মুম্বই : নিজের ছেলেমেয়ের সঙ্গে খুবই অ্যাটাচড শাহরুখ । তিনি যত বড় স্টারই হন না কেন, বাড়িতে নিজের ছেলেমেয়েদের কাছে তিনি আর পাঁচজন লাভিং, কেয়ারিং বাবার মতোই একজন । সম্প্রতি ছোটো ছেলে আব্রামের আঁকা একটি ছবি শেয়ার করে কিং খান তাঁর কিছু মূল্য়বান অনুভূতির কথা শেয়ার করলেন সোশাল মিডিয়ায় ।
কচি হাতের কচি রেখায় ফুটে উঠেছে আব্রাম আর শাহরুখের স্কেচ । উপরে ট্যারা-ব্য়াঁকা অক্ষরে লেখা 'আব্রাম অ্যান্ড পাপা' ।
ছবিটি শেয়ার করে শাহরুখ লিখেছেন, "বাবা হওয়া আমার জীবনের সবথেকে বড় গর্ব, নম্রতা, অনুপ্রেরণা ও সাফল্য । জীবনের প্রতি ক্ষেত্রে স্মার্টনেস দেখানোর থেকে সরল সততা অনেক বেশি গুরুত্বপূর্ণ, শিখেছি আমি ।"
তিনি আরও লিখেছেন, " আমার ছোটোটা আমায় বলল, এই ছবিতে ওর থেকেও আমায় বেশি ভালো লাগছে, কারণ আমি কোনও কারণ ছাড়াই হাসছি ।" হঠাৎই একটু ফিলোজ়ফিকাল শাহরুখ ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
সুহানা খান, আরয়ান খান ও আব্রাম খানের বাবা শাহরুখ । বাকি দুই সন্তান অনেকটা ম্যাচিওর্ড হয়ে গেলেও, ছোটো ছেলে আব্রাম এখন থুবই ছোটো । তাই তাঁর সঙ্গে দিনের অনেকটা সময় কাটান শাহরুখ ও গৌরি ।
আব্রামের ওই নির্মল ছবিতে মুগ্ধ নেটিজেনরা ।