ETV Bharat / sitara

নতুন উচ্চতা ছুঁলেন শাশ্বত, ফের ডাক পেলেন বলিউডে - শাশ্বত চট্টোপাধ্যায়ের খবর

ফের বলিউড থেকে ডাক পেলেন শাশ্বত চট্টোপাধ্যায় । এবার একেবারে অনুরাগ কাশ্যপের পরিচালনায় । তাপসী পান্নুর সঙ্গে 'দো বারা' ছবিতে অভিনয় করবেন শাশ্বত ।

Saswata Chatterjee with anurag kashyap
Saswata Chatterjee with anurag kashyap
author img

By

Published : Feb 28, 2021, 12:15 PM IST

মুম্বই : যোগ্যতার কদর শুধু সময়ের অপেক্ষা । যোগ্যতা থাকলে কোনও সীমানার বেড়া থাকে না । তাই শাশ্বত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, জিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা ন্যাশনাল লেভেলেও নজর কাড়ছেন । সম্প্রতি শাশ্বতর টুপিতে সোনার পালক জুড়ল ।

বিখ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপের 'দো বারা' ছবিতে অভিনয় করছেন শাশ্বত । ইতিমধ্যেই মুম্বই পৌঁছে গেছেন তিনি । আর হোটেল রুমে ঢুকেই সারপ্রাইজ় । উপহার ভরতি একটি ঝুড়ি বসানো শাশ্বতর ঘরে ।

দেখেই অভিভূত অভিনেতা । সঙ্গে সঙ্গে সোশাল মিডিয়ায় পোস্ট । শাশ্বত লিখলেন, "আমার হোটেল রুমে এটা অপেক্ষা করছিল । অনুরাগ কাশ্যপ ও তাঁর টিমের প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা অনেকটা বেড়ে গেল । 'দো বারা'-র টিমে জয়েন করলাম ।"

একটি সাই-ফাই থ্রিলার উপহার দিতে চলেছেন অনুরাগ । ছবির মুখ্য চরিত্রে তাপসী । শাশ্বতকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ অবতারে ।

মুম্বই : যোগ্যতার কদর শুধু সময়ের অপেক্ষা । যোগ্যতা থাকলে কোনও সীমানার বেড়া থাকে না । তাই শাশ্বত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, জিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা ন্যাশনাল লেভেলেও নজর কাড়ছেন । সম্প্রতি শাশ্বতর টুপিতে সোনার পালক জুড়ল ।

বিখ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপের 'দো বারা' ছবিতে অভিনয় করছেন শাশ্বত । ইতিমধ্যেই মুম্বই পৌঁছে গেছেন তিনি । আর হোটেল রুমে ঢুকেই সারপ্রাইজ় । উপহার ভরতি একটি ঝুড়ি বসানো শাশ্বতর ঘরে ।

দেখেই অভিভূত অভিনেতা । সঙ্গে সঙ্গে সোশাল মিডিয়ায় পোস্ট । শাশ্বত লিখলেন, "আমার হোটেল রুমে এটা অপেক্ষা করছিল । অনুরাগ কাশ্যপ ও তাঁর টিমের প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা অনেকটা বেড়ে গেল । 'দো বারা'-র টিমে জয়েন করলাম ।"

একটি সাই-ফাই থ্রিলার উপহার দিতে চলেছেন অনুরাগ । ছবির মুখ্য চরিত্রে তাপসী । শাশ্বতকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ অবতারে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.