ETV Bharat / sitara

"মন সায় দিচ্ছে না", পরপর ফ্লপ ছবির ধাক্কায় বললেন শাহরুখ - জ়িরো

শাহরুখ খানকে শেষ দেখা গেছিল ২০১৮ সালে 'জ়িরো' ছবিতে। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তারপর থেকেই আর কোনও ছবিতে দেখা যাচ্ছে না তাঁকে। এমনকি পরবর্তী কোন ছবিতে অভিনয় করবেন তিনি, সেটা নিয়েও নিশ্চিত কোনও পরিকল্পনা নেই শাহরুখের।

শাহরুখ খান
author img

By

Published : Jun 24, 2019, 4:36 PM IST

মুম্বই : এমনি এমনি শাহরুখকে বলিউডের 'বাদশা' তকমাটা দেওয়া হয়নি। গালে টোল ফেলা হাসি ছুড়ে এক ধাক্কায় কোটি কোটি মেয়েকে কুপোকাৎ করতে পারেন তিনি। দু'হাত ছড়িয়ে তাঁর রোম্য়ান্টিক আবেদন আজও কোনও মেয়ে উপেক্ষা করতে পারবেন না। তিনিই বলিউডকে সর্বাধিক দিন ধরে চলা 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েগে'-র মতো ছবি উপহার দিয়েছেন। আর তিনিই নাকি আজ ছবি সাইন করতে সায় পাচ্ছেন না মন থেকে?

বেশ কয়েকবছর ধরেই শাহরুখের ছবি বাজে ভাবে ফ্লপ করছে বক্স অফিসে। আর সেই কারণেই অভিনয় থেকে কিছুদিনের ব্রেক নিয়েছেন তিনি। এই প্রসঙ্গে শাহরুখ বলেন, "এই মুহূর্তে আমার কাছে কোনও ছবি নেই। কোনও ছবিতে কাজ করছি না এখন।"

শাহরুখ খান
সাদা-কালোয় শাহরুখ

তিনি আরও বলেন, "সাধারণত যেটা হয় যে, একটা ছবি শেষ করতে করতেই পরের ছবির শুটিং শুরু হয়ে যায়। তবে এইবার আমি সেটা করিনি। আমার মন সায় দিচ্ছে না। আমার হৃদয় অনুমতি দিচ্ছে না। তার চেয়ে বরং আমি সময় বের করে ছবি দেখতে চাই, ভালো গল্প শুনতে চাই, আরও বই পড়তে চাই।"

তবে শাহরুখের এই উপলব্ধি তাঁর ফ্যানেদের জন্য খুব একটা সুখবর নয়। কবে ফিরবেন স্ক্রিনে? উত্তর দিতে চাননি শাহরুখ।

মুম্বই : এমনি এমনি শাহরুখকে বলিউডের 'বাদশা' তকমাটা দেওয়া হয়নি। গালে টোল ফেলা হাসি ছুড়ে এক ধাক্কায় কোটি কোটি মেয়েকে কুপোকাৎ করতে পারেন তিনি। দু'হাত ছড়িয়ে তাঁর রোম্য়ান্টিক আবেদন আজও কোনও মেয়ে উপেক্ষা করতে পারবেন না। তিনিই বলিউডকে সর্বাধিক দিন ধরে চলা 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েগে'-র মতো ছবি উপহার দিয়েছেন। আর তিনিই নাকি আজ ছবি সাইন করতে সায় পাচ্ছেন না মন থেকে?

বেশ কয়েকবছর ধরেই শাহরুখের ছবি বাজে ভাবে ফ্লপ করছে বক্স অফিসে। আর সেই কারণেই অভিনয় থেকে কিছুদিনের ব্রেক নিয়েছেন তিনি। এই প্রসঙ্গে শাহরুখ বলেন, "এই মুহূর্তে আমার কাছে কোনও ছবি নেই। কোনও ছবিতে কাজ করছি না এখন।"

শাহরুখ খান
সাদা-কালোয় শাহরুখ

তিনি আরও বলেন, "সাধারণত যেটা হয় যে, একটা ছবি শেষ করতে করতেই পরের ছবির শুটিং শুরু হয়ে যায়। তবে এইবার আমি সেটা করিনি। আমার মন সায় দিচ্ছে না। আমার হৃদয় অনুমতি দিচ্ছে না। তার চেয়ে বরং আমি সময় বের করে ছবি দেখতে চাই, ভালো গল্প শুনতে চাই, আরও বই পড়তে চাই।"

তবে শাহরুখের এই উপলব্ধি তাঁর ফ্যানেদের জন্য খুব একটা সুখবর নয়। কবে ফিরবেন স্ক্রিনে? উত্তর দিতে চাননি শাহরুখ।

Intro:Body:

"মন সায় দিচ্ছে না", পরপর ফ্লপ ছবির ধাক্কায় বললেন শাহরুখ



শাহরুখ খানকে শেষ দেখা গেছিল ২০১৮ সালে 'জ়িরো' ছবিতে। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তারপর থেকেই আর কোনও ছবিতে দেখা যাচ্ছে না তাঁকে। এমনকি পরবর্তী কোন ছবিতে অভিনয় করবেন তিনি, সেটা নিয়েও নিশ্চিত কোনও পরিকল্পনা নেই শাহরুখের।



মুম্বই : এমনি এমনি শাহরুখকে বলিউডের 'বাদশা' তকমাটা দেওয়া হয়নি। গালে টোল ফেলা হাসি ছুড়ে এক ধাক্কায় কোটি কোটি মেয়েকে কুপোকাৎ করতে পারেন তিনি। দু'হাত ছড়িয়ে তাঁর রোম্য়ান্টিক আবেদন আজও কোনও মেয়ে উপেক্ষা করতে পারবেন না। তিনিই বলিউডকে সর্বাধিক দিন ধরে চলা 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েগে'-র মতো ছবি উপহার দিয়েছেন। আর তিনিই নাকি আজ ছবি সাইন করতে সায় পাচ্ছেন না মন থেকে?



বেশ কয়েকবছর ধরেই শাহরুখের ছবি বাজে ভাবে ফ্লপ করছে বক্স অফিসে। আর সেই কারণেই অভিনয় থেকে কিছুদিনের ব্রেক নিয়েছেন তিনি। এই প্রসঙ্গে শাহরুখ বলেন, "এই মুহূর্তে আমার কাছে কোনও ছবি নেই। কোনও ছবিতে কাজ করছি না এখন।"



তিনি আরও বলেন, "সাধারণত যেটা হয় যে, একটা ছবি শেষ করতে করতেই পরের ছবির শুটিং শুরু হয়ে যায়। তবে এইবার আমি সেটা করিনি। আমার মন সায় দিচ্ছে না। তার চেয়ে বরং আমি সময় বের করে ছবি দেখতে চাই, ভালো গল্প শুনতে চাই, আরও বই পড়তে চাই।"



তবে শাহরুখের এই উপলব্ধি তাঁর ফ্যানেদের জন্য খুব একটা সুখবর নয়। কবে ফিরবেন স্ক্রিনে? উত্তর দিতে চাননি শাহরুখ।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.