মুম্বই : কোরোনা মোকাবিলায় অর্থ সংগ্রহের জন্য ফেসবুকে এক লাইভ কনসার্টের আয়োজন করা হয়েছিল । যেখানে গান গাইতে দেখা গেছে শাহরুখ খানকে । গানের সুরে তাঁর প্রার্থনা, "সব ঠিক হয়ে যাবে ।" কিন্তু, আর একটি গান গাইতে গেলেই তাঁকে থামিয়ে দিতে দেখা যায় আব্রামকে । বলে, "বাবা আর না" । আর সেই ভিডিয়োই এখন সোশাল মিডিয়ায় ভাইরাল ।
রবিবারই হয়ে গিয়েছে এই লাইভ কনসার্ট । দর্শকদের থেকে ভালো সাড়াও পেয়েছন শাহরুখ । এরপর তাঁর গানের ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করে শাহরুখ লেখেন, "সুর, কথা দেওয়া রাতভর কাজ করার জন্য #IforIndia, #badboyshah, #cacklerraj-এর প্রতি কৃতজ্ঞ । এডিটের জন্য সুনীলকে ধন্যবাদ ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এদিকে কোয়ারেন্টাইন সেন্টারের জন্য নিজের অফিস BMC-কে দেন শাহরুখ । সেই খবর সোশাল মিডিয়ায় জানানো হয় BMC-র তরফেই । এরপর শাহরুখ ও গৌরিকে ধন্যবাদও জানায় তারা । টুইটারে লেখে, "শাহরুখ খান ও গৌরি খানকে আমাদের ধন্যবাদ । তাঁরা তাঁদের পার্সোনাল অফিস আমাদের হাতে তুলে দিয়েছেন আমাদের কোয়ারেন্টাইন সেন্টার বাড়ানোর জন্য । সেখানে শিশু, নারী-পুরুষ প্রত্যেকের জন্য প্রয়োজনীয় ইকুইপমেন্ট মজুত থাকবে ।"
তবে এখানেই শেষ নয় । কোরোনা মোকাবিলায় পিএম কেয়ার্স ফান্ড সহ একাধিক তহবিলে অনুদান দিয়েছেন শাহরুখ । পাশাপাশি মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তরের হাতে 25 হাজার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (PPE) কিট তুলে দেন তিনি । এর জন্য তাঁকে ধন্যবাদ জানান মহারাষ্ট্রের জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী রাজেশ তোপে ।