মুম্বই : 18 জানুয়ারি মুম্বই-পুনে হাইওয়েতে এক মারাত্মক দুর্ঘটনার মধ্যে পড়েছিলেন শাবানা আজ়মি । তাঁর SUV-তে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক । তবে আজ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন শাবানা । সোশাল মিডিয়ায় পোস্টও করলেন অভিনেত্রী ।
শাবানা লিখেছেন, "আমার জন্য প্রার্থনা করেছেন আপনারা, তার জন্য সবাইকে ধন্যবাদ । আমি বাড়ি ফিরে এসেছি ।" কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভরতি ছিলেন শাবানা । সেটা মনে করে তিনি লিখেছেন, "টিনা আম্বানি ও কোকিলাবেন আম্বানি হাসপাতালের ডাক্তার ও নার্সদের অনেক ধন্যবাদ এভাবে আমার যত্ন নেওয়ার জন্য । এই ঋণ কোনওদিন শোধ হবে না, আমি কৃতজ্ঞ ।"
-
Thank you all for your prayers and wishes for my https://t.co/A21IxD7Usd back home now Thank you #Tina Ambani and Kokilaben Ambani hospital for the sterling care provided by the doctors team and the nursing staff. Im indebted and grateful🙏 pic.twitter.com/6a1PWsGKnn
— Azmi Shabana (@AzmiShabana) February 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Thank you all for your prayers and wishes for my https://t.co/A21IxD7Usd back home now Thank you #Tina Ambani and Kokilaben Ambani hospital for the sterling care provided by the doctors team and the nursing staff. Im indebted and grateful🙏 pic.twitter.com/6a1PWsGKnn
— Azmi Shabana (@AzmiShabana) February 1, 2020Thank you all for your prayers and wishes for my https://t.co/A21IxD7Usd back home now Thank you #Tina Ambani and Kokilaben Ambani hospital for the sterling care provided by the doctors team and the nursing staff. Im indebted and grateful🙏 pic.twitter.com/6a1PWsGKnn
— Azmi Shabana (@AzmiShabana) February 1, 2020
দুর্ঘটনা ঘটার পর শাবানাকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী MGM হাসপাতালে । সেখান থেকে তাঁকে শিফ্ট করা হয় কোকিলাবেন হাসপাতালে ।
গাড়িতে শাবানার সঙ্গে ছিলেন তাঁর স্বামী জাভেদ আখতার । কিন্তু, তাঁর কিছু হয়নি । শাবানাকে রীতিমতো ধরে বের করা গাড়ি থেকে । গাড়ির বনেট ভেঙেচুরে যায় । গাড়ির চালককে ব়্যাশ ড্রাইভিং করার অভিযোগে গ্রেপ্তার করা হয় ।