ETV Bharat / sitara

'জার্সি'-র শুটিং শুরুর আগে 2 সপ্তাহ অনুশীলন প্রয়োজন শাহিদের - Jersey shoot begins

পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই শুরু করা হবে 'জার্সি'-র শুটিং । কিন্তু, শুটিং শুরুর আগে অন্তত দু'সপ্তাহ শাহিদকে ক্রিকেটের অনুশীলন নিতে হবে বলে জানিয়েছেন পরিচালক ।

োে্
োে্
author img

By

Published : Jul 10, 2020, 3:43 PM IST

মুম্বই : কোরোনা সংক্রমণের দিক থেকে দেশের মধ্যে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র । যদিও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি । এর মধ্যেই শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে । ইতিমধ্যেই শুরু হয়েছে কয়েকটি ছবির শুটিং । যদিও 'জার্সি'-র শুটিং খুব তাড়াতাড়ি শুরু করা হবে না বলে জানিয়েছেন পরিচালক গৌতম তিন্নামুরি ।

এই ছবিকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে শাহিদকে । চরিত্রর জন্য লকডাউনের আগে নিজেকে প্রস্তুত করছিলেন অভিনেতা । শুটিংও শুরু হয়েছিল । কিন্তু, লকডাউনের জেরে শুটিং বন্ধ হওয়ায় হোম কোয়ারানটিনে ছিলেন তারকারা । অনুশীলন বন্ধ করে দেন শাহিদও । তবে এখন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে সবকিছুই । শুরু করা হবে 'জার্সি'-র শুটিংও । কিন্তু, শুটিং শুরুর আগে অন্তত দু'সপ্তাহ শাহিদকে ক্রিকেটের অনুশীলন নিতে হবে বলে জানিয়েছেন পরিচালক ।

এ প্রসঙ্গে সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিন্নামুরি বলেন, "এখন খুব কম সংখ্যক সদস্যকে নিয়ে শুটিং সারতে হবে । সরকারের তরফে যদি আমাদের লোকসংখ্যা বাড়ানো অনুমতিও দেওয়া হয় তাহলে বর্তমান পরিস্থিতির উপর নজর রেখে আমাদের শুটিং শুরু করতে হবে । তবে শুটিং শুরুর আগে অন্তত দু'সপ্তাহ শাহিদকে ক্রিকেট অনুশীল নিতে হবে । না হলে স্ক্রিনে সাবলীল হতে পারবেন না তিনি । যদিও তিনি একজন ভালো ক্রিকেটার । তাই সেটা নিয়ে আমরা খুব একাট চিন্তিত নই । "

শাহিদের খেলা প্রসঙ্গে তাঁর ফিটনেস কোচ রাজীব মেহেরা বলেন, "শুটিং শুরু করার আগে অন্তত সাত থেকে দশদিন অনুশীলন করতে হবে শাহিদকে । এটা শাহিদ ও আমার দু'জনেরই মত । কারণ অনুশীলনের সময় তাঁর শরীরকে আবার ক্রিকেটের জন্য তৈরি করতে হবে ।"

তেলুগু ফিল্ম 'জার্সি'-র হিন্দি রিমেক এই ছবি । ছবিটি অর্জুন নামে এক ক্রিকেটারকে নিয়ে, যিনি তার ক্রিকেটের ক্যারিয়ারে ব্যর্থ । তবে 30 বছরের পর সে ভারতের জন্য খেলতে বদ্ধপরিকর হয়, শুধুমাত্র তার ছেলের ইচ্ছাপূরণের জন্য । ছবিতে ক্রিকেটারের চরিত্রে অভিনয় করবেন শাহিদ । আর তাঁর মেন্টরের ভূমিকায় দেখা যাবে পঙ্কজ কাপুরকে ।

