ETV Bharat / sitara

"অস্ট্রেলিয়াকে হারের উত্তর দিয়েছে", ভারতের জয়ে উচ্ছ্বসিত অমিতাভ

author img

By

Published : Dec 29, 2020, 2:32 PM IST

আজ টুইটারে অমিতাভ লেখেন, "দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছি ভারত...আমি বলেছিলাম না...জয়ে ফিরে হারের উত্তর দেব...! দিয়ে দিয়েছি...ওদের ঘরে ঢুকে...!! অভিনন্দন ভারত"।

sdf
sdf

মুম্বই : প্রথমে টেস্টে লজ্জাজনক হার । তা দেখে অনেকেই হতাশ হয়েছিলেন । কিন্তু, ভরসা রেখেছিলেন তিনি । আর দ্বিতীয় টেস্টে ভারত জয়ে ফিরতেই উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না অমিতাভ বচ্চন ।

আজ টুইটারে তিনি লেখেন, "দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছি ভারত...আমি বলেছিলাম না...জয়ে ফিরে হারের উত্তর দেব...! দিয়ে দিয়েছি...ওদের ঘরে ঢুকে...!! অভিনন্দন ভারত"।

  • T 3767 - YEEEEAAAAHHHHHHH !!!
    India beats Australia in the 2nd test ..
    Bola tha na maine ..
    SETBACK ka jawaab COMBACK se denge .. !
    de diya .. unke ghar mein ghus ke .. !!
    Congratulations India 🇮🇳

    — Amitabh Bachchan (@SrBachchan) December 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রথম টেস্টে বোলাররা দাপট দেখালেও ব্যাটিং ব্যর্থতায় লজ্জাজনক হারের মুখে পড়তে হয়েছিল কোহলিকে । এরপর প্রথম টেস্ট শেষে পিতৃত্বকালীন ছুটিতে ভারতে ফেরেন তিনি । অধিনায়কত্বের ভার পড়ে রাহানের উপর । আর সফল হলেন তিনি । সঙ্গে ঘুরে দাঁড়াল ভারত ।

আরও পড়ুন : বক্সিং ডে টেস্টে জয় ভারতের

দ্বিতীয় টেস্টে 195 রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস । ভারত প্রথম ইনিংসে করে 326 রান । আর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় 200 রানে । ভারতের সামনে জয়েরক লক্ষ্যমাত্রা দাঁড়ায় 70 । যা 2 উইকেট হারিয়ে তুলে নেন রাহানেরা । তারপরই অমিতাভের মতো হাসি ফুটে ওঠে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মুখে ।

মুম্বই : প্রথমে টেস্টে লজ্জাজনক হার । তা দেখে অনেকেই হতাশ হয়েছিলেন । কিন্তু, ভরসা রেখেছিলেন তিনি । আর দ্বিতীয় টেস্টে ভারত জয়ে ফিরতেই উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না অমিতাভ বচ্চন ।

আজ টুইটারে তিনি লেখেন, "দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছি ভারত...আমি বলেছিলাম না...জয়ে ফিরে হারের উত্তর দেব...! দিয়ে দিয়েছি...ওদের ঘরে ঢুকে...!! অভিনন্দন ভারত"।

  • T 3767 - YEEEEAAAAHHHHHHH !!!
    India beats Australia in the 2nd test ..
    Bola tha na maine ..
    SETBACK ka jawaab COMBACK se denge .. !
    de diya .. unke ghar mein ghus ke .. !!
    Congratulations India 🇮🇳

    — Amitabh Bachchan (@SrBachchan) December 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রথম টেস্টে বোলাররা দাপট দেখালেও ব্যাটিং ব্যর্থতায় লজ্জাজনক হারের মুখে পড়তে হয়েছিল কোহলিকে । এরপর প্রথম টেস্ট শেষে পিতৃত্বকালীন ছুটিতে ভারতে ফেরেন তিনি । অধিনায়কত্বের ভার পড়ে রাহানের উপর । আর সফল হলেন তিনি । সঙ্গে ঘুরে দাঁড়াল ভারত ।

আরও পড়ুন : বক্সিং ডে টেস্টে জয় ভারতের

দ্বিতীয় টেস্টে 195 রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস । ভারত প্রথম ইনিংসে করে 326 রান । আর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় 200 রানে । ভারতের সামনে জয়েরক লক্ষ্যমাত্রা দাঁড়ায় 70 । যা 2 উইকেট হারিয়ে তুলে নেন রাহানেরা । তারপরই অমিতাভের মতো হাসি ফুটে ওঠে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মুখে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.