ETV Bharat / sitara

আজ ICU-থেকে বের করা হতে পারে শাবানাকে : জাভেদ - শাবানা আজ়মির খবর

শনিবার পথ দুর্ঘটনায় জখম হওয়ার পর কোকিলাবেন হাসপাতালের ICU-তেই ছিলেন শাবানা আজ়মি । তবে আজ তাঁকে বের করা হতে পারে ICU থেকে , জানালেন জাভেদ আখতার ।

Shabana Azmi health update
Shabana Azmi health update
author img

By

Published : Jan 21, 2020, 5:17 PM IST

মুম্বই : শনিবার মুম্বই-পুনে হাইওয়েতে এক দুর্ঘটনায় গুরুতর আহত হন শাবানা আজ়মি । ঘটনাস্থল থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় MGM হাসপাতালে । সেখান থেকে কোকিলাবেন হাসপাতালের ICU-তে শিফ্ট করা হয় অভিনেত্রীকে । আজ স্বাস্থ্যের একটু উন্নতি হওয়ায় তাঁকে বের করা হতে পারে ICU থেকে, এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানালেন স্বামী জাভেদ আখতার ।

Shabana Azmi health update
সৌজন্যে ইনস্টাগ্রাম

জাভেদ বলেন, "ও ICU-তে রয়েছে, কেউ ওঁর সঙ্গে দেখা করতে পারছে না । তবে আজকের মধ্যে ICU থেকে বের করা হতে পারে শাবানাকে । ও চিকিৎসায় খুব ভালো সাড়া দিচ্ছে ।"

জাভেদ আরও বলেন, "শাবানার কোনও ইন্টারনাল ইঞ্জুরি হয়নি । তবে ওঁর মুখটা ক্ষতিগ্রস্থ হয়েছে ।" দুর্ঘটনা ঘটার পরই শাবানার ছবি ভাইরাল হয় সোশাল মিডিয়ায় । সেখানে দেখা যাচ্ছে যে, তাঁর মুখ-চোখ একেবারে ফুলে যায় ।

অ্যাক্সিডেন্টের ছবি ভাইরাল হওয়া প্রসঙ্গে জাভেদ বলেন, "আশপাশের পথচারীরা ছবি তুলছিল । মিডিয়া ছিল না ।"

Shabana Azmi health update
সৌজন্যে ইনস্টাগ্রাম

সারা দেশ জুড়ে সবাই শাবানার আরোগ্য কামনা করছে । এই প্রসঙ্গে জাভেদ বলেন, "যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন সবার কাছে আমি কৃতজ্ঞ । শাবানা খুব স্ট্রং আছে ।"

মুম্বই : শনিবার মুম্বই-পুনে হাইওয়েতে এক দুর্ঘটনায় গুরুতর আহত হন শাবানা আজ়মি । ঘটনাস্থল থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় MGM হাসপাতালে । সেখান থেকে কোকিলাবেন হাসপাতালের ICU-তে শিফ্ট করা হয় অভিনেত্রীকে । আজ স্বাস্থ্যের একটু উন্নতি হওয়ায় তাঁকে বের করা হতে পারে ICU থেকে, এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানালেন স্বামী জাভেদ আখতার ।

Shabana Azmi health update
সৌজন্যে ইনস্টাগ্রাম

জাভেদ বলেন, "ও ICU-তে রয়েছে, কেউ ওঁর সঙ্গে দেখা করতে পারছে না । তবে আজকের মধ্যে ICU থেকে বের করা হতে পারে শাবানাকে । ও চিকিৎসায় খুব ভালো সাড়া দিচ্ছে ।"

জাভেদ আরও বলেন, "শাবানার কোনও ইন্টারনাল ইঞ্জুরি হয়নি । তবে ওঁর মুখটা ক্ষতিগ্রস্থ হয়েছে ।" দুর্ঘটনা ঘটার পরই শাবানার ছবি ভাইরাল হয় সোশাল মিডিয়ায় । সেখানে দেখা যাচ্ছে যে, তাঁর মুখ-চোখ একেবারে ফুলে যায় ।

অ্যাক্সিডেন্টের ছবি ভাইরাল হওয়া প্রসঙ্গে জাভেদ বলেন, "আশপাশের পথচারীরা ছবি তুলছিল । মিডিয়া ছিল না ।"

Shabana Azmi health update
সৌজন্যে ইনস্টাগ্রাম

সারা দেশ জুড়ে সবাই শাবানার আরোগ্য কামনা করছে । এই প্রসঙ্গে জাভেদ বলেন, "যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন সবার কাছে আমি কৃতজ্ঞ । শাবানা খুব স্ট্রং আছে ।"

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.