ETV Bharat / sitara

হিল জুতো চেয়ে পোস্ট শাহরুখের ! - Shah Rukh Khan on fashion

করণ জোহরের ফ্যাশন স্টাইল যথেষ্ট প্রসংশিত । আর এবার তাঁকে দেখে অনুপ্রেরণা পাচ্ছেন শাহরুখ । নিজের ফ্যাশন স্টাইল পরিবর্তনও করার কথা চিন্তা করছেন তিনি ।

ছবি
author img

By

Published : Oct 21, 2019, 5:32 PM IST

মুম্বই : করণ জোহরের ফ্যাশন স্টেটমেন্ট বি টাউনে খুবই জনপ্রিয় । অনেকেই এর প্রশংসা করেন । আর তাঁর ফ্যাশন স্টাইল থেকে নাকি এখন অনুপ্রেরণা পাচ্ছেন শাহরুখ খান । আর এতটাই অনুপ্রাণিত হয়েছেন, যে হিল জুতো পরবেন বলেও চিন্তাভাবনা শুরু করেছেন ।

কিছুদিন আগে শাহরুখকে একটি জ্যাকেট উপহার দিয়েছিলেন করণ । গতকাল সেই জ্যাকেট পরে টুইটারে ছবি পোস্ট করেন বাদশা । জ্যাকেট উপহার দেওয়ার জন্য ছবির ক্যাপশনে করণকে ধন্যবাদ জানান তিনি । পাশাপাশি বলেন, "তোমার ফ্যাশন স্টাইলের সঙ্গে আমি কখনও পেরে উঠব না । তাও চেষ্টা করছি । (কেউ আমাকে হিল এনে দাও!!)"

একটি অনুষ্ঠান হোস্ট করছিলেন করণ জোহর । সেখানে নিজের পোশাকের সঙ্গে টিমআপ করে ব্ল্যাক হিল পরেছিলেন তিনি । সেই ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেন । বি টাউনের অনেকেই কমেন্ট করেন সেই ছবিতে ।

করণের সেই পোশাক দেখার পরই তাঁর দেওয়া ফাঙ্কি জ্যাকেট পরে ছবি শেয়ার করেন শাহরুখ । পাশাপাশি হিল জুতোও চান ।

মুম্বই : করণ জোহরের ফ্যাশন স্টেটমেন্ট বি টাউনে খুবই জনপ্রিয় । অনেকেই এর প্রশংসা করেন । আর তাঁর ফ্যাশন স্টাইল থেকে নাকি এখন অনুপ্রেরণা পাচ্ছেন শাহরুখ খান । আর এতটাই অনুপ্রাণিত হয়েছেন, যে হিল জুতো পরবেন বলেও চিন্তাভাবনা শুরু করেছেন ।

কিছুদিন আগে শাহরুখকে একটি জ্যাকেট উপহার দিয়েছিলেন করণ । গতকাল সেই জ্যাকেট পরে টুইটারে ছবি পোস্ট করেন বাদশা । জ্যাকেট উপহার দেওয়ার জন্য ছবির ক্যাপশনে করণকে ধন্যবাদ জানান তিনি । পাশাপাশি বলেন, "তোমার ফ্যাশন স্টাইলের সঙ্গে আমি কখনও পেরে উঠব না । তাও চেষ্টা করছি । (কেউ আমাকে হিল এনে দাও!!)"

একটি অনুষ্ঠান হোস্ট করছিলেন করণ জোহর । সেখানে নিজের পোশাকের সঙ্গে টিমআপ করে ব্ল্যাক হিল পরেছিলেন তিনি । সেই ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেন । বি টাউনের অনেকেই কমেন্ট করেন সেই ছবিতে ।

করণের সেই পোশাক দেখার পরই তাঁর দেওয়া ফাঙ্কি জ্যাকেট পরে ছবি শেয়ার করেন শাহরুখ । পাশাপাশি হিল জুতোও চান ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.