ETV Bharat / sitara

এই ছবি দেখে 4 বার কেঁদে ফেলেছিলেন শাহিদ ! - শাহিদ কাপুর

'জার্সি' ছবির সঙ্গে নিজেকে আত্মস্থ করতে পারেন শাহিদ কাপুর । সেই কারণে ছবিটি দেখে অন্তত চারবার কেঁদে ফেলেছেন তিনি ।

ff
ff
author img

By

Published : Dec 9, 2019, 8:13 PM IST

মুম্বই : আপকামিং ছবি 'জার্সি'-তে অভিনয় করতে চলেছেন শাহিদ কাপুর । এটি একটি তেলুগু ছবির রিমেক । আর এই ছবিতে অভিনয় শুরুর আগে তেলুগু ছবিটি ইতিমধ্যেই বেশ কয়েকবার দেখেছেন তিনি । ছবি দেখার পর চারবার কেঁদেও ফেলেছেন ।

এর আগে 'কবির সিং' ছবিতে অভিনয় করেছিলেন শাহিদ । সেটিও একটি তেলুগু ছবির রিমেক ছিল । বক্স অফিসে ভালো ব্যবসাও করে ছবিটি । কিন্তু, তারপর আর কোনও ছবির রিমেক বানাতে চাননি তিনি । ভেবেছিলেন লোকে হয়তো বলবে তিনি শুধুই ছবি রিমেক করেন । তারপর 'জার্সি' ছবিটি দেখেন । ওই ছবি তাঁর মন ছুঁয়ে যায় । ছবির গল্প ক্রিকেটকে কেন্দ্র করে । এক 36 বছর বয়সি ব্যক্তির গল্প । যে একটা সময় ক্রিকেট খেলত । কিন্তু, কোনও কারণে তা ছেড়ে দেয় । এরপর 36 বছর বয়সে পৌঁছে আবার ক্রিকেট খেলা শুরু করবে বলে সিদ্ধান্ত নেয় ।

এই ছবি সম্পর্কে শাহিদ বলেন, "আসলে এই ছবির সঙ্গে আমি নিজেকে আত্মস্থ করতে পারি । আমার বয়স 38 বছর । কখনও চিন্তা করি যে এখনও পর্যন্ত একটাও ব্লকবাস্টার ছবি করিনি । তাহলে আমি কি করলাম ? আমার কি তাহলে অন্য কিছু চেষ্টা করা উচিত ? প্রত্যেকের জীবনেই এমন একটা সময় আসে যখন মনে হয় জীবনে কেন ভালো কিছু করতে পারছি না । এই কথা চিন্তা করে অনেকেই নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে নেন ।"

কিন্তু, 'জার্সি' ছবির চরিত্রর সঙ্গে নিজেকে আত্মস্থ করতে পারেন শাহিদ । এ প্রসঙ্গে তিনি বলেন, "আমি মনে করি এমন কাজ করা উচিত যা ভালো লাগে । সেখানে তুমি সাফল্য পাও আর না পাও । সেটা করা প্রয়োজন । এটা ভেবে মনে শান্তি আসবে যে আমি পছন্দের কাজ করছি । 'জার্সি' ছবিতে এই বার্তাই দেওয়া হয়েছে । আর ছবিটি দেখে আমি চারবার কেঁদে ফেলেছি । এই ছবির চরিত্রটি কবির সিংয়ের থেকে একেবারেই আলাদা । খুব শান্ত । কিন্তু, তার জার্নিটা অনুপ্রেরণা দেয় ।"

কিছুদিন আগে সোশাল মিডিয়ায় ব্যাট হাতে ছবি দিয়েছিলেন শাহিদ । ক্রিকেটের অনুশীলন নিতে দেখা গিয়েছিল তাঁকে । ওভাবেই ছবির কথা ঘোষণা করেছিলেন তিনি । আর এই ছবিতে মেন্টরের ভূমিকায় দেখা যাবে তাঁর বাবা পঙ্কজ কাপুরকে । পরিচালনায় গৌতম তিন্নানুরি । সব ঠিক থাকলে আগামী বছর 28 অগাস্ট মুক্তি পাবে ছবিটি ।

