ETV Bharat / sitara

চলতি বছরই ফিরছেন বড় পরদায়, ঘোষণা শাহরুখের - চলতি বছরই বড় পরদায় ফিরছেন শাহরুখ

চলতি বছরই যে তাঁকে বড় পরদায় দেখা যাবে সেকথা নিজেই জানান শাহরুখ । একটি ভিডিয়ো বার্তায় বলেন, "2021-এ বড় পরদায় আপনাদের সঙ্গে দেখা হবে ।"

asd
asd
author img

By

Published : Jan 3, 2021, 1:36 PM IST

মুম্বই : বড় পরদায় কবে দেখা যাবে ? গত 2 বছরে একাধিকবার এই প্রশ্ন ঘুরে ফিরে এসেছে । সোশাল মিডিয়ার মাধ্যমে শাহরুখ খানের কাছে এই প্রশ্ন বহুবার জানতে চেয়েছেন তাঁর অনুরাগীরা । কিন্তু, কখনওই তার সঠিক উত্তর দেননি তিনি । প্রতিবারই বিষয়টিকে এড়িয়ে গিয়েছিলেন । তবে সব জল্পনার অবসান ঘটিয়ে 2021-এর শুরুতে বড় পরদায় আসার কথা নিজেই ঘোষণা করলেন তিনি ।

সম্প্রতি টুইটারের একটি ভিডিয়ো বার্তায় সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান শাহরুখ । সাধারণ পোশাকেই ক্যামেরার সামনে বসেছিলেন তিনি । আসলে এই মুহূর্তে তাঁর টিমের কোনও সদস্য সেখানে না থাকায় গোটা বিষয়টা তাঁকেই আয়োজন করতে হয়েছে । তাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে একটু দেরি হয়ে গিয়েছে বলে জানান তিনি । বলেন, "অনেকটা দেরি করে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি । 2020 যে ভালো কাটেনি এই বিষয়ে সবাই আমার সঙ্গে একমত হবেন । আর এই কঠিন সময়ের মধ্যে আশার আলো খুঁজে পাওয়া বড়ই কঠিন বিষয় । কিন্তু, আমি এই খারাপ, কঠিন ও বাজে সালটাকে একটু অন্যভাবে দেখছি ।"

এ প্রসঙ্গে বলেন, "জীবনে চলার পথে খারাপের পর আর খারাপ হওয়ার কিছু থাকে না । তলানিতে পৌঁছে গেলে সেখান থেকে শুধুই উত্তরণের রাস্তা খোলা থাকে ।"

আর সবশেষে চলতি বছরই যে তাঁকে বড় পরদায় দেখা যাবে সেকথা জানান শাহরুখ । বলেন, "2021-এ বড় পরদায় আপনাদের সঙ্গে দেখা হবে ।" আর তাঁর বড় পরদায় ফেরার কথা শুনে আনন্দিত তাঁর অনুরাগীরা । যদিও ছবির নাম এখনও ঘোষণা করেননি তিনি ।

2018-তে মুক্তি পেয়েছিল শাহরুখ অভিনীত 'জ়িরো'। সেখানে বামনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি । কিন্তু, বক্স অফিসে ছবিটি মুখ থুবড়ে পড়ার পর টানা 2 বছর কোনও নতুন প্রোজেক্টে হাত দেননি । যদিও একাধিকবার তাঁর আপকামিং প্রোজেক্ট নিয়ে একাধিক জল্পনা শোনা গিয়েছিল ।

অবশেষে জানা যায়, পরিচালক সিদ্ধার্থ আনন্দর 'পাঠান' দিয়ে বড় পরদায় ফিরতে চলেছেন শাহরুখ । ছবিটি প্রযোজনা করছে যশ রাজ ফিল্মস । আর এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে জন আব্রাহাম ও দীপিকা পাডুকোনকে । ইতিমধ্যে ছবির শুটিংও শুরু করে দিয়েছেন তিনি । কিন্তু, ছবি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনও কোনও ঘোষণা করেননি কিং খান ।

মুম্বই : বড় পরদায় কবে দেখা যাবে ? গত 2 বছরে একাধিকবার এই প্রশ্ন ঘুরে ফিরে এসেছে । সোশাল মিডিয়ার মাধ্যমে শাহরুখ খানের কাছে এই প্রশ্ন বহুবার জানতে চেয়েছেন তাঁর অনুরাগীরা । কিন্তু, কখনওই তার সঠিক উত্তর দেননি তিনি । প্রতিবারই বিষয়টিকে এড়িয়ে গিয়েছিলেন । তবে সব জল্পনার অবসান ঘটিয়ে 2021-এর শুরুতে বড় পরদায় আসার কথা নিজেই ঘোষণা করলেন তিনি ।

সম্প্রতি টুইটারের একটি ভিডিয়ো বার্তায় সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান শাহরুখ । সাধারণ পোশাকেই ক্যামেরার সামনে বসেছিলেন তিনি । আসলে এই মুহূর্তে তাঁর টিমের কোনও সদস্য সেখানে না থাকায় গোটা বিষয়টা তাঁকেই আয়োজন করতে হয়েছে । তাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে একটু দেরি হয়ে গিয়েছে বলে জানান তিনি । বলেন, "অনেকটা দেরি করে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি । 2020 যে ভালো কাটেনি এই বিষয়ে সবাই আমার সঙ্গে একমত হবেন । আর এই কঠিন সময়ের মধ্যে আশার আলো খুঁজে পাওয়া বড়ই কঠিন বিষয় । কিন্তু, আমি এই খারাপ, কঠিন ও বাজে সালটাকে একটু অন্যভাবে দেখছি ।"

এ প্রসঙ্গে বলেন, "জীবনে চলার পথে খারাপের পর আর খারাপ হওয়ার কিছু থাকে না । তলানিতে পৌঁছে গেলে সেখান থেকে শুধুই উত্তরণের রাস্তা খোলা থাকে ।"

আর সবশেষে চলতি বছরই যে তাঁকে বড় পরদায় দেখা যাবে সেকথা জানান শাহরুখ । বলেন, "2021-এ বড় পরদায় আপনাদের সঙ্গে দেখা হবে ।" আর তাঁর বড় পরদায় ফেরার কথা শুনে আনন্দিত তাঁর অনুরাগীরা । যদিও ছবির নাম এখনও ঘোষণা করেননি তিনি ।

2018-তে মুক্তি পেয়েছিল শাহরুখ অভিনীত 'জ়িরো'। সেখানে বামনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি । কিন্তু, বক্স অফিসে ছবিটি মুখ থুবড়ে পড়ার পর টানা 2 বছর কোনও নতুন প্রোজেক্টে হাত দেননি । যদিও একাধিকবার তাঁর আপকামিং প্রোজেক্ট নিয়ে একাধিক জল্পনা শোনা গিয়েছিল ।

অবশেষে জানা যায়, পরিচালক সিদ্ধার্থ আনন্দর 'পাঠান' দিয়ে বড় পরদায় ফিরতে চলেছেন শাহরুখ । ছবিটি প্রযোজনা করছে যশ রাজ ফিল্মস । আর এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে জন আব্রাহাম ও দীপিকা পাডুকোনকে । ইতিমধ্যে ছবির শুটিংও শুরু করে দিয়েছেন তিনি । কিন্তু, ছবি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনও কোনও ঘোষণা করেননি কিং খান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.