিড হওয়া সত্ত্বেও নেপোটিজ়মের সুবিধা নিয়ে অকপট শ্রতি । একইসঙ্গে কথা বললেন এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকার লড়াই নিয়েও ।

Shruti Hassan on nepotism
Shruti Hassan on nepotism
author img

By

Published : Jul 28, 2020, 8:54 AM IST

Updated : Jul 28, 2020, 9:24 AM IST

মুম্বই : দক্ষিণী সুপারস্টার কমল হাসান ও অভিনেত্রী সারিকার কন্যা শ্রুতি হাসান এখন ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ । শুধু দক্ষিণের সিনেমা নয়, বলিউডেও বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের ছাপ রেখেছেন শ্রুতি । IANS-এর সঙ্গে কথা বললেন নেপোটিজ়মের সুবিধা-অসুবিধা নিয়ে ।

শ্রুতি বললেন, "এটা সত্যি যে, আমার বাবা-মায়ের জন্য আমি এই ইন্ডাস্ট্রির অনেকের সঙ্গেই ছোটো থেকে পরিচিত হতে পেরেছি । আমার পদবীটার জন্য কিছু সুবিধা পেয়েছি, অস্বীকার করব না ।"

তবে সুযোগ পাওয়া মানেই যে ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা পাওয়া তা নয় । শ্রুতি বললেন, "আমি জানতাম না সঠিক মানুষের সঙ্গে কীভাবে কথা বলতে হয় । আমি এখনও সামাজিক ভাবে খুব অস্বস্তিতে থাকি । আমি কিছু সুবিধা পেয়েছি ঠিক, তবে সব মিলিয়ে একটা কঠিন জার্নির মধ্যে দিয়ে যেতে হয়েছে আমায় ।"

Shruti Hassan on nepotism
.

একটা কথায় পুরো জার্নিটা বুঝিয়েছেন শ্রুতি । বলেছেন, "ইন্ডাস্ট্রিতে ঢোকাটা হয়তো সহজ ছিল, তবে টিকে থাকাটা ততটাই কঠিন ।"

OTT প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে শ্রুতি আর বিদ্যুৎ জামালের 'ইয়ারা' । জাতীয় পুরস্কার বিজেতা তিঘমাংশু ঢুলিয়া পরিচালিত এই ছবির প্রিমিয়ার 30 জুলাই ।

মুম্বই : দক্ষিণী সুপারস্টার কমল হাসান ও অভিনেত্রী সারিকার কন্যা শ্রুতি হাসান এখন ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ । শুধু দক্ষিণের সিনেমা নয়, বলিউডেও বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের ছাপ রেখেছেন শ্রুতি । IANS-এর সঙ্গে কথা বললেন নেপোটিজ়মের সুবিধা-অসুবিধা নিয়ে ।

শ্রুতি বললেন, "এটা সত্যি যে, আমার বাবা-মায়ের জন্য আমি এই ইন্ডাস্ট্রির অনেকের সঙ্গেই ছোটো থেকে পরিচিত হতে পেরেছি । আমার পদবীটার জন্য কিছু সুবিধা পেয়েছি, অস্বীকার করব না ।"

তবে সুযোগ পাওয়া মানেই যে ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা পাওয়া তা নয় । শ্রুতি বললেন, "আমি জানতাম না সঠিক মানুষের সঙ্গে কীভাবে কথা বলতে হয় । আমি এখনও সামাজিক ভাবে খুব অস্বস্তিতে থাকি । আমি কিছু সুবিধা পেয়েছি ঠিক, তবে সব মিলিয়ে একটা কঠিন জার্নির মধ্যে দিয়ে যেতে হয়েছে আমায় ।"

Shruti Hassan on nepotism
.

একটা কথায় পুরো জার্নিটা বুঝিয়েছেন শ্রুতি । বলেছেন, "ইন্ডাস্ট্রিতে ঢোকাটা হয়তো সহজ ছিল, তবে টিকে থাকাটা ততটাই কঠিন ।"

OTT প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে শ্রুতি আর বিদ্যুৎ জামালের 'ইয়ারা' । জাতীয় পুরস্কার বিজেতা তিঘমাংশু ঢুলিয়া পরিচালিত এই ছবির প্রিমিয়ার 30 জুলাই ।

Last Updated : Jul 28, 2020, 9:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.