ETV Bharat / sitara

শ্রদ্ধা কাপুরকে জিজ্ঞাসাবাদ NCB-র - NCB zonal office

আজ সকালে NCB দপ্তরে হাজিরা দেন শ্রদ্ধা কাপুর । তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা ।

asd
asd
author img

By

Published : Sep 26, 2020, 12:03 PM IST

Updated : Sep 26, 2020, 9:43 PM IST

মুম্বই : মাদক মামলার তদন্তে শ্রদ্ধা কাপুরকে জিজ্ঞাসাবাদ করছে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)। আজ সকালে NCB দপ্তরে হাজিরা দেন তিনি । বেশ কয়েক ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা ।

23 সেপ্টেম্বর শ্রদ্ধাকে সমন পাঠিয়েছিল NCB । আজই হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে । সেই মতো আজ সকাল 11টা 52 মিনিটে NCB দপ্তরে পৌঁছান তিনি । প্রায় 5 ঘণ্টা পর দপ্তর থেকে বের হন তিনি ।

এছাড়াও সমন পাঠানো হয়েছে দীপিকা পাডুকোন, সারা আলি খান, রকুল প্রীত সিং, ফ্যাশন ডিজ়াইনার সিনম খাম্বাট্টা ও সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদিকে ।

আজ সকালে NCB দপ্তরে হাজিরা দিয়েছেন দীপিকা । এছাড়া গতকালের পর ফের NCB দপ্তরে হাজিরা দেন তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশ । তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে NCB সূত্রে জানা গিয়েছে ।

করিশ্মার পাশাপাশি গতকাল রকুল প্রীতকেও জিজ্ঞাসা করেন তদন্তকারীরা । টানা চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে ।

মুম্বই : মাদক মামলার তদন্তে শ্রদ্ধা কাপুরকে জিজ্ঞাসাবাদ করছে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)। আজ সকালে NCB দপ্তরে হাজিরা দেন তিনি । বেশ কয়েক ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা ।

23 সেপ্টেম্বর শ্রদ্ধাকে সমন পাঠিয়েছিল NCB । আজই হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে । সেই মতো আজ সকাল 11টা 52 মিনিটে NCB দপ্তরে পৌঁছান তিনি । প্রায় 5 ঘণ্টা পর দপ্তর থেকে বের হন তিনি ।

এছাড়াও সমন পাঠানো হয়েছে দীপিকা পাডুকোন, সারা আলি খান, রকুল প্রীত সিং, ফ্যাশন ডিজ়াইনার সিনম খাম্বাট্টা ও সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদিকে ।

আজ সকালে NCB দপ্তরে হাজিরা দিয়েছেন দীপিকা । এছাড়া গতকালের পর ফের NCB দপ্তরে হাজিরা দেন তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশ । তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে NCB সূত্রে জানা গিয়েছে ।

করিশ্মার পাশাপাশি গতকাল রকুল প্রীতকেও জিজ্ঞাসা করেন তদন্তকারীরা । টানা চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে ।

Last Updated : Sep 26, 2020, 9:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.