ETV Bharat / sitara

"এই মুহূর্তে বদ্ধ জায়গায় শুটিং করা ঝুঁকিপূর্ণ" - Shekhar Dangerous to start filming

কোরোনা পরিস্থিতির মধ্যে বদ্ধ ও ছোটো জায়গায় শুটিং বা ডাবিং করা খুবই ঝুঁকিপূর্ণ বলে মনে করেন পরিচালক শেখর কাপুর ।

ে্ি
ে্ি
author img

By

Published : Jul 14, 2020, 8:27 AM IST

মুম্বই : কোরোনা সংক্রমণের দিক থেকে দেশের মধ্যে সবার প্রথমে রয়েছে মহারাষ্ট্র । আর প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা । এই পরিস্থিতিতে বদ্ধ ও ছোটো জায়গার মধ্যে শুটিং বা ডাবিং করা খুবই ঝুঁকিপূর্ণ বলে মনে করেন পরিচালক শেখর কাপুর ।

সম্প্রতি এই সংক্রান্ত একটি টুইট করেন তিনি । কোরোনায় আক্রান্ত হওয়ার পর যে সব তারকারা সেই খবর সোশাল মিডিয়ায় ঘোষণা করছেন তাঁদের প্রশংসা করেন পরিচালক । লেখেন, "আমাদের প্রিয় তারকারা যাঁরা কোরোনায় আক্রান্ত তাঁদের দ্রুত সুস্থতা প্রার্থনা করি । এমনকী, কোরোনায় আক্রান্ত হওয়ার কথা যে তাঁরা শেয়ার করছেন তাও অত্যন্ত প্রশংসনীয় । কতজন রয়েছেন যাঁরা এই খবর জানান না ? এই মুহূর্তে বদ্ধ ও ছোটো জায়গায় শুটিং বা ডাবিং করা খুবই ঝুঁকিপূর্ণ । স্টুডিয়োগুলি সংক্রমণের উৎস হয়ে উঠবে ।"

  • As we pray for the recovery of our beloved stars, lets admire their courage in declaring that have symptoms of #Covid_19 How many are not telling the world?

    Proves its dangerous to start filming/dubbing in close interior spaces. Studios will just become huge sources of infection

    — Shekhar Kapur (@shekharkapur) July 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শনিবার টুইট করে নিজের কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানান অমিতাভ । তার কিছুক্ষণ পর ছেলে অভিষেকও টুইট করে কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানান ৷ মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি করা হয় তাঁদের । তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে । এরপর রবিবার দুপুরের দিকে পজ়িটিভ আসে ঐশ্বরিয়া ও আরাধ্যার সোয়াব পরীক্ষার রিপোর্ট । রিপোর্ট পজ়িটিভ এলেও হাসপাতালে ভরতি হননি মা ও মেয়ে । বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তাঁরা ।

বচ্চন পরিবারের কোরোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পরই এই টুইট করেন শেখর কাপুর ।

মুম্বই : কোরোনা সংক্রমণের দিক থেকে দেশের মধ্যে সবার প্রথমে রয়েছে মহারাষ্ট্র । আর প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা । এই পরিস্থিতিতে বদ্ধ ও ছোটো জায়গার মধ্যে শুটিং বা ডাবিং করা খুবই ঝুঁকিপূর্ণ বলে মনে করেন পরিচালক শেখর কাপুর ।

সম্প্রতি এই সংক্রান্ত একটি টুইট করেন তিনি । কোরোনায় আক্রান্ত হওয়ার পর যে সব তারকারা সেই খবর সোশাল মিডিয়ায় ঘোষণা করছেন তাঁদের প্রশংসা করেন পরিচালক । লেখেন, "আমাদের প্রিয় তারকারা যাঁরা কোরোনায় আক্রান্ত তাঁদের দ্রুত সুস্থতা প্রার্থনা করি । এমনকী, কোরোনায় আক্রান্ত হওয়ার কথা যে তাঁরা শেয়ার করছেন তাও অত্যন্ত প্রশংসনীয় । কতজন রয়েছেন যাঁরা এই খবর জানান না ? এই মুহূর্তে বদ্ধ ও ছোটো জায়গায় শুটিং বা ডাবিং করা খুবই ঝুঁকিপূর্ণ । স্টুডিয়োগুলি সংক্রমণের উৎস হয়ে উঠবে ।"

  • As we pray for the recovery of our beloved stars, lets admire their courage in declaring that have symptoms of #Covid_19 How many are not telling the world?

    Proves its dangerous to start filming/dubbing in close interior spaces. Studios will just become huge sources of infection

    — Shekhar Kapur (@shekharkapur) July 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শনিবার টুইট করে নিজের কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানান অমিতাভ । তার কিছুক্ষণ পর ছেলে অভিষেকও টুইট করে কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানান ৷ মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি করা হয় তাঁদের । তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে । এরপর রবিবার দুপুরের দিকে পজ়িটিভ আসে ঐশ্বরিয়া ও আরাধ্যার সোয়াব পরীক্ষার রিপোর্ট । রিপোর্ট পজ়িটিভ এলেও হাসপাতালে ভরতি হননি মা ও মেয়ে । বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তাঁরা ।

বচ্চন পরিবারের কোরোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পরই এই টুইট করেন শেখর কাপুর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.