ETV Bharat / sitara

কোরোনা পরীক্ষা করিয়ে 'হাঙ্গামা 2'-এর শুটিং শুরু শিল্পার - Shilpa Shetty gets Covid test done

ইনস্টাগ্রামে একটি বুমেরাং ভিডিয়ো পোস্ট কেন শিল্পা । সেখানে রেট্রো লুকে দেখা গিয়েছে তাঁকে । ঠিক তাঁর পিছনে লেখা রয়েছে 'হাঙ্গামা 2'।

asd
asd
author img

By

Published : Jan 20, 2021, 8:00 PM IST

মুম্বই : আপকামিং ছবি 'হাঙ্গামা 2'-এর শুটিং শুরু করলেন শিল্পা শেট্টি । আর তার জন্য সম্প্রতি কোরোনা পরীক্ষা করিয়েছেন বলে সোশাল মিডিয়ায় জানান তিনি ।

ইনস্টাগ্রামে একটি বুমেরাং ভিডিয়ো পোস্ট কেন শিল্পা । সেখানে রেট্রো লুকে দেখা গিয়েছে তাঁকে । ঠিক তাঁর পিছনে লেখা রয়েছে 'হাঙ্গামা 2'।

এই ভিডিয়োর ক্যাপশনে শিল্পা লেখেন, "সেটে ফিরলাম...কোরোনা পরীক্ষা করিয়েছি । হাঙ্গামা 2 ইন রেট্রো ভাইবস ।"

2003 এ মুক্তি পেয়েছিল 'হাঙ্গামা'। পরেশ রাওয়াল, অক্ষয় খান্না, রাজপাল যাদবসহ একাধিক তারকাকে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল ওই ছবিতে । ওই ছবি পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন । এবার আসছে সেই ছবিরই সিকুয়েল ।

তবে 'হাঙ্গামা 2'-এর কাস্টিংয়ে অনেকটাই বদল এসেছে । এখানে রয়েছেন পরেশ রাওয়াল, শিল্পা শেট্টি, মিজ়ান, প্রনীতা সুভাষের মতো তারকারা ।

গতবছর শেষের দিকে এই ছবির শুটিং শুরু হয়েছিল । মুম্বই ও হিমাচল প্রদেশের বেশ কিছু জায়গায় শুটিং হয় । আর এখন বাকি থাকা অংশের শুটিং শুরু করেছেন শিল্পা ।

মুম্বই : আপকামিং ছবি 'হাঙ্গামা 2'-এর শুটিং শুরু করলেন শিল্পা শেট্টি । আর তার জন্য সম্প্রতি কোরোনা পরীক্ষা করিয়েছেন বলে সোশাল মিডিয়ায় জানান তিনি ।

ইনস্টাগ্রামে একটি বুমেরাং ভিডিয়ো পোস্ট কেন শিল্পা । সেখানে রেট্রো লুকে দেখা গিয়েছে তাঁকে । ঠিক তাঁর পিছনে লেখা রয়েছে 'হাঙ্গামা 2'।

এই ভিডিয়োর ক্যাপশনে শিল্পা লেখেন, "সেটে ফিরলাম...কোরোনা পরীক্ষা করিয়েছি । হাঙ্গামা 2 ইন রেট্রো ভাইবস ।"

2003 এ মুক্তি পেয়েছিল 'হাঙ্গামা'। পরেশ রাওয়াল, অক্ষয় খান্না, রাজপাল যাদবসহ একাধিক তারকাকে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল ওই ছবিতে । ওই ছবি পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন । এবার আসছে সেই ছবিরই সিকুয়েল ।

তবে 'হাঙ্গামা 2'-এর কাস্টিংয়ে অনেকটাই বদল এসেছে । এখানে রয়েছেন পরেশ রাওয়াল, শিল্পা শেট্টি, মিজ়ান, প্রনীতা সুভাষের মতো তারকারা ।

গতবছর শেষের দিকে এই ছবির শুটিং শুরু হয়েছিল । মুম্বই ও হিমাচল প্রদেশের বেশ কিছু জায়গায় শুটিং হয় । আর এখন বাকি থাকা অংশের শুটিং শুরু করেছেন শিল্পা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.