ETV Bharat / sitara

বাড়ি ফিরলেন শাবানা আজ়মি, প্রকাশ্যে ছবি - বাড়ি ফিরলেন শাবানা আজ়মি

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন শাবানা আজ়মি । সোশাল মিডিয়ার মাধ্য়মে শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানালেন বর্ষীয়ান অভিনেত্রী ।

Shabana Azmi health Update
Shabana Azmi health Update
author img

By

Published : Feb 1, 2020, 4:08 PM IST

মুম্বই : 18 জানুয়ারি মুম্বই-পুনে হাইওয়েতে এক মারাত্মক দুর্ঘটনার মধ্যে পড়েছিলেন শাবানা আজ়মি । তাঁর SUV-তে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক । তবে আজ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন শাবানা । সোশাল মিডিয়ায় পোস্টও করলেন অভিনেত্রী ।

শাবানা লিখেছেন, "আমার জন্য প্রার্থনা করেছেন আপনারা, তার জন্য সবাইকে ধন্যবাদ । আমি বাড়ি ফিরে এসেছি ।" কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভরতি ছিলেন শাবানা । সেটা মনে করে তিনি লিখেছেন, "টিনা আম্বানি ও কোকিলাবেন আম্বানি হাসপাতালের ডাক্তার ও নার্সদের অনেক ধন্যবাদ এভাবে আমার যত্ন নেওয়ার জন্য । এই ঋণ কোনওদিন শোধ হবে না, আমি কৃতজ্ঞ ।"

দুর্ঘটনা ঘটার পর শাবানাকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী MGM হাসপাতালে । সেখান থেকে তাঁকে শিফ্ট করা হয় কোকিলাবেন হাসপাতালে ।

গাড়িতে শাবানার সঙ্গে ছিলেন তাঁর স্বামী জাভেদ আখতার । কিন্তু, তাঁর কিছু হয়নি । শাবানাকে রীতিমতো ধরে বের করা গাড়ি থেকে । গাড়ির বনেট ভেঙেচুরে যায় । গাড়ির চালককে ব়্যাশ ড্রাইভিং করার অভিযোগে গ্রেপ্তার করা হয় ।

মুম্বই : 18 জানুয়ারি মুম্বই-পুনে হাইওয়েতে এক মারাত্মক দুর্ঘটনার মধ্যে পড়েছিলেন শাবানা আজ়মি । তাঁর SUV-তে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক । তবে আজ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন শাবানা । সোশাল মিডিয়ায় পোস্টও করলেন অভিনেত্রী ।

শাবানা লিখেছেন, "আমার জন্য প্রার্থনা করেছেন আপনারা, তার জন্য সবাইকে ধন্যবাদ । আমি বাড়ি ফিরে এসেছি ।" কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভরতি ছিলেন শাবানা । সেটা মনে করে তিনি লিখেছেন, "টিনা আম্বানি ও কোকিলাবেন আম্বানি হাসপাতালের ডাক্তার ও নার্সদের অনেক ধন্যবাদ এভাবে আমার যত্ন নেওয়ার জন্য । এই ঋণ কোনওদিন শোধ হবে না, আমি কৃতজ্ঞ ।"

দুর্ঘটনা ঘটার পর শাবানাকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী MGM হাসপাতালে । সেখান থেকে তাঁকে শিফ্ট করা হয় কোকিলাবেন হাসপাতালে ।

গাড়িতে শাবানার সঙ্গে ছিলেন তাঁর স্বামী জাভেদ আখতার । কিন্তু, তাঁর কিছু হয়নি । শাবানাকে রীতিমতো ধরে বের করা গাড়ি থেকে । গাড়ির বনেট ভেঙেচুরে যায় । গাড়ির চালককে ব়্যাশ ড্রাইভিং করার অভিযোগে গ্রেপ্তার করা হয় ।

Intro:Body:

বাড়ি ফিরলেন শাবানা আজ়মি, প্রকাশ্যে ছবি



সুস্থ হয়ে বাড়ি ফিরলেন শাবানা আজ়মি । সোশাল মিডিয়ার মাধ্য়মে শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানালেন বর্ষীয়ান অভিনেত্রী ।



মুম্বই : 18 জানুয়ারি মুম্বই-পুনে হাইওয়েতে এক মারাত্মক দুর্ঘটনার মধ্যে পড়েছিলেন শাবানা আজ়মি । তাঁর SUV-তে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক । তবে আজ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন শাবানা । সোশাল মিডিয়ায় পোস্টও করলেন অভিনেত্রী ।



শাবানা লিখেছেন, "আমার জন্য প্রার্থনা করেছেন আপনারা, তার জন্য সবাইকে ধন্যবাদ । আমি বাড়ি ফিরে এসেছি ।" কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভরতি ছিলেন শাবানা । সেটা মনে করে তিনি লিখেছেন, "টিনা আম্বানি ও কোকিলাবেন আম্বানি হাসপাতালের ডাক্তার ও নার্সদের অনেক ধন্যবাদ এভাবে আমার যত্ন নেওয়ার জন্য । এই ঋণ কোনওদিন শোধ হবে না, আমি কৃতজ্ঞ ।"



দুর্ঘটনা ঘটার পর শাবানাকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী MGM হাসপাতালে । সেখান থেকে তাঁকে শিফ্ট করা হয় কোকিলাবেন হাসপাতালে ।



গাড়িতে শাবানার সঙ্গে ছিলেন তাঁর স্বামী জাভেদ আখতার । কিন্তু, তাঁর কিছু হয়নি । শাবানাকে রীতিমতো ধরে বের করা গাড়ি থেকে । গাড়ির বনেট ভেঙেচুরে যায় । গাড়ির চালককে ব়্যাশ ড্রাইভিং করার অভিযোগে গ্রেপ্তার করা হয় ।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.