মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি হয় লকডাউন । এই পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছিলেন না কেউই । বন্ধ ছিল শুটিংও । যার কারণে হোম কোয়ারানটিনে ছিলেন তারকারা । একই অবস্থা হয় পরিচালক সুজিত সরকারের । কিন্তু, এই পরিস্থিতিতে খেলাধুলো করতে না পারায় খুবই মন খারাপ তাঁর । তাই লকডাউন পুরোপুরি উঠলেই আগে ফুটবল খেলার ইচ্ছে রয়েছে বলে জানান তিনি ।
আজ ইনস্টাগ্রামে একটি পুরোনো ছবি পোস্ট করেন সুজিত । সেখানে ফুটবল মাঠের মধ্যে জার্সি পরে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে । আর ছবির ক্যাপশনে লেখেন, "আমার সকালের কলকাতার ফুটবল খেলার বন্ধুদের মিস করছি । লকডাউন ওঠার অপেক্ষায় রয়েছি । #ফুটবল"।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এই ছবি থেকেই স্পষ্ট যে কাজের ফাঁকে সময় পেলেই বন্ধুদের সঙ্গে রীতিমতো ফুটবল খেলায় মেতে উঠতেন সুজিত । এদিকে এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করতে শুরু করেন নেটিজ়েনরা । তিনি কোন পজ়িশনে ফুটবল খেলতে পছন্দ করেন সেই কথাও কমেন্টে জিজ্ঞাসা করেন একজন । তার উত্তরে সুজিত লেখেন, "মিড ফিল্ড"।
ফুটবলের প্রতি সুজিতের ভালোবাসা অনেক আগে থেকেই । আর সেটার প্রমাণ পাওয়া যায় তাঁর ইনস্টাগ্রাম ও টুইটারের বায়ো দেখেই । সেখানে তিনি লেখেন, "প্রথমে একজন ফুটবলার, তারপর পরিচালক । আমি সিনেমা তৈরি করি যখন ফুটবল খেলি ।"
সুজিতের আপকামিং ছবি 'গুলাবো সিতাবো'। হলে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবি । কিন্তু, লকডাউনের জেরে 12 জুন অ্যামাজ় প্রাইমে মুক্তি পেতে চলেছে ছবিটি । এছাড়া ভিকি কৌশল অভিনীত 'সর্দার উধম সিং'-ও রয়েছে তাঁর ঝুলিতে । ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ ।