মুম্বই : কোরোনা সংক্রমণের দিক থেকে দেশের মধ্যে সবার প্রথমে রয়েছে মহারাষ্ট্র । আর প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা । এই পরিস্থিতিতে বদ্ধ ও ছোটো জায়গার মধ্যে শুটিং বা ডাবিং করা খুবই ঝুঁকিপূর্ণ বলে মনে করেন পরিচালক শেখর কাপুর ।
সম্প্রতি এই সংক্রান্ত একটি টুইট করেন তিনি । কোরোনায় আক্রান্ত হওয়ার পর যে সব তারকারা সেই খবর সোশাল মিডিয়ায় ঘোষণা করছেন তাঁদের প্রশংসা করেন পরিচালক । লেখেন, "আমাদের প্রিয় তারকারা যাঁরা কোরোনায় আক্রান্ত তাঁদের দ্রুত সুস্থতা প্রার্থনা করি । এমনকী, কোরোনায় আক্রান্ত হওয়ার কথা যে তাঁরা শেয়ার করছেন তাও অত্যন্ত প্রশংসনীয় । কতজন রয়েছেন যাঁরা এই খবর জানান না ? এই মুহূর্তে বদ্ধ ও ছোটো জায়গায় শুটিং বা ডাবিং করা খুবই ঝুঁকিপূর্ণ । স্টুডিয়োগুলি সংক্রমণের উৎস হয়ে উঠবে ।"
-
As we pray for the recovery of our beloved stars, lets admire their courage in declaring that have symptoms of #Covid_19 How many are not telling the world?
— Shekhar Kapur (@shekharkapur) July 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Proves its dangerous to start filming/dubbing in close interior spaces. Studios will just become huge sources of infection
">As we pray for the recovery of our beloved stars, lets admire their courage in declaring that have symptoms of #Covid_19 How many are not telling the world?
— Shekhar Kapur (@shekharkapur) July 13, 2020
Proves its dangerous to start filming/dubbing in close interior spaces. Studios will just become huge sources of infectionAs we pray for the recovery of our beloved stars, lets admire their courage in declaring that have symptoms of #Covid_19 How many are not telling the world?
— Shekhar Kapur (@shekharkapur) July 13, 2020
Proves its dangerous to start filming/dubbing in close interior spaces. Studios will just become huge sources of infection
শনিবার টুইট করে নিজের কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানান অমিতাভ । তার কিছুক্ষণ পর ছেলে অভিষেকও টুইট করে কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানান ৷ মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি করা হয় তাঁদের । তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে । এরপর রবিবার দুপুরের দিকে পজ়িটিভ আসে ঐশ্বরিয়া ও আরাধ্যার সোয়াব পরীক্ষার রিপোর্ট । রিপোর্ট পজ়িটিভ এলেও হাসপাতালে ভরতি হননি মা ও মেয়ে । বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তাঁরা ।
বচ্চন পরিবারের কোরোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পরই এই টুইট করেন শেখর কাপুর ।