ডিসেম্বরে শুরু হয়েছিল ছবির শুটিং । এদিকে মার্চের শুরুর দিকে লকডাউন জারি করা হয় । তখনই বন্ধ করে দেওয়া হয় বলিউডের একাধিক ছবির শুটিং । বন্ধ হয়ে যায় 'জার্সি'-র শুটিংও । তারপর থেকেই বাড়িতে রয়েছেন শাহিদ । পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি ।

মুম্বই : কোরোনা সংক্রমণের দিক থেকে দেশের মধ্যে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র । যদিও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি । এর মধ্যেই শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে । ইতিমধ্যেই শুরু হয়েছে কয়েকটি ছবির শুটিং । যদিও 'জার্সি'-র শুটিং খুব তাড়াতাড়ি শুরু করা হবে না বলে জানিয়েছেন পরিচালক গৌতম তিন্নামুরি ।

এই ছবিকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে শাহিদকে । চরিত্রর জন্য লকডাউনের আগে নিজেকে প্রস্তুত করছিলেন অভিনেতা । শুটিংও শুরু হয়েছিল । কিন্তু, লকডাউনের জেরে শুটিং বন্ধ হওয়ায় হোম কোয়ারানটিনে ছিলেন তারকারা । অনুশীলন বন্ধ করে দেন শাহিদও । তবে এখন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে সবকিছুই । শুরু করা হবে 'জার্সি'-র শুটিংও । কিন্তু, শুটিং শুরুর আগে অন্তত দু'সপ্তাহ শাহিদকে ক্রিকেটের অনুশীলন নিতে হবে বলে জানিয়েছেন পরিচালক ।

এ প্রসঙ্গে সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিন্নামুরি বলেন, "এখন খুব কম সংখ্যক সদস্যকে নিয়ে শুটিং সারতে হবে । সরকারের তরফে যদি আমাদের লোকসংখ্যা বাড়ানো অনুমতিও দেওয়া হয় তাহলে বর্তমান পরিস্থিতির উপর নজর রেখে আমাদের শুটিং শুরু করতে হবে । তবে শুটিং শুরুর আগে অন্তত দু'সপ্তাহ শাহিদকে ক্রিকেট অনুশীল নিতে হবে । না হলে স্ক্রিনে সাবলীল হতে পারবেন না তিনি । যদিও তিনি একজন ভালো ক্রিকেটার । তাই সেটা নিয়ে আমরা খুব একাট চিন্তিত নই । "

শাহিদের খেলা প্রসঙ্গে তাঁর ফিটনেস কোচ রাজীব মেহেরা বলেন, "শুটিং শুরু করার আগে অন্তত সাত থেকে দশদিন অনুশীলন করতে হবে শাহিদকে । এটা শাহিদ ও আমার দু'জনেরই মত । কারণ অনুশীলনের সময় তাঁর শরীরকে আবার ক্রিকেটের জন্য তৈরি করতে হবে ।"

তেলুগু ফিল্ম 'জার্সি'-র হিন্দি রিমেক এই ছবি । ছবিটি অর্জুন নামে এক ক্রিকেটারকে নিয়ে, যিনি তার ক্রিকেটের ক্যারিয়ারে ব্যর্থ । তবে 30 বছরের পর সে ভারতের জন্য খেলতে বদ্ধপরিকর হয়, শুধুমাত্র তার ছেলের ইচ্ছাপূরণের জন্য । ছবিতে ক্রিকেটারের চরিত্রে অভিনয় করবেন শাহিদ । আর তাঁর মেন্টরের ভূমিকায় দেখা যাবে পঙ্কজ কাপুরকে ।

ডিসেম্বরে শুরু হয়েছিল ছবির শুটিং । এদিকে মার্চের শুরুর দিকে লকডাউন জারি করা হয় । তখনই বন্ধ করে দেওয়া হয় বলিউডের একাধিক ছবির শুটিং । বন্ধ হয়ে যায় 'জার্সি'-র শুটিংও । তারপর থেকেই বাড়িতে রয়েছেন শাহিদ । পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.