ETV Bharat / sitara

Shah Rukh Khan: শার্টলেস শাহরুখের ক্যারিশমায় উজ্জ্বল ডাব্বুর ক্যালেন্ডার - ডাব্বু রত্নানির ক্যালেন্ডার

শাহরুখ খানের (Shah Rukh Khan) ক্যারিশমায় আলোকিত ফ্যাশন ফোটোগ্রাফার ডাব্বু রত্নানির (Dabboo Ratnani) ক্যালেন্ডার ৷ তিনি নিজেই তাঁর শ্যুট করা কিং খানের ছবিটি পোস্ট করেছেন ৷

Shah Rukh Khan's-pic-from-dabboo-ratnani-calendar-out-fans-say-someone-call-ambulance
শার্টলেস শাহরুখের ক্যারিশমায় উজ্জ্বল ডাব্বুর ক্যালেন্ডার
author img

By

Published : Aug 3, 2021, 3:55 PM IST

কলকাতা, 3 অগস্ট : একের পর এক উন্মোচিত হচ্ছিল ক্যালেন্ডারের পাতা ৷ চোখ ঝলসানো রূপে ধরা দেন ঐশ্বর্য রাই বচ্চন থেকে শুরু করে আলিয়া ভাট, কিয়ারা আদবানি, বিদ্যা বালান, সানি লিয়নি, অভিষেক বচ্চন, টাইগার শ্রফ, ভিকি কৌশল, সইফ আলি খান-সহ তাবড় সেলিব্রিটিরা ৷ তবে সবার অপেক্ষা ছিল যাঁর জন্য এ বার তাঁকে সামনে আনলেন ফ্যাশন ফোটোগ্রাফার ডাব্বু রত্নানি (Dabboo Ratnani) ৷ বলিউডের বাদশা ৷ শাহরুখ খান (Shah Rukh Khan)৷ বার্ষিক ক্যালেন্ডারে শার্টলেস ছবিতে হট অবতারে ধরা দিয়েছেন 55 বছরের কিং খান ৷

সাদা কালো একটা ছবি ৷ টপ অ্যাঙ্গেল শটে ধরা হয়েছে শাহরুখকে ৷ তাঁর গায়ে জামা নেই ৷ ফ্রেমে দেখা যাচ্ছে বলিউডের মেগাস্টারের মুখ ও পেশিবহুল কাঁধ ৷ ট্রিম করা দাঁড়ি-গোঁফ ও ভেজা চুল ৷ সোজা তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে ৷ বলিউডের বাজিগরের এই ছবি দেখে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তাঁর ভক্তরা ৷ ডাব্বু রত্নানি ছবিটি পোস্ট করার পর ইতিমধ্যেই তাতে 80 হাজারেরও বেশি লাইক পড়ে গিয়েছে ৷ কমেন্টে পরের পর পড়ছে হার্ট ও আগুনের ইমোজি ৷ কেউ আবার লিখেছেন, ছবিটা এতটাই হট যে অ্যাম্বুল্যান্স ডাকতে হবে ৷

আরও পড়ুন: সুখবর ! 3ডিতে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের বেল বটম

ছবিটি পোস্ট করে ডাব্বু লিখেছেন, "একবার আপনি নির্ভীক হয়ে উঠতে পারলে, জীবন অপরিসীম হয়ে উঠবে ৷ অদম্য ও ক্যারিশম্যাটিক শাহরুখ খান ৷"

আগেই তাঁর 2021 সালের বার্ষিক ক্য়ালেন্ডারে ঐশ্বর্য রাই বচ্চন, টাইগার শ্রফ, ভিকি কৌশল-সহ আরও অনেকের ছবি প্রকাশ্যে এনেছেন ডাব্বু রত্নানি ৷

আরও পড়ুন: মিডিয়া ট্রায়ালে রুষ্ট শিল্পা ! রাজের অন্তর্বর্তী জামিনের শুনানি শনিবার

