ETV Bharat / sitara

জন্মদিনে অনুরাগীদের কী বার্তা দিলেন শাহরুখ ? - ShahRukh 55th birthday

1 মিনিট 18 সেকেন্ডের ভিডিয়োর শুরুতে অনুরাগীদের ধন্যবাদ জানান শাহরুখ । বলেন, "শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে অনেক ধন্যবাদ । আশাকরি আগামী বছর আবার আমরা দেখা করতে পারব । তখন বড় করে পার্টি হবে । 55-র থেকে 56 বেশি ভালো হবে । আমরা অনেক আনন্দ করব ।"

asd
asd
author img

By

Published : Nov 2, 2020, 10:34 PM IST

মুম্বই : আজ 55 বছরে পা দিয়েছেন শাহরুখ খান । আর কিং খানের জন্মদিনে কেউ শুভেচ্ছা জানাবেন না এটা কখনও হয় ! দেশের বিভিন্ন প্রান্ত থেকেই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা । সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ উপলক্ষ্যে দুবাইতে রয়েছেন শাহরুখ । আর সেখান থেকেই অনুরাগীদের ধন্যবাদ জানালেন তিনি ।

1 মিনিট 18 সেকেন্ডের ভিডিয়োর শুরুতে অনুরাগীদের ধন্যবাদ জানান শাহরুখ । ভিডিয়োতে একাধিক ফ্যানক্লাবের নাম নিতে দেখা গিয়েছে তাঁকে । সোশাল মিডিয়াতে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা । মাঝ রাত থেকেই শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে তাঁর সোশাল মিডিয়ায় ।

কিন্তু, কোরোনা পরিস্থিতির মধ্যে এবার অনুরাগীদের সঙ্গে দেখা করতে পারেননি শাহরুখ । অন্যবার প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখার জন্য মন্নতের বাইরে আজকের দিনে জমায়েত করতেন অনুরাগীরা । আর অনুরাগীদের নিরাশ না করে তাঁদের সঙ্গে দেখা করতেন কিং খান । তবে এবার তা সম্ভব হয়নি । যদিও সোশাল মিডিয়ায় প্রিয় অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা । তাই টুইটারে ভিডিয়ো পোস্ট করে অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ ।

ভিডিয়োতে তিনি বলেন, "শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে অনেক ধন্যবাদ । আশাকরি আগামী বছর আবার আমরা দেখা করতে পারব । তখন বড় করে পার্টি হবে । 55-র থেকে 56 বেশি ভালো হবে । আমরা অনেক আনন্দ করব ।"

মুম্বই : আজ 55 বছরে পা দিয়েছেন শাহরুখ খান । আর কিং খানের জন্মদিনে কেউ শুভেচ্ছা জানাবেন না এটা কখনও হয় ! দেশের বিভিন্ন প্রান্ত থেকেই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা । সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ উপলক্ষ্যে দুবাইতে রয়েছেন শাহরুখ । আর সেখান থেকেই অনুরাগীদের ধন্যবাদ জানালেন তিনি ।

1 মিনিট 18 সেকেন্ডের ভিডিয়োর শুরুতে অনুরাগীদের ধন্যবাদ জানান শাহরুখ । ভিডিয়োতে একাধিক ফ্যানক্লাবের নাম নিতে দেখা গিয়েছে তাঁকে । সোশাল মিডিয়াতে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা । মাঝ রাত থেকেই শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে তাঁর সোশাল মিডিয়ায় ।

কিন্তু, কোরোনা পরিস্থিতির মধ্যে এবার অনুরাগীদের সঙ্গে দেখা করতে পারেননি শাহরুখ । অন্যবার প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখার জন্য মন্নতের বাইরে আজকের দিনে জমায়েত করতেন অনুরাগীরা । আর অনুরাগীদের নিরাশ না করে তাঁদের সঙ্গে দেখা করতেন কিং খান । তবে এবার তা সম্ভব হয়নি । যদিও সোশাল মিডিয়ায় প্রিয় অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা । তাই টুইটারে ভিডিয়ো পোস্ট করে অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ ।

ভিডিয়োতে তিনি বলেন, "শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে অনেক ধন্যবাদ । আশাকরি আগামী বছর আবার আমরা দেখা করতে পারব । তখন বড় করে পার্টি হবে । 55-র থেকে 56 বেশি ভালো হবে । আমরা অনেক আনন্দ করব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.