ETV Bharat / sitara

কঙ্গনার পিছনে নিশ্চয়ই কোনও রাজনৈতিক দল রয়েছে : শিবসেনা MP সঞ্জয় - কঙ্গনা রানাওয়াতের খবর

মহারাষ্ট্র সরকারের চক্ষুশূল হয়ে উঠেছেন কঙ্গনা । এতদিন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে অনেক কথা বলেছেন অভিনেত্রী । তবে এবার মুম্বইকে 'পাক অধিকৃত কাশ্মীর' বলায় উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক মহল । কঙ্গনার পিছনে কি অন্য কোনও রাজনৈতিক দলের সমর্থন রয়েছে ? তেমনই আন্দাজ করছেন শিবসেনা MP সঞ্জয় রাউত ।

kangna ranaut shiv sena clash
kangna ranaut shiv sena clash
author img

By

Published : Sep 4, 2020, 4:48 PM IST

মুম্বই : মুম্বইয়ের বিরুদ্ধে কঙ্গনা যে অভিযোগ এনেছেন, তারপর তাঁর মুম্বই ফেরা নিয়েই সংশয় তৈরি হয়েছে । একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব তাঁর বিরুদ্ধে গলা তুলেছেন । তবে কঙ্গনাকে কি অন্য কোনও রাজনৈতিক দল সমর্থন করছে, যার জেরে এত বড় কথা বলার সাহস পেয়েছেন অভিনেত্রী ? সন্দেহ শিবসেনা MP সঞ্জয় রাউতের ।

ANI-কে সঞ্জয় বলেন, "আপনি (কঙ্গনা রানাওয়াত) মহারাষ্ট্রকে অপমান করতে চাইছেন । নিশ্চয়ই ওঁর পিছনে কোনও রাজনৈতিক দল বা ক্ষমতাশালী ব্যক্তিত্ব রয়েছেন । না হলে উনি এমন কথা বলতে পারতেন না ।"

মুম্বই ও মুম্বই পুলিশের ইমেজ নষ্ট করার একটা প্রচেষ্টা এটা, মত সঞ্জয়ের । দেখে নিন তাঁর টুইট...

kangna ranaut shiv sena clash
সৌজন্যে ANI টুইটার

এদিকে কঙ্গনা জানিয়ে দিয়েছেন যে, 9 সেপ্টেম্বর মুম্বই আসবেন তিনি । "কারও বাপের ক্ষমতা থাকলে আমায় আটকে দেখাও", টুইট অভিনেত্রীর ।

মুম্বই : মুম্বইয়ের বিরুদ্ধে কঙ্গনা যে অভিযোগ এনেছেন, তারপর তাঁর মুম্বই ফেরা নিয়েই সংশয় তৈরি হয়েছে । একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব তাঁর বিরুদ্ধে গলা তুলেছেন । তবে কঙ্গনাকে কি অন্য কোনও রাজনৈতিক দল সমর্থন করছে, যার জেরে এত বড় কথা বলার সাহস পেয়েছেন অভিনেত্রী ? সন্দেহ শিবসেনা MP সঞ্জয় রাউতের ।

ANI-কে সঞ্জয় বলেন, "আপনি (কঙ্গনা রানাওয়াত) মহারাষ্ট্রকে অপমান করতে চাইছেন । নিশ্চয়ই ওঁর পিছনে কোনও রাজনৈতিক দল বা ক্ষমতাশালী ব্যক্তিত্ব রয়েছেন । না হলে উনি এমন কথা বলতে পারতেন না ।"

মুম্বই ও মুম্বই পুলিশের ইমেজ নষ্ট করার একটা প্রচেষ্টা এটা, মত সঞ্জয়ের । দেখে নিন তাঁর টুইট...

kangna ranaut shiv sena clash
সৌজন্যে ANI টুইটার

এদিকে কঙ্গনা জানিয়ে দিয়েছেন যে, 9 সেপ্টেম্বর মুম্বই আসবেন তিনি । "কারও বাপের ক্ষমতা থাকলে আমায় আটকে দেখাও", টুইট অভিনেত্রীর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.