কর্মক্ষেত্রে শাহরুখ খানকে 2018 সালে আনন্দ এল রাইয়ের ফিল্ম জিরোতে শেষ দেখা গিয়েছিল ৷ বর্তমানে পাঠান ফিল্মের শ্যুটিং-এ ব্যস্ত তিনি ৷ ওই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম ৷ এ ছাড়া রকেটরি: দ্য নাম্বি এফেক্ট ও ব্রহ্মাস্ত্র ফিল্মে ক্যামিয়ো চরিত্রে দেখা যাবে শাহরুখকে ৷

কলকাতা, 3 অগস্ট : একের পর এক উন্মোচিত হচ্ছিল ক্যালেন্ডারের পাতা ৷ চোখ ঝলসানো রূপে ধরা দেন ঐশ্বর্য রাই বচ্চন থেকে শুরু করে আলিয়া ভাট, কিয়ারা আদবানি, বিদ্যা বালান, সানি লিয়নি, অভিষেক বচ্চন, টাইগার শ্রফ, ভিকি কৌশল, সইফ আলি খান-সহ তাবড় সেলিব্রিটিরা ৷ তবে সবার অপেক্ষা ছিল যাঁর জন্য এ বার তাঁকে সামনে আনলেন ফ্যাশন ফোটোগ্রাফার ডাব্বু রত্নানি (Dabboo Ratnani) ৷ বলিউডের বাদশা ৷ শাহরুখ খান (Shah Rukh Khan)৷ বার্ষিক ক্যালেন্ডারে শার্টলেস ছবিতে হট অবতারে ধরা দিয়েছেন 55 বছরের কিং খান ৷

সাদা কালো একটা ছবি ৷ টপ অ্যাঙ্গেল শটে ধরা হয়েছে শাহরুখকে ৷ তাঁর গায়ে জামা নেই ৷ ফ্রেমে দেখা যাচ্ছে বলিউডের মেগাস্টারের মুখ ও পেশিবহুল কাঁধ ৷ ট্রিম করা দাঁড়ি-গোঁফ ও ভেজা চুল ৷ সোজা তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে ৷ বলিউডের বাজিগরের এই ছবি দেখে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তাঁর ভক্তরা ৷ ডাব্বু রত্নানি ছবিটি পোস্ট করার পর ইতিমধ্যেই তাতে 80 হাজারেরও বেশি লাইক পড়ে গিয়েছে ৷ কমেন্টে পরের পর পড়ছে হার্ট ও আগুনের ইমোজি ৷ কেউ আবার লিখেছেন, ছবিটা এতটাই হট যে অ্যাম্বুল্যান্স ডাকতে হবে ৷

আরও পড়ুন: সুখবর ! 3ডিতে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের বেল বটম

ছবিটি পোস্ট করে ডাব্বু লিখেছেন, "একবার আপনি নির্ভীক হয়ে উঠতে পারলে, জীবন অপরিসীম হয়ে উঠবে ৷ অদম্য ও ক্যারিশম্যাটিক শাহরুখ খান ৷"

আগেই তাঁর 2021 সালের বার্ষিক ক্য়ালেন্ডারে ঐশ্বর্য রাই বচ্চন, টাইগার শ্রফ, ভিকি কৌশল-সহ আরও অনেকের ছবি প্রকাশ্যে এনেছেন ডাব্বু রত্নানি ৷

আরও পড়ুন: মিডিয়া ট্রায়ালে রুষ্ট শিল্পা ! রাজের অন্তর্বর্তী জামিনের শুনানি শনিবার

কর্মক্ষেত্রে শাহরুখ খানকে 2018 সালে আনন্দ এল রাইয়ের ফিল্ম জিরোতে শেষ দেখা গিয়েছিল ৷ বর্তমানে পাঠান ফিল্মের শ্যুটিং-এ ব্যস্ত তিনি ৷ ওই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম ৷ এ ছাড়া রকেটরি: দ্য নাম্বি এফেক্ট ও ব্রহ্মাস্ত্র ফিল্মে ক্যামিয়ো চরিত্রে দেখা যাবে শাহরুখকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.