ETV Bharat / sitara

দীপিকার বাড়ির সামনে পুলিশি সুরক্ষার ব্যবস্থা - দীপিকা পাড়ুকোনের খবর

দীপিকা পাড়ুকোনের বাড়ির সামনে পুলিশি সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে মুম্বই পুলিশের তরফ থেকে । পাহারা দেওয়া হচ্ছে অভিনেত্রীর 'বিউমন্ড টাওয়ার্স'-এর অ্যাপার্টমেন্ট ।

deepika padukone NCB questioning
deepika padukone NCB questioning
author img

By

Published : Sep 25, 2020, 8:55 AM IST

মুম্বই : গতকাল অর্থাৎ 24 সেপ্টেম্বর গোয়া থেকে মুম্বই ফিরেছেন দীপিকা পাড়ুকোন । তাঁকে আনতে গোয়া গেছিলেন রণবীর সিং । মুম্বই এয়ারপোর্টে কিছু মুহূর্তের জন্য ক্যামেরাবন্দী করা যায় দম্পতিকে । সেখান থেকে সটান তাঁরা পৌঁছান 'বিউমন্ড টাওয়ার্স'-এ ।

প্রভাদেবীর এই বিলাসবহুল আবাসনে দীপিকার একটি অ্যাপার্টমেন্ট রয়েছে । আজ সকাল থেকে আবাসনের সামনে পুলিশি সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে । PTI সূত্রে জানা যাচ্ছে এই খবর । মুম্বই পুলিশের এক অফিশিয়াল জানিয়েছেন যে, এটা কেবলমাত্র একটি সতর্কতামূলক ব্যবস্থা ।

আগামীকাল অর্থাৎ 26 সেপ্টেম্বর NCB-র সামনে হাজির হবেন দীপিকা । তাঁর সঙ্গে ম্যানেজার করিশ্মা প্রকাশকেও তলব করা হয়েছে এদিন ।

শকুন বত্রার পরবর্তী ছবির শুটিংয়ের জন্য গোয়ায় ছিলেন দীপিকা । সেই ছবিতে সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পান্ডের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । উত্তর গোয়ার সিনকুয়েরিম বিচ রিসর্টে ছিলেন তিনি । NCB-র সমন পেয়ে তড়িঘড়ি মুম্বই এসে পৌঁছান দীপিকা ।

মুম্বই : গতকাল অর্থাৎ 24 সেপ্টেম্বর গোয়া থেকে মুম্বই ফিরেছেন দীপিকা পাড়ুকোন । তাঁকে আনতে গোয়া গেছিলেন রণবীর সিং । মুম্বই এয়ারপোর্টে কিছু মুহূর্তের জন্য ক্যামেরাবন্দী করা যায় দম্পতিকে । সেখান থেকে সটান তাঁরা পৌঁছান 'বিউমন্ড টাওয়ার্স'-এ ।

প্রভাদেবীর এই বিলাসবহুল আবাসনে দীপিকার একটি অ্যাপার্টমেন্ট রয়েছে । আজ সকাল থেকে আবাসনের সামনে পুলিশি সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে । PTI সূত্রে জানা যাচ্ছে এই খবর । মুম্বই পুলিশের এক অফিশিয়াল জানিয়েছেন যে, এটা কেবলমাত্র একটি সতর্কতামূলক ব্যবস্থা ।

আগামীকাল অর্থাৎ 26 সেপ্টেম্বর NCB-র সামনে হাজির হবেন দীপিকা । তাঁর সঙ্গে ম্যানেজার করিশ্মা প্রকাশকেও তলব করা হয়েছে এদিন ।

শকুন বত্রার পরবর্তী ছবির শুটিংয়ের জন্য গোয়ায় ছিলেন দীপিকা । সেই ছবিতে সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পান্ডের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । উত্তর গোয়ার সিনকুয়েরিম বিচ রিসর্টে ছিলেন তিনি । NCB-র সমন পেয়ে তড়িঘড়ি মুম্বই এসে পৌঁছান দীপিকা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.