মুম্বই : 'ম্যাঁ হুঁ না' ফিল্মের একটি দৃশ্য মনে আছে ? যেখানে সতীশ শাহের মুখ থেকে ছিটকে আসা থুতু থেকে বাঁচতে শাহরুখকে নিজের শরীর স্প্রিংয়ের মতো বাঁকিয়ে ফেলতে হয়েছিল । মাস্ক পরা নিয়ে সচেতনতা বাড়াতে সেই ক্লিপিংটিকেই ব্যবহার করল মুম্বই পুলিশ । কীভাবে ?
ভিডিয়োটি মুম্বই পুলিশের টুইটার ওয়ালে শেয়ার করে ক্যাপশনে লেখা হল, "শাহরুখকে আর এইসব স্টান্ট করতে হবে না - মাস্ক হ্য়াঁ না !" মজার ছলে একটা গুরুত্বপূর্ণ বার্তা দিল পুলিশ প্রশাসন । মাস্ক থাকলে থুতু ছিটকে আসার কোনও ভয়ই নেই, তাই স্টান্টবাজির কোনও প্রয়োজনও নেই ।
-
.@iamsrk wouldn’t need to do such stunts any longer - Mask Hai Na! pic.twitter.com/8lHfCtJgye
— Mumbai Police (@MumbaiPolice) April 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">.@iamsrk wouldn’t need to do such stunts any longer - Mask Hai Na! pic.twitter.com/8lHfCtJgye
— Mumbai Police (@MumbaiPolice) April 12, 2020.@iamsrk wouldn’t need to do such stunts any longer - Mask Hai Na! pic.twitter.com/8lHfCtJgye
— Mumbai Police (@MumbaiPolice) April 12, 2020
এই সমস্ত মজার পোস্ট করার জন্য মুম্বই পুলিশের বেশ বড়সড় একটি ফ্য়ানবেস আছে । আর এই ক্রাইসিসের সময় তাদের সমস্ত পোস্টই কোনও না কোনও সতর্কবার্তা পৌঁছে দিচ্ছে সাধারণ মানুষের কাছে । তবে তার মধ্যেও একটা বুদ্ধিদীপ্ত প্রয়োগ রয়েছে । যাতে মানুষের মনে ধাক্কা দিতে পারে সহজেই ।
কয়েকদিন আগে আরও একটি মজার পোস্ট করা হয় মুম্বই পুলিশের অফিশিয়াল পেজে । 'স্ত্রী' ফিল্মের সেই বিখ্যাত সংলাপ 'ও স্ত্রী, কাল আনা..' মনে আছে নিশ্চয়ই । সেই সংলাপকে বর্তমান পরিস্থিতি অনুয়ায়ী বদলে দিল মুম্বই পুলিশ, লিখল, "ও কোরোনা, কভি মত আনা" ।
দেখে নিন..
-
The only mantra we need to keep #EverySTREEtSafe is not to venture out on the STREEts #TakingOnCorona #coronavirus #CoronavirusOutbreakindia #COVIDー19 pic.twitter.com/1JpYXXUk9Y
— Mumbai Police (@MumbaiPolice) April 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The only mantra we need to keep #EverySTREEtSafe is not to venture out on the STREEts #TakingOnCorona #coronavirus #CoronavirusOutbreakindia #COVIDー19 pic.twitter.com/1JpYXXUk9Y
— Mumbai Police (@MumbaiPolice) April 9, 2020The only mantra we need to keep #EverySTREEtSafe is not to venture out on the STREEts #TakingOnCorona #coronavirus #CoronavirusOutbreakindia #COVIDー19 pic.twitter.com/1JpYXXUk9Y
— Mumbai Police (@MumbaiPolice) April 9, 2020