দেখুন ভিডিয়ো

মুম্বই : আপকামিং ছবি 'জার্সি'-তে অভিনয় করতে চলেছেন শাহিদ কাপুর । এটি একটি তেলুগু ছবির রিমেক । আর এই ছবিতে অভিনয় শুরুর আগে তেলুগু ছবিটি ইতিমধ্যেই বেশ কয়েকবার দেখেছেন তিনি । ছবি দেখার পর চারবার কেঁদেও ফেলেছেন ।

এর আগে 'কবির সিং' ছবিতে অভিনয় করেছিলেন শাহিদ । সেটিও একটি তেলুগু ছবির রিমেক ছিল । বক্স অফিসে ভালো ব্যবসাও করে ছবিটি । কিন্তু, তারপর আর কোনও ছবির রিমেক বানাতে চাননি তিনি । ভেবেছিলেন লোকে হয়তো বলবে তিনি শুধুই ছবি রিমেক করেন । তারপর 'জার্সি' ছবিটি দেখেন । ওই ছবি তাঁর মন ছুঁয়ে যায় । ছবির গল্প ক্রিকেটকে কেন্দ্র করে । এক 36 বছর বয়সি ব্যক্তির গল্প । যে একটা সময় ক্রিকেট খেলত । কিন্তু, কোনও কারণে তা ছেড়ে দেয় । এরপর 36 বছর বয়সে পৌঁছে আবার ক্রিকেট খেলা শুরু করবে বলে সিদ্ধান্ত নেয় ।

এই ছবি সম্পর্কে শাহিদ বলেন, "আসলে এই ছবির সঙ্গে আমি নিজেকে আত্মস্থ করতে পারি । আমার বয়স 38 বছর । কখনও চিন্তা করি যে এখনও পর্যন্ত একটাও ব্লকবাস্টার ছবি করিনি । তাহলে আমি কি করলাম ? আমার কি তাহলে অন্য কিছু চেষ্টা করা উচিত ? প্রত্যেকের জীবনেই এমন একটা সময় আসে যখন মনে হয় জীবনে কেন ভালো কিছু করতে পারছি না । এই কথা চিন্তা করে অনেকেই নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে নেন ।"

কিন্তু, 'জার্সি' ছবির চরিত্রর সঙ্গে নিজেকে আত্মস্থ করতে পারেন শাহিদ । এ প্রসঙ্গে তিনি বলেন, "আমি মনে করি এমন কাজ করা উচিত যা ভালো লাগে । সেখানে তুমি সাফল্য পাও আর না পাও । সেটা করা প্রয়োজন । এটা ভেবে মনে শান্তি আসবে যে আমি পছন্দের কাজ করছি । 'জার্সি' ছবিতে এই বার্তাই দেওয়া হয়েছে । আর ছবিটি দেখে আমি চারবার কেঁদে ফেলেছি । এই ছবির চরিত্রটি কবির সিংয়ের থেকে একেবারেই আলাদা । খুব শান্ত । কিন্তু, তার জার্নিটা অনুপ্রেরণা দেয় ।"

কিছুদিন আগে সোশাল মিডিয়ায় ব্যাট হাতে ছবি দিয়েছিলেন শাহিদ । ক্রিকেটের অনুশীলন নিতে দেখা গিয়েছিল তাঁকে । ওভাবেই ছবির কথা ঘোষণা করেছিলেন তিনি । আর এই ছবিতে মেন্টরের ভূমিকায় দেখা যাবে তাঁর বাবা পঙ্কজ কাপুরকে । পরিচালনায় গৌতম তিন্নানুরি । সব ঠিক থাকলে আগামী বছর 28 অগাস্ট মুক্তি পাবে ছবিটি ।

দেখুন ভিডিয়ো
